TOP 3: ভারতের জার্সিতে আসন্ন বিশ্বকাপে MS ধোনির মত বিধ্বংসী ফিনিশার হয়ে উঠতে পারেন এই ৩ ক্রিকেটার !! 1

TOP 3: এবারের মত যবনিকা পড়েছে আইপিএলের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়া ছেড়ে ফের ক্রিকেটাররা গায়ে চাপাতে চলেছেন দেশের জার্সি। আগামী কয়েকটা মাস ভারতীয় ক্রিকেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। এখন সেই কথা মাথায় রেখেই চলছে প্রস্তুতি। বিশ্বকাপের আগে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, রয়েছে আফগানিস্তান এবং ওয়াস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। তারপর ভারতীয় দল যাবে আয়ারল্যান্ডে। সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। এই প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে ডামাডোল চললেও এশিয়া কাপকে মাথায় রেখেই প্রস্তুতি সারছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতা অনুশীলনের দুরন্ত মঞ্চ হয়ে উঠতে পারে। ক্রিকেটের মেগা ইভেন্টের আগে প্রথম একাদশ সাজিয়ে নিতেও এশিয়া কাপ, অস্ট্রেলিয়া সিরিজকে ব্যবহার করতে পারেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

একদিনের ক্রিকেটে বেশ ভালো ছন্দেই রয়েছে ভারতীয় দল। শেষ ১০ ম্যাচের মধ্যে জিতেছে ৮ ম্যাচ। হেরেছে মাত্র ২টিতে। বছরের গোড়াতে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোড়া সিরিজ জিতলেও ছন্দপতন দেখা গিয়েছে অজিদের বিপক্ষে। ২-১ ফলে সিরিজ হেরেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। টপ অর্ডারে শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলিরদের (Virat Kohli) মত ব্যাটাররা ভালো ফর্মে থাকলেও একজন ভালো ‘ফিনিশার’-এর অভাব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। প্রকৃতপক্ষে মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় দলে আগ্রাসী ‘ফিনিশার’-এর ভয়াব দেখা গিয়েছে। সূর্যকুমার যাদবকে (Surayakumar Yadav) সেই ভূমিকায় প্রাথমিকভাবে ভাবা হলেও একদিনের ক্রিকেটে এখনও ভালো কিছু করে দেখাতে পারেন নি তিনি। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচেও আউট হয়েছেন ‘গোল্ডেন ডাক’ করে। এমতাবস্থায় নতুন একজন ‘ফিনিশার’-এর সন্ধানে রয়েছে ভারত। বিশ্বকাপে কে হবেন ফিনিশার? এই তিন তরুণ ক্রিকেটারের মধ্যে থেকে নিজের পছন্দের বিকল্প বেছে নিতে পারেন কোচ রাহুল দ্রাবিড়।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ধ্রুব জুড়েল-

Dhruv Jurel | বিশ্বকাপ | image: Twitter
Dhruv Jurel’s fiery batting in IPL 2023 impressed the experts

উত্তরপ্রদেশের আগ্রায় জন্ম ধ্রুব জুড়েলের (Dhruv Jurel) । ২০২০ সালের অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। প্রতিযোগিতায় সেবার ভারত রানার্স-আপ হয়। ২০২২-এর মেগা নিলামে রাজস্থান রয়্যালস বেস প্রাইস ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিলো উত্তরপ্রদেশের ক্রিকেটারকে। তবে আগের বছর খেলার সুযোগ পান নি। ষোড়শ মরসুমের জন্য তাঁকে রিটেন করে ফ্র্যাঞ্চাইজি। বিনিয়োগ করা যে ভুল ছিলো না তা চলতি মরসুমে বুঝিয়েছেন ২২ বছরের তরুণ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে ব্যবহার করে রাজস্থান। শিমরণ হেটমায়ারের (Shimron Hetmyer) সাথে জুটি বেঁধে রাজস্থানকে শেষ অবধি লড়াইতে টিকিয়ে রেখেছিলেন ধ্রুব। করেন ১৫ বলে ৩২* রান। তাঁর ঝোড়ো ব্যাটিং মন কেড়ে নেয় বিশেষজ্ঞদের।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

এরপরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ধ্রুব (Dhruv Jurel)  অপয়াজিত থাকেন ১৬ বলে ৩৪ রান করে। ম্যাচ রাজস্থান ৭ রানে হারলেও চিন্নস্বামী স্টেডিয়ামে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসেন তিনি। ২০২৩ সালে ১৩ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ৪ বার থেকেছেন নট-আউট। ১৩ ম্যাচে মাঠে নামলেও খেলেছেন মাত্র ৮৮ বল। ২১.৭১ গড়ে করেছেন ১৫২ রান। কম বল খেলার সুযোগ পেলেও ১৭২.৭৩ স্ট্রাইক রেট বজায় রেখে জুড়েল বুঝিয়ে দিয়েছেন লোয়ার অর্ডারে কতটা বিস্ফোরক হয়ে উঠতে পারেন তিনি।

রিঙ্কু সিং-

Rinku Singh | বিশ্বকাপ | image: Twitter
Rinku Singh can get the India call up soon

২০২৩ সালের আইপিএলের অন্যতম উজ্জ্বল তারকা নিঃসন্দেহে রিঙ্কু সিং (Rinku Singh)। কলকাতা নাইট রাইডার্সের হতাশাজনক মরসুমের মাঝে ব্যতিক্রম কেবল রিঙ্কুর ব্যাটিং। অবিশ্বাস্য ক্রিকেট খেলেছেন তিনি। দীর্ঘসময় ধরে তিনি রয়েছেন নাইট দলে। প্রথম দিকে বিশেষ সুযোগ পান নি। গত মরসুমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে একটি চমৎকার ইনিংস খেলে চোখে পড়েন তিনি। ২০২৩-এর আইপিএলে ‘ফিনিশার হিসেবে নিজেকে অন্য স্তরে নিয়ে যান উত্তরপ্রদেশের আলিগড়ের তরুণ। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতার জয়ের জন্য শেষ ওভারে বাকি ছিলো ২৯ রান। এমতাবস্থায় ১০০ জন্যের মধ্যে ৯৯ জন গুজরাতের জয়ের পক্ষেই হয়ত বাজি ধরবেন। কিন্তু অন্য ভাবনা ছিলো রিঙ্কু’র (Rinku Singh)। যশ দয়ালের (Yash Dayal) ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন তিনি।

তারপর থেকে তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ ক্রমশ ওপরের দিকেই উঠেছে। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস হোক বা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনের মাঠে শেষ বলে চার মেরে দুই পয়েন্ট নিশ্চিত করা, রিঙ্কু মানেই যেন এই বছর কেকেআর জনতার স্বপ্নের ফেরিওয়ালা। রাসেল, রানাদের নিরন্তর ব্যর্থতা সত্ত্বেও লোয়ার অর্ডারে কলকাতাকে ভরসা দিয়েছেন তিনি। মরসুমের শেষ ম্যাচে একটা সময় ১২ বলে ৪১ রান দরকার ছিলো নাইটদের। সেখান থেকেও প্রায় জিতিয়েই দিয়েছিলেন রিঙ্কু (Rinku Singh)। শেষমেশ মাত্র ১ রানে হারে কলকাতা। ৩৩ বলে ৬৭ করে অপরাজিত থাকেন রিঙ্কু। আইপিএল মরসুমে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫৩। করেছেন ৪টি অর্ধশতক। মেরেছেন ৩১টি ছক্কা। শীঘ্রই ভারতের জার্সিতেও নিজের প্রতিভার ছাপ রাখতে পারেন তিনি।

তিলক বর্মা-

Tilak Varma | বিশ্বকাপ | image: twitter
Tilak Varma is being dubbed as the future star of Indian Cricket

একুশ বর্ষীয় তিলক বর্মাকে (Tilak Varma) ভারতীয় ক্রিকেটের আধুনিক যুবরাজ সিং বলছেন অনেকেই। লোয়ার অর্ডারে নেমে তাঁর ঝড় তোলার ক্ষমতা দেখে মোহিত ক্রিকেট বিশেষজ্ঞরা। মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে চলতি মরসুমে ১১ ম্যাচ খেলেছেন তিলক। করেছেন ৩৪৩ রান। ব্যাটিং গড় ৪২.৮৮। স্ট্রাইক রেট ১৬৫’র আশেপাশে। আইপিএল মরসুমের প্রথম ম্যাচেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে যান তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ব্যাটিং-এর রথী-মহারথীরা পরাস্ত হলেও অনবদ্য ৮৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তখন থেকেই ক্রিকেটজনতার নজরে রয়েছেন তিনি। দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর ২৯ বলে ৪১ বা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ১৭ বলে ৩৭ রানের ইনিংসগুলি ‘ফিনিশার’ হিসেবে তিলককে (Tilak Varma) প্রতিষ্ঠা দিয়েছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছিলো তাঁকে। টুর্নামেন্টের সেরা বোলার মহম্মদ শামির এক ওভারে ২৬ রান নেন তিনি। মাত্র ১৪ বলে আউট হন ৪৩ রান করে। তিলকের ‘ফিনিশিং’ দক্ষতা ভবিষ্যতে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *