বাদ বরুণ-অক্ষর, গম্ভীরের ২ প্রিয় শিষ্যকে এন্ট্রি দিয়ে প্রকাশ্যে দঃ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম টি-২০'র একাদশ !! 1

ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে। প্রথম ম্যাচটি কটকে অনুষ্ঠিত হতে চলেছে। শেষবার এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলেছিল ভারত, যেখানে রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল। আগামীকাল আবার সেই কটকে হতে চলেছে রুদ্ধশ্বাস এই লড়াই। ভারতের মাটিতে ভারতীয় দল এই ফরম্যাটে অপ্রতিরোধ্য। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষবার ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে দেখতে পাওয়া গিয়েছিল। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে বিশ্ব বিজেতা হয়েছিল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দলে বেশ পরিবর্তন দেখতো পাওয়া যাবে।

অভিষেক-শুভমানের জুটি ফিরছে

Ind vs sa
Shubman Gill and Abhishek Sharma | Image: Getty Images

প্রথম ম্যাচে ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল (Shubman Gill)। দুজনে প্রথম বারের মতন ভারতের মাটিতে ওপেনিং করতে চলেছেন। অভিষেক শর্মা বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান, এশিয়া কাপের সেরা ব্যাটসম্যান তিনিই ছিলেন, এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি সেরা ব্যাটসম্যান ছিলেন। তিনে তিলক ভার্মা (Tilak Varma) কিংবা সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দেখতে পাওয়া যাবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলের ব্যাটিং অর্ডারে বদল ঘটবে। মিডিল অর্ডার সামলাবেন শিবম দুবে (Shivam Dube) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)। গিল আসার পর থেকে স্যামসনকে আর টি-টোয়েন্টি দলে দেখতে পাওয়া যাচ্ছে না।

Read More; স্মৃতিকে ঘিরে সব পোস্ট মুছে ফেললেন পালাশ, ছয় বছরের সম্পর্কে পড়ল পূর্ণচ্ছেদ !!

হার্দিক পান্ডিয়া ফিরছেন দলে

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Twitter

ফিনিশার হিসাবে দেখতে পাওয়া যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। হার্দিক পান্ডিয়া এশিয়া কাপে লাগা চোটের কারণে দলে ফিরেছেন। তাছাড়া, ফিনিশার হিসাবে বিগত কয়েক বছর বেশ দুর্দান্ত কয়েকটি ইনিংস উপহার দিয়েছেন। ভারতীয় দলের অলরাউন্ডার হিসাবে হার্ষিত রানাকে (Harshit Rana) দেখতে পাওয়া যাবে। অক্ষর প্যাটেলকে প্রথম ম্যাচে বেঞ্চে বসতে হবে বলেই সূত্রের খবর। পাশাপশি, দলের স্পিন আক্রমণে কুলদীপ যাদবকে দেখা যাবে। পেস আক্রমণ কে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ এবং দলে থাকছেন বামহাতি অর্ষদীপ সিং। ভুবনেশ্বরের পিচে ব্যাটসম্যানরা বেশ সুবিধা পাবে বলেই ভক্তদের ধারণা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভব্য একাদশ

শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, অর্ষদীপ সিং।

Read Also: IND vs SA: সিরিজ জয়ের পরও শাস্তির খড়্গ, ধীর ওভার রেটে আইসিসির জরিমানায় টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *