বাদ শুভমান-অক্ষর-দুবে, এন্ট্রি নিচ্ছেন রিংকু-জিতেশ, প্রকাশ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তৃতীয় টি-টোয়েন্টির একদশ !! 1

ওডিআই সিরিজে পরাজয় দিয়েই ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছিল। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে টিম ইন্ডিয়া তাদের অভিযান শুরু করেছিল। ওডিআই সিরিজেই মতনই টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যহত টিম ইন্ডিয়ার। ভারতীয় দলের কথা বলতে গেলে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একেরপর এক ব্যাটসম্যান সিঙ্গেল ডিজিটে নিজেদের উইকেট হারিয়েছেন। টস হেরে প্রথমে ব্যাটিং করে ভারত ১২৫ রান বানাতেই সক্ষম হয়েছিল যেখানে অভিষেক শর্মার ব্যাট থেকে এসেছিল ৬৮ রান এবং হার্ষিত রানা বানিয়েছিলেন ৩৫ রান। জবাবে ব্যাটিং করে ৪ উইকেট হাতে রেখে ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। হবার্টে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় ম্যাচে ভারতীয় দলের একাদশে বেশ কিছু বদল লক্ষ্য করা যাবে।

তৃতীয় ম্যাচে জায়গা হবে না শুভমান গিলের

শুভমান গিল, টিম ইন্ডিয়া
Shubman Gill | Image: Twitter

প্রথমত ওপেনিং জুটিতে পথে চলেছে পরিবর্তন। অবশেষে গৌতম গম্ভীর এর প্রাণের টুকরো শুভমান গিলকে (Shubman Gill) ছাটাই করতে চলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দলের ভাইস ক্যাপ্টেন হয়ে বসে থাকা শুভমনের ব্যাট থেকে অস্ট্রেলিয়ার মাটিতে রীতিমতন রান আসা যেন বন্ধ হয়ে গিয়েছে। এমনকি, টি-টোয়েন্টি ফরমেটেও সেভাবে ছন্দ দেখাতে পারছেন না এই তরুণ তারকা। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিং জুটিতে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দেখতে পাওয়া যাবে। পাশাপাশি তিন নম্বরে ব্যাটিং করতে আসবেন তিলক ভার্মা (Tilak Varma)। এই ম্যাচে আর কোনরকম পরীক্ষা-নিরীক্ষা চালাতে চাইছেন না ভারতীয় দলের প্রধান গৌতম গাম্ভীর।

Read More: “দু-দিনের মধ্যে এশিয়া কাপের ট্রফি আনব..”, BCCI সচিবের হুমকিতে এবার বিপাকে মহসিন নকভি !!

দলে ফিরেছেন জিতেশ শর্মা

বাদ শুভমান-অক্ষর-দুবে, এন্ট্রি নিচ্ছেন রিংকু-জিতেশ, প্রকাশ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তৃতীয় টি-টোয়েন্টির একদশ !! 2
Rinku Singh and Jitesh Sharma | Image: Getty Images

চারে ক্যাপ্টেন স্কাইকে দেখতে পাওয়া যাবে। প্রথম ম্যাচে ছন্দ দেখানো স্কাই দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। তাছাড়া, মিডিল অর্ডারে শিবম দুবের জায়গা অনিশ্চিত। তাঁর বদলে রিংকু সিংকে (Rinku Singh) ক্যাঙ্গারুর দেশে প্রথম সুযোগ পেতে দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই ম্যাচে দলে জায়গা হচ্ছে না অক্ষর প্যাটেলের (Axar Patel)। দলে অতিরিক্ত স্পিনার থাকায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে দলকে। অক্ষরের বদলে জিতেশ শর্মাকে (Jitesh Sharma) এই ম্যাচে খেলতে দেখতে পাওয়া যাবে।

৫ বোলার নিয়েই মাঠে নামছে ভারত

Team India T20
Team India | Image: Getty Images

এশিয়া কাপের স্কোয়াড থেকেই দলে রয়েছেন জিতেশ, তবুও খেলার সুযোগ হয়নি তাঁর। এবার তাঁর অস্ট্রেলিয়ার মাটিতেই কামব্যাক ম্যাচ খেলার সুযোগ আসছে। আইপিএলে রুদ্ধশ্বাস ব্যাটিং করেছিলেন তিনি, এবার পালা অস্ট্রেলিয়ায় চমক দেখানোর। অন্যদিকে, হার্ষিত দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিংয়ের জন্য এই ম্যাচেও খেলার সুযোগ পাবেন। দলে অতিরিক্ত বোলার হিসাবে অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) ফিরিয়ে আনা হবে এবং পেস আক্রমনকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। স্পিন আক্রমণ সামলাবেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দুজনেই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির সম্ভাব্যরূপ একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, রিংকু সিং, জিতেশ শর্মা, হার্ষিত রানা, অর্ষদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

Read Also: “ভালো ক্রিকেটার কিন্তু মানুষটা…”, গৌতম গম্ভীরের উপর ক্ষুব্ধ অভিমন্যু ঈশ্বরণ, করলেন বেফাঁস মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *