ঋষভ পন্থের ব্যাট থেকে আসা এই ৩ টি ইনিংস যা রয়েছে ভারতীয় ভক্তদের হৃদয়ে গেঁথে !! 1

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তরুণ প্রতিভা হলো ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২ সালের ৩০ ডিসেম্বর এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। নববর্ষ উপলক্ষে পরিবারের সাথে সময় কাটাতে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন ঋষভ। তবে গাড়ি চালাতে চালাতে তার চোখ লেগে যায়, যখন তার ঘুম ভাঙে তখন তার গাড়িটি ডিভাইডারে ধাক্কা দেয়, সাথে সাথেই তার গাড়িতে আগুন লেগে যায়, গাড়ির কাঁচ ভেঙে ও সামনে থেকে আগত বাস ড্রাইভার ও তার সহকর্মী ঋষভকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান, দুর্ঘটনায় ঋষভ প্রাণে রক্ষা পেলেও লিগামেন্ট ছিঁড়ে যায় পন্থের। তবে তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং ২০২৪ সালের গোড়ার দিকে জাতীয় দলে ফিরে আসবেন পন্থ।

আজ পন্থের জন্মদিন, ২৬ বছর বয়সে পা দিলেন পন্থ। বেশ অল্প বয়সেই তার ক্যারিয়ারে বেশ নাম ডাক পেয়েছেন। টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই ভারতের সেরাদের তালিকায় চলে এসেছেন তিনি। ৩২ টেস্ট ম্যাচে ২১৬৯ রান করেছেন তিনি, তাছাড়া ৩০ ওডিআই ম্যাচে ৮৬৫ রান করেছেন ও ৬৬ টি টোয়েন্টি আই ম্যাচে ৯৮৭ রান করেছেন পন্থ ও আইপিএলে বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব করছেন ঋষভ, ব্যাট হাতে করেছেন ৯৮ ম্যাচে ২৮৩৮ রান। আজ ঋষভের জন্মদিনে পন্থের ব্যাট থেকে আসা ৩ টি বড় ইনিংস নিয়ে বলতে চলেছি যা এখনও ভক্তদের হৃদয়ে গেঁথে রয়েছে।

Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad 

Read More: “এক পা….”, দুর্ঘটনার পর প্রথমবার হাঁটার ছবি পোস্ট Rishabh Pant-এর, দিলেন মন ছুঁয়ে নেওয়ার মত অসাধারণ বার্তাও !!

৮৯* বনাম অস্ট্রেলিয়া

Rishabh Pant
Rishabh Pant | Image: Getty Images

ঋষভ পন্থের (Rishabh Pant) খেলা গাব্বা টেস্টের এই ইনিংসটি ভারতীয় ভক্তদের মনে থাকবে সারাজীবন। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ প্রথম তার ছাপ ছাড়েন অস্ট্রেলিয়ার মাটিতে, টেস্ট ক্রিকেটে ব্রিজবেনে অস্ট্রেলিয়াকে পরাজিত করা খুবই কঠিন। তবে ভারতীয় দল সেই কাজটি করে দেখায়, গত বছর জানুয়ারি মাসে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন ঋষভ। যার জন্য ভারত গাব্বাতে অস্ট্রালিয়ার জেতার রেকর্ড ভেঙেছে। তার এই দুর্ধর্ষ ইনিংসের কারণে ভারত বর্ডার গাভাস্কার সিরিজ ২-১ ব্যবধানে জিততে সক্ষম হয়েছিল। সিরিজের প্রথম ম্যাচে ৩৬ রানে অলআউট হয়ে ভারতীয় দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল তা সত্যিই প্রশংসনীয়। আর পন্থের খেলা এই ইনিংস তুলনাহীন।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

১৫৯* বনাম অস্ট্রেলিয়া

Rishabh pant
Rishabh Pant | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান সবসময় প্লেয়ারের চরিত্র ও তার বিচার হয়। তবে অস্ট্রেলিয়াতে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছেন পন্থ। ২০১৯ সালে প্রথম অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যান পন্থ। সেই সময়েই পন্থ শুধুমাত্র ১৫৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন নি বরং মহেন্দ্র সিং ধোনির ১২ বছরের পুরোনো গড়া রেকর্ডটিও ভেঙে দেন। ১৮৯ বলে ১৫৯ রানের দৌলতে ভারতীয় দল হেরে যাওয়া ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছিল, এখনও পর্যন্ত এটিই তার টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। এমনকি প্রথম অস্ট্রেলিয়া সফরে তিনি ৪ ম্যাচে ৫৮ গড়ে ৩৫০ রান করেছিলেন। তার খেলা এই ইনিংসটি দ্বিতীয় স্থানে থাকবে।

১২৫* বনাম ইংল্যান্ড

Rishabh Pant
Rishabh Pant | Image: Getty Images

টেস্ট ক্রিকেটের পাশাপশি সাদা বলের ফরম্যাটেও নিজেকে মেলে ধরেন পন্থ। ২০২২ সালের জুলাইতে ঋষভের ব্যাট থেকে এসেছিল এক গুরুত্বপূর্ণ ইনিংস। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের ডু ওর ডাই ম্যাচে ভারতীয় দলের অবস্থা একেবারেই নড়বড়ে হয়ে যায়। ধাওয়ান, রোহিত ও বিরাটকে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল, আর এই ডু ওর ডাই ম্যাচে শতরান জুড়ে দেন ঋষভ (Rishabh Pant)। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে প্রথম শতরানটি সম্পূর্ণ করেন ঋষভ, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সাথে জুটি বেঁধে ১৩৩ রানেরও পার্টনারশিপ গড়েন ঋষভ। ওই ম্যাচে ১০৬ বলে নিজের প্রথম ওডিআই শতরানটিও সম্পূর্ণ করে ফেলেন ঋষভ। এই ম্যাচে ১১৩ বলে অপরাজিত ১২৫ রান করেন ঋষভ।

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Read More: World Cup 2023: বিশ্বকাপ শুরুর আগেই গুরুদায়িত্ব সচিন তেন্ডুলকরের উপর, ICC করলো বড় খোলসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *