Team India: ক্রিকেট মাঠে কে এল রাহুলের দুঃসময় অব্যাহত। একদিনের ক্রিকেটে দলের সহ-অধিনায়কত্ব আগেই কেড়ে নেওয়া হয়েছিলো তাঁর থেকে। বদলে রোহিত শর্মার ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। সীমিত ওভারের ক্রিকেটে হার্দিকই যে অধিনায়ক হিসেবে ভারতীয় বোর্ডের পরবর্তী পছন্দ তা গত কয়েক মাসে বুঝিয়ে দিয়েছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা (Roger Binny)। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে নেতার দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিককে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটেও অভিষেক ঘটিয়েছেন তিনি।
টেস্টে কিন্তু সহ-অধিনায়ক হিসেবে রাহুলেই (KL Rahul) আস্থা রেখেছিলো দল। বাংলাদেশ সফরে আঙুলের চোটের জন্য অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মাঠে নামতে না পারায় ক্যাপ্টেন হিসেবে টসে অংশ নিয়েছিলেন রাহুল’ই। সেই সিরিজে ২-০ ফলে জেতেও ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই ম্যাচেও সহ-অধিনায়ক হিসেবে রাহুলের (KL Rahul) নাম ঘোষণা করা হয়েছিলো। কিন্তু সাফল্যের রেশ রইলো না বেশীদিন। অফ ফর্মের কারণে ‘ব্যাগি গ্রিন’দের বিরুদ্ধে শেষ দুই টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়েন তিনি। স্কোয়াডে থাকলেও নামের পাশ থেকে মুছে দেওয়া হয়েছিলো সহ-অধিনায়ক ট্যাগটিও।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
রাহুলের নামের পাশ থেকে সহ-অধিনায়ক তকমা সরে গেলেও তক্ষুণি কোনো পরিবর্ত ঘোষণা করা হয় নি ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) জানিয়েছিলেন দেশের মাঠে সহ-অধিনায়ক রাখার কোনো প্রয়োজন নেই। মনে করা হয়েছিলো বিদেশ সফরের আগে ফের সহ-অধিনায়ক হতে পারেন রাহুল’ই। কিন্তু সূত্রের খবর অনুযায়ী পাকাপাকিভাবেই চাকরী হারিয়েছেন তিনি। একদিনের ম্যাচে রাহুলকে সরিয়ে সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার হার্দিককে (Hardik Pandya)। টেস্টেও রোহিতের ডেপুটি হচ্ছেন এক অলরাউন্ডারই। তিনি-রবীন্দ্র জাদেজা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
Team India-তে বড় দায়িত্ব পেতে চলেছেন জাদেজা-

গত সেপ্টেম্বরে এশিয়া কাপ চলাকালীন হাঁটুতে বড় চোট পেয়েছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। অস্ত্রোপচার করাতে হয়েছিলো তাঁকে। খেলতে পারেন নি টি-২০ বিশ্বকাপ। এছাড়াও নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা সিরিজেও বাইরেই থাকতে হয়েছিলো তাঁকে। প্রায় পাঁচ মাসের বিরতির পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে মাঠে ফেরেন তিনি। প্রত্যাবর্তনের পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। দুর্দান্ত পারফর্ম্যান্স করে টেস্টে হয়েছেন সিরিজ সেরা। একদিনের ক্রিকেটেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইতে ম্যাচের সেরা হয়েছেন।
নিঃসন্দেহে ভারতীয় দলে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাদেজা (Ravindra Jadeja)। লাল বলের ফর্ম্যাটে আরও বাড়তে চলেছে তাঁর গুরুত্ব। সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনিই হতে চলেছেন টেস্ট দলের সহ-অধিনায়ক। জাদেজার হয়ে সওয়াল করেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম’ও (Saba Karim)। তিনি জানান, “পরবর্তী সহ-অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক ব্যাপার মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রধান হলো বয়স। আগামী সহ-অধিনায়ককে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলগুলোতে দলকে নেতৃত্ব দিতে হবে। বর্তমানে আমার মনে হয় যোগ্য প্রার্থী দুইজন-রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থ। তবে জাদেজার ওয়ার্কলোড প্রচুর। ম্যানেজমেন্ট হয়ত পন্থের ফিট হওয়ার অপেক্ষা করছে।”
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ক্রিকেটের পরিসর থেকে বেশ খানিকটা দূরে ঋষভ পন্থ (Rishabh Pant)। কবে মাঠে ফিরবেন তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। উইকেটরক্ষক-ব্যাটারের অনুপস্থিতি পাল্লা ভারী করেছে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। কেউ কেউ পরবর্তী সহ-অধিনায়ক হিসেবে রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) এবং চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) নাম আলোচনায় আনছেন। তবে অশ্বিনের বয়স বর্তমানে ৩৬, পূজারা’র বয়স ৩৫। বয়স বিপক্ষে যাচ্ছে তাঁদের।
অসামান্য ছন্দে রয়েছেন রবীন্দ্র জাদেজা-

টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের বিশ্বর্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পাঁচ মাস চোটের কারণে বাইরে ছিলেন। তবুও তাঁকে টপকে যেতে পারেন নি কেউই। ক্রিকেট থেকে দূরে থাকলেও ছন্দ যে হারান নি তা তিনি প্রমাণ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজে। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতেও খেলেন ৮১ রানের ইনিংস। দ্বিতীয় টেস্টেও ১০ উইকেট নেন। বর্দার-গাওস্কর ট্রফিতে ২২ উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন সিরিজ সেরা। ওয়াংখেড়েতে ভারতকে একদিনের ম্যাচেও জয় এনে দিতে বড় ভূমিকা নিয়েছিলো জাদেজার (Ravindra Jadeja) ব্যাট।
কেরিয়ারে এখনও অবধি ভারতের জার্সি গায়ে ৬৪ টেস্টে ২৬৫৮ রান করেছেন তিনি। রয়েছে ৩ শতরান এবং ১৮ অর্ধশতক। বল হাতেও ২৬৪ টেস্ট উইকেটের মালিক তিনি। একদিনের খেলায় ১৭৪ ম্যাচে জাদেজার (Ravindra Jadeja) ব্যাট থেকে এসেছে ২৫২৬ রান। নিয়েছেন ১৯১ উইকেট। কুড়ি-বিশের ক্রিকেটে ৬৪ ম্যাচে ৪৫৭ রান এবং ৫১ উইকেটের মালিক রবীন্দ্র জাদেজা।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur