ঠিক হয়ে গেলো বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট,নিখুঁত ভবিষ্যদ্বাণী করে চর্চায় স্টিফেন ফ্লেমিং !! 1

হাড্ডাহাড্ডি লড়াই। নানান অঘটন পেরিয়ে গতকাল অর্থাৎ রবিবার ঠিক হয়ে গেলো ২০২২ টি-২০ বিশ্বকাপের শেষ চার। বিশ্বকাপ থেকে বিদায় নিলো আত টিম। ট্রফির লড়াইতে শুধু টিকে রইলো নিউজিল্যান্ড, ইংল্যাণ্ড, ভারত এবং পাকিস্তান। সুপার টুয়েলভ পর্বে ১২ টি টিম ছিলো দুইটি গ্রুপে। গ্রুপ-১ এ ছিলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ইংল্যান্ড। প্রথম ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়া’কে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সূচনা করেছিলেন কিউই’রা। অঘটন, নাটক, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়া সবকিছুই দেখা গিয়েছে এই গ্রুপে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ৫ ম্যাচে শেষ করে ৭ পয়েন্টে। কিন্তু নেট রান রেটের হিসেবে শেষ চারে যায় নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ছিটকে যায় অস্ট্রেলিয়া। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করে যথাক্রমে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। গ্রুপ-২ তে তিন উপমহাদেশীয় ক্রিকেট শক্তি ভারত, পাকিস্তান, বাংলাদেশের সাথে ছিলো জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকা। শেষ মুহুর্ত অব্দি কড়া প্রতিদ্বন্দ্বিতা হয়ে ছয় দলের মধ্যে। ৫ ম্যাচে ৪ জয় ১ হার সহ ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ বিজেতা হয় ভারত। তার সাথে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ চারের টিকিট পাকা করে পাকিস্তান। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নয়ে তিনে দক্ষিণ আফ্রিকা। সকলকে চমকে দিয়ে দুই জয় সহ ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট হলেও রান রেটের হিসেবে পাঁচে বাংলাদেশ আর সবশেষে রয়েছে জিম্বাবুয়ে।

নানা মুনি’র নানা মত, সঠিক একমাত্র ফ্লেমিং-

Stephen Fleming | image: Twitter
Kiwi legend and CSK coach Stephen Fleming’s prediction regarding T20 World Cup semifinals came true.

ক্রিকেট কোচিং ছেড়ে জ্যোতিষী হিসেবে’ও তাঁর পসার মন্দ হবে না বুঝিয়ে দিলেন প্রাক্তন কিউই অধিনায়ক এবং বর্তমান চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং(Stephen Fleming)। ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বেশ কয়েকজন কিংবদন্তী ক্রিকেটারের কাছে টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম জানতে চায়। ভারতের অনিল কুম্বলে বেছে নেন পাকিস্তান, ভারত, ইংল্যান্ড এবং আয়োজক অস্ট্রেলিয়া’কে। দক্ষিণ আফ্রিকা’র ফাফ দু প্লেসি বাছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এইভাবেই ড্যারেন গঙ্গা, টম মুডি থেকে রবিন উত্থাপ্পা অনেকেই বেছে নেন পছন্দের চার দল। বিশেষ কারও দলে ঠাঁই হয় নি নিউজিল্যান্ডের। একমাত্র ফ্লেমিং আর গঙ্গা মনে করেছিলেন শেষ চারে জায়গা পাবে কিউই দল। প্রায় সবাই শেষ চারের লড়াইতে রেখেছিলেন অস্ট্রেলিয়া’কে। ব্যতিক্রম কেবল ফ্লেমিং। তিনি বেছে নেন-ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। তাঁর ভবিষ্যদ্বাণী ১০০% মিলে যাওয়ায় সমাজমাধ্যম মেতেছে ফ্লেমিং-এর চর্চায়। কোন বিশেষজ্ঞ বেছেছিলেন কাকে? দেখে নিন এক ঝলকে-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *