TOP 3: IPL-এর ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করে নায়ক হয়েছেন যে ৩ মারকাটারি ক্রিকেটার !! 1

TOP 3: ২০০৮ সালে বিশ্বক্রিকেটের মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা IPL-এর। সূচনালগ্ন থেকেই দুর্দান্ত ক্রিকেটের আঁতুরঘর এই টি-২০ প্রতিযোগিতা। আইপিএলের একদম প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭৩ বলে ১৫৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে আসর জমিয়ে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ব্রেন্ডন ম্যাকালাম। তারপর থেকে চার-ছক্কা’র বন্যা দেখা গিয়েছে প্রতিটি ম্যাচেই। পায়ে পায়ে বিসিসিআই কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা ১৫ সম্পূর্ণ করে আগামী বছর পা দেবে ষোলো বছরে। এখন থেকেই পরবর্তী মরসুম নিয়ে উত্তেজিত ভারতের ক্রিকেটজনতা। দলগুলি বোর্ড’কে চিঠি দিয়ে জানিয়েছে কাদের ধরে রাখতে চায় তারা, কাদের পাঠাতে চায় আরও একবার নিলামের টেবিলে। ২৩ ডিসেম্বর ‘মিনি’ নিলামের উত্তেজনায় গা ভাসানোর আগে দেখে নেওয়া এই লীগের ইতিহাসে কয়েকটি সেরা ব্যাটিং পারফর্ম্যান্স। আইপিএলে দ্রুততম তিন অর্ধশতক রয়েছে কাদের নাম? রইলো তালিকা।

কেএল রাহুল-

KL Rahul | image: twitter
in 2020 KL Rahul smashed IPL’s fastest ever half century off 14 balls.

ভারতীয় দলের ওপেনিং ব্যাটার কে এল রাহুল(KL Rahul) বরাবর’ই আইপিএলের আঙিনায় অত্যন্ত সফল। ২০২০ সালে সর্বোচ্চ রান সংগ্রহকারীর শিরোপা হিসেবে অরেঞ্জ ক্যাপ’ও জিতেছিলেন তিনি। এই প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের নজির’টি রয়েছে তাঁরই নামে। মাত্র ১৪ বলে পঞ্চাশ রানের গণ্ডী পেরিয়েছিলেন রাহুল। কিংস ইলেভেন পাঞ্জাব (এখন পাঞ্জাব কিংস) দলের জার্সিতে দিল্লী ডেয়ারডেভিলসের(এখন দিল্লী ক্যাপিটালস) বিরুদ্ধে খেলতে নেমে বোলারদের প্রতি নির্মম হয়ে উঠেছিলেন কান্নুর লোকেশ রাহুল। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রাক্তনী রাহুল(KL Rahul) সেদিন জাতীয় দলে নিজের সতীর্থ মহম্মদ শামি এবং অমিত মিশ্র’কেও রেয়াত করেন নি। বল হাতে দিল্লীর সব প্রতিরোধ ভেঙে মাত্র ১৪ বলে ৪ টি ছক্কা এবং ৬ টি চার মেরে নিজের অর্ধশতক পূর্ণ করেন। অবশেষে ট্রেন্ট বোল্টের বলে ৫১ রানের মাথায় আউট হলেও রাহুলের ধুমধাড়াক্কা ইনিংসে ভর দিয়ে ৭ বল বাকি থাকতেই দিল্লীর ছুঁড়ে দেওয়া ১৬৭ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে গিয়েছিলো প্রীতি জিন্টার দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *