ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় তিন বছর আগে, তবে তার জায়গাটি পূরণ করতে ব্যর্থ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তার জায়গায় সুযোগ পেতে দেখা গিয়েছে অনেক প্লেয়ারকেই। তবে তার মতো ফিনিশার দেখা যায়নি এখনো ভারতীয় দলে। ভারতীয় দলের টপ অর্ডার ও মিডেল অডার ব্যাটসম্যানেরা ভাল প্রদর্শন দেখালেও দলের ফিনিশাররা প্রদর্শন দেখাতে একেবারেই ব্যর্থ হচ্ছেন। এই পরিস্থিতিতে ভারতীয় দলের প্রয়োজন একজন ফিনিশারের কারণ সামনেই আছে ওডিআই ওয়ার্ল্ড কাপ। আর এই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতেই, গতবার ভারতে যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখন দলের ফিনিশার হিসেবে দেখা চেয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। প্রাক্তন ভারত অধিনায়ক কে বিশ্বের শ্রেষ্ঠ ফিনিশার বলে উল্লেখ করেছেন অনেক কিংবদন্তিরা। তবে ভারতীয় দলে এমন কিছু প্লেয়ার আছেন যারা তার এই ফিনিশিং এর ভূমিকাটি পালন করতে পারেন।
হার্দিক পান্ডিয়া
তালিকায় প্রথমেই আছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), দলের অধিনায়ক হওয়ার পর থেকে হার্দিক কে বেশ দায়িত্ব নিয়ে খেলতে দেখা যাচ্ছে। যদিও ব্যাটে তুলনামূলক রান পাচ্ছেন না তিনি, তবে এর আগে অনেকবারই তিনি ভারতের হয়ে ফিনিশিং এর ভূমিকা পালন করেছেন । ভারতীয় দলের হয়ে এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি এরপর বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সঙ্গে তার প্রদর্শন ছিল প্রশংসনীয়। এছাড়া যখন ইচ্ছা তিনি ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন, আন্তর্জাতিক ক্রিকেট ইতিমধ্যেই তিনি তার ছাপ রেখে ফেলেছেন হার্দিক, আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক, ৬৯ টি ওডিআই খেলে করেছেন ১৪৬৪ রান, টি টোয়েন্টি ফরম্যাটে ৮৪ ম্যাচে ১২০৫ রান করেছেন।