T20 World Cup 2022: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় নিশ্চিত করলো জিম্বাবুয়ে, কনফর্ম হলো সুপার ১২-র টিকিট !! 1

T20 World Cup 2022: অস্ট্রেলিয়ায় বসেছে টি২০ বিশ্বকাপের আসর। র‍্যাঙ্কিং-এর প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নিয়েছে মূলপর্বে। নীচের আটটি দল’কে খেলতে হচ্ছে কোয়ালিফায়ার পর্ব। আটটি দল’কে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল খেলছে তিনটি করে ম্যাচ। অবশেষে দু’টি গ্রুপ থেকেই শীর্ষ দু’টি দল জায়গা করে নেবে মূলপর্বে। আজ হোবার্টের বেলরিভে ওভালে জিম্বাবুয়ে বনাম স্কটল্যান্ড ম্যাচটি ছিলো ‘ডু অর ডাই।” জিতলে খুলে যাবে সুপার টুয়েলভের রাস্তা, আর হার মানেই নিশ্চিত বিদায়। এই অবস্থায় হাড্ডাহাড্ডি ম্যাচ আশা করেছিলেন ক্রিকেটভক্ত’রা। দুই দল তাঁদের নিরাশ করেনি। ব্যাট-বলের লড়াইতে শেষ হাসি অবশ্য জিম্বাবুয়ের। প্রতিপক্ষ স্কটল্যান্ড’কে পাঁচ উইকেটে হারিয়ে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বি থেকে মূলপর্বের টিকিট পাকা করেছেন রায়ান বার্ল, সিকান্দার রাজা’রা।

মুনশী’র মুন্সীয়ানা ম্যাচ জেতাতে ব্যর্থ-

T20 World Cup 2022: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় নিশ্চিত করলো জিম্বাবুয়ে, কনফর্ম হলো সুপার ১২-র টিকিট !! 2

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জেতেন স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। স্কটিশ ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি। ৫ বলে ৪ রান করেই ফিরে যান ওপেনার মাইকেল জোন্স। তেন্দাই ছাতারা’র বলে জোন্সের ক্যাচটি তালুবন্দী করেন সিকান্দার রাজা। তিনে নেমে হতাশ করেন ম্যাথিউ ক্রস। ৭ বলে তাঁর সংগ্রহ মাত্র ১ রান। স্কটল্যান্ড নিয়িমিত উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে নিজের ব্যাটিং মুন্সীয়ানা’র পরিচয় দিয়ে গেলেন জর্জ মুনসী। কঠিন পরিস্থিতিতে ৫১ বলে ৫৪ করে তিনি সাজঘরে ফেরেন। মূলত মুন্সীর অর্ধশতক এবং ক্যালাম ম্যাকলিওডের ২৫ রানে ভরসা করে স্কটল্যান্ডের ইনিংস পৌঁছায় ১৩২ এ। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন তেন্দাই ছাতারা।

মাঠে ফিরেই নায়ক এরভিন-

T20 World Cup 2022: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় নিশ্চিত করলো জিম্বাবুয়ে, কনফর্ম হলো সুপার ১২-র টিকিট !! 3

অ্যাজমা’র সমস্যায় কাবু হয়ে উইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামতে পারেন নি জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ এরভিন।আজ মাঠে ফিরেই নায়কের ভূমিকায় তিনি। ‘মাস্ট উইন’ ম্যাচে ব্যাট করতে নেমে ৬ টি চারের সাহায্যে ৫৪ বলে ৫৮ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে গেলেন ক্যাপ্টেন এরভিন। মাঝের ওভারে যখন দ্রুত ৩ উইকেট হারিয়ে বিদায়ের সামনে জিম্বাবুয়ে দল তখন সিকান্দার রাজা’র সাথে জুটি বেঁধে এরভিন দলের জয় নিশ্চিত করেন।টি২০ অলরাউন্ডার ক্রমতালিকায় প্রথম ১০ এ উঠে আসা সিকান্দার রাজা আজও ব্যাট হাতে ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। এরভিন এবং রাজা আউট হওয়ার পর রায়ান বার্ল (৫ বলে ৯*) এবং মিল্টন শুম্বা (১১ বলে ১১*) দল’কে জয়ের গণ্ডী টপকে দেন।আজকের ৫ উইকেটে জয়ের ফলে সুপার টুয়েলভে জায়গা পাকা হলো জিম্বাবুয়ের।স্কটল্যান্ডের বোলার’দের মধ্যে জশ ডেভি ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২ টি উইকেট পান।

গ্রুপ-B-তে করলো কনফর্ম

T20 World Cup 2022: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় নিশ্চিত করলো জিম্বাবুয়ে, কনফর্ম হলো সুপার ১২-র টিকিট !! 4

গ্রুপ-বি থেকে জিম্বাবুয়ের আগেই মূলপর্বে চলে গিয়েছিলো আয়ারল্যান্ড। উল্টোদিকে গ্রুপ-এ থেকে সুপার টুয়েলভের ছাড়পত্র আদায় করে নিয়েছে নেদারল্যান্ডস ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। কাল থেকে শুরু হতে যাচ্ছে সুপার টুয়েলভের খেলা। মূলপর্বে ভারতের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।এই মর্যাদার লড়াইতে যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে এক পা বাড়িয়ে রাখবে তা বলাই যায়।

Read More: IND vs PAK: রোহিতের এই মারাত্মক ভুলের মূল্য দিতে হতে পারে ভারতকে, অচিরেই শেষ হয়ে যাবে কাপ জয়ের স্বপ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *