গত মরসুমে বেশ কিছু দারুণ পারফরম্যান্স দেওয়া সত্বেও আইপিএলের প্লে অফে ওঠা হয়ে ওঠেনি কলকাতা নাইট রাইডার্সের।গোটা মরসুম জুড়ে ব্যাটে – বলে দুরন্ত সব পারফরম্যান্স দেওয়ার পরেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হওয়ার জন্য স্বভাবতই হতাশ ছিলেন রাসেল।এমনকি একটা সময় তার সাথে নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের মনোমালিন্য হয়েছে এমনটাই শোনা গেছিলো।যদিও পরবর্তী সময়ে বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়েছিলেন অধিনায়ক কার্তিক।
গতবছর টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে পন্চম স্থানে শেষ করে নাইটরা।যদিও সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে নেট রানরেটের বিচারে ছিটকে যেতে হয় নাইটদের।২০২০ আইপিএলের কথা মাথায় রেখে পুনরায় দল গঠনের দিকে মন দেয় নাইট কর্তৃপক্ষ।ছেড়ে দেওয়া হয় মোট এগারোজন ক্রিকেটারকে।আসুন নজর রাখা যাক নাইটরাইডার্সের দলে প্রাক্তন তিন ক্রিকেটারের যাদের ছাড়া উচিত হয়নি কলকাতা দলের।
১. ক্রিস লিন
গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স ভুগেছিলো ওপেনিং সমস্যায়।পরবর্তী সময়ে সেই সমস্যার সাময়িক সমাধান হয় শুভমান গিলের আগমনে।অন্যদিকে ২০১৭ সাল থেকে নাইটদের হয়ে ওপেন করতেন অজি বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিন।চোটাঘাতের মধ্যে কাটালেও সেই বছর সাতটা ম্যাচ খেলেছিলো লিন।গড় ছিলো ৪৯.১৬ এবং স্ট্রাইক রেট – ১৮০.৮৯ ।২০১৮ এবং ২০১৯ সালে যথাক্রমে ৪৯১ এবং ৪০৫ রান করেছিলেন লিন সাতটি অর্ধ শতরানের ইনিংস সহ।ইতিমধ্যে ওপেনিং সমস্যায় ভুগছে কলকাতা, আর আগের মতো কার্যকর নয় নারিন ওপেন করতে নেমে,তাই লিনের অভাব অনুভব করছে কলকাতা এমনটাই মনে করছেন অনেকে।
২. আনরিখ নোর্ৎজে
২০১৮ সালে সাউথ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টি লিগে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন নোর্ৎজে।তার পেসে চমকেছিলেন ক্রিকেট প্রেমীরা।যদিও পরবর্তী সময়ে চোটের জন্য মাঠের বাইরে কাটাতে হয় তাকে।পরবর্তী সময়ে প্রত্যাবর্তন করতেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে।৪ ম্যাচ খেলে নেন আট উইকেট।সেবার ২০ লাখ টাকার বিনিময়ে তাকে দলে নেয় কলকাতা।যদিও চোটের জন্য খেলা হয়ে ওঠেনি তার।বদলি হিসেবে যোগ দেন ম্যাথু কেলি।গতবছর লকি ফার্গুসন’কে দলে রাখলেও, তাকে ছেড়ে দেন নোর্ৎজে।ইতিমধ্যে দিল্লির হয়ে বেশ কিছু দারুণ পারফরম্যান্স দিতে দেখা গেছে তাকে।
১. পীযুষ চাওলা
আইপিএলের ইতিহাসে অন্যতম অভিজ্ঞ একজন স্পিনার হলেন পীযুষ চাওলা।১৫৭ টা আইপিএল ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৫০ উইকেট,৭.৮২ ইকনমি রেটে।২০১৭ সালে আইপিএলে তিনি খেলেছিলেন ৬ টি ম্যাচ ,নিয়েছিলেন দশটির বেশি উইকেট।গত কয়েক বছরে আইপিএলে রান বেশি দিয়ে ফেললেও কুলদীপ যাদব ফর্মে না থাকাটা চাওলা’কে বাড়তি দায়িত্ব নিতে বাধ্য করেছিলো।২০১৪ সালে কলকাতা দলে যোগ দিয়েছিলেন তিনি।৭০ টা ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন ৬৬ টি উইকেট।এবার স্পিন সহায়ক উইকেট সংযুক্ত আরব আমিরশাহিতে, তাই এই অভিজ্ঞ স্পিনারের অভাব অনুভব করবে কলকাতা।