ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচটি বুধবার ৩রা ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। রায়পুরে এই রুদ্ধশ্বাস ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় দল প্রথম ম্যাচে অসাধারণ প্রদর্শন দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। প্রথম ম্যাচে ভারতের পক্ষ থেকে বিরাট কোহলি (Virat Kohli) ১৩৫, কেএল রাহুল ৬০ এবং রোহিত শর্মা ৫৭ রানের ইনিংস খেলেন। প্রথমে ব্যাটিং করে ভারত এই ম্যাচে ৮ উইকেটে ৩৪৯ রান বানিয়ে ফেলে। যে রান তাড়া করতে এসে ১০ উইকেটে ৩৩২ রান বানাতে সক্ষম হয়েছিল দক্ষিণ আফ্রিকা দল। দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে ১৭ রানে হারিয়েছে ভারত। ভারতীয় দল প্ৰথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গিয়েছে। ভারতের এই জয়ের সাথে সাথে দীর্ঘদিন বাদেও জয়ের মুখ দেখলো ভারত।
ভারত প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে বদলে যাবে একাদশ। শুভমান গিলের অনুপস্থিতিতে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শ্রেয়স আইয়ারের জায়গা নিয়েছিলেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। দুজনেই প্রথম ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। যশস্বী ১৮ এবং ঋতুরাজ মাত্র ৮ রান বানাতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে দল থেকে বাদ পড়বেন দুই তারকাই। তাদের জায়গায় দলে এন্ট্রি নিতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant) এবং ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। এদিন রোহিত শর্মার নতুন ওপেনার পার্টনার হিসেবে দেখতে পাওয়া যেতে পারে ঋষভ পন্থকে (Rishabh Pant)। এই প্রথম নয় আগে কখনো রোহিত শর্মা ও পন্থের ওপেনিং জুটি লক্ষ করা গিয়েছিল।
অন্যদিকে ঋতুরাজকে নিয়ে বাড়ছে চিন্তা। সুযোগ পাওয়ার পরেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। তাঁর জায়গায় ধ্রুব জুড়েলকে দেখতে পাওয়া যাবে। পাশাপশি, রায়পুরে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে তিলক ভার্মাকে (Tilak Varma) দেখতে পাওয়া যাবে এবং ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar) বসিয়ে রাখা হবে। তবে নীতিশ রেড্ডিকে এই ম্যাচেও দেখতে পাওয়া যাবে না। ভারতীয় দল চাইবে দ্বিতীয় ম্যাচে জয় সুনিশ্চিত করে সিরিজে ২-০ ব্যাবধানে এগিয়ে যেতে চাইবে।
দ্বিতীয় ওডিআই ম্যাচের জন্য ভারতের সম্ভব্য একাদশ
রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলি, তিলক ভার্মা, ধ্রুব জুড়েল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, অর্ষদীপ সিং, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।