TOP 3: সানরাইজার্স আস্থা দেখালেও এই ৩ ক্রিকেটার IPL-এর আঙিনায় হয়ে উঠতে পারেন দলে বোঝা !! 1

TOP 3: নিজেদের ‘রিটেনশন’ লিস্ট প্রকাশ করে সবাইকে হতভম্ব করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের(IPL) আসন্ন ‘মিনি অকশন’ ঘিরে সরগরম ভারতের ক্রিকেটমহল। ১৫ নভেম্বর-এর মধ্যে ভারতের ক্রিকেট বোর্ডের কাছে তালিকা দিয়ে দলগুলোকে জানাতে হত কাদের ধরে রাখতে চলেছেন তারা আর কাদের পাঠাতে চলেছেন নিলামের হাতুড়ির তলায়। ২০১৬ সালের আইপিএল বিজয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ ধরে রাখতে চায়নি তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন’কে। রিটেনশন লিস্টে কোথাও নাম নেই তাঁর। বদলে ভারতীয় ক্রিকেটারদের ধরে রাখার দিকেই মনযোগ দিয়েছে তারা। প্রত্যাশা মত হায়দ্রাবাদ দলে  জায়গা পেয়েছেন ভুবনেশ্বর কুমার এবং উমরান মালিক। উইলিয়ামসন সহ বেশ কিছু বড় নাম’কে বাতিল করে ফেলায় ২৩ শে ডিসেম্বর হতে চলা ‘মিনি’ অকশনে সানরাইজার্সের হাতে থাকছে ৪২.২৫ কোটি টাকা। নিজেদের দল’কে ঢেলে সাজাতে কোমর বেঁধে ঝাঁপাতে চলেছেন তারা। তবে যে সকল খেলোয়াড়’কে ধরে রাখলো তাঁরা, তাদের পুরনো পারফর্ম্যান্স বিচার করতে বসলে দেখা যায় অন্তত ৩ জন এমন রয়েছেন দলে যাঁদের পারফর্ম্যান্স দলের সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে।

ভুবনেশ্বর কুমার-

Bhuvneshwar Kumar | image: twitter

অনেকদিন ধরেই সানরাইজার্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ভুবনেশ্বর কুমার(Bhuvneshwar Kumar)। আরও একবার তাঁর প্রতি আস্থা দেখালো দল। কিন্তু বল হাতে বছর’টা বিশেষ ভালো কাটে নি ভুবনেশ্বরের। নিজের সেরা ফর্মের আশেপাশেও নেই তিনি। নিজের আইপিএল কেরিয়ারে ১৪৬ ম্যাচে ১৫৪ উইকেট নিয়েছেন ভুবি। বোলিং অ্যাভারেজ ২৫ এর কাছে। কিন্তু ক্রিকেটে একমাত্র বর্তমান ফর্ম কথা বলে। ভুবি’র সানরাইজার্স জার্সি’তে গত দুই বছরের পারফর্ম্যান্স বিশ্লেষণ করতে বসলে বোঝা যায় ফর্মের শিখরে তিনি নেই। ২০২১ সালের আইপিএলে ১১ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছিলেন তিনি। বোলিং গড় ছিলো ৫৫’র বেশী। ২০২২ সালে কিছুটা ছন্দে ফিরলেও নিজের সেরা ফর্মের ধারেপাশে ছিলেন না তিনি। ১৪ ম্যাচ খেলে মাত্র ১২ উইকেট নেন ভুবি। গড় ৩২ এর কাছে। চলতি বছরে জাতীয় দলের হয়েও তাঁর পারফর্ম্যান্স ধারাবাহিক নয়। এশিয়া কাপ, ঘরের মাঠে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা সিরিজ হোক বা টি-২০ বিশ্বকাপ, চাপের মুখে বারবার রান দিয়ে বসেছেন তিনি। তাই সানরাইজার্স তাঁকে ধরে রাখলেও ভুবনেশ্বর সানরাইজার্সের আস্থার কতদূর দাম দিতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের মনেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *