বাংলাদেশ ম্যাচে কি দলে ফিরতে পারবেন দীনেশ কার্তিক? খোলাখুলি উত্তর দিলেন কোচ রাহুল দ্রাবিড় !! 1

অস্ট্রেলিয়ায় জমে উঠেছে টি-২০ বিশ্বকাপের খেলা। ভারত রয়েছে গ্রুপ-২ তে। শুরু’টা দারুন করেছিলো ‘মেন ইন ব্লু।’ প্রথম ম্যাচে মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান’কে হারিয়েছিলো ৪ উইকেটে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তুলে নিয়েছিলো সহজ জয়। তারপর খানিক হোঁচট খেয়েছে ভারতের অশ্বমেধের ঘোড়া। পার্থ-এর পিচে বাউন্স মোকাবিলা করতে না পেরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত এখন গ্রুপে দ্বিতীয় স্থানে। ৩ ম্যাচে সমপরিমাণ পয়েন্ট নিয়ে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে বাংলাদেশ। তাই উপমহাদেশের দুই শক্তি’র ম্যাচটি হতে চলেছে ‘হাইভোল্টেজ।’ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন ‘টিম ইন্ডিয়া’ কোচ রাহুল দ্রাবিড়। তাঁর কাছে দীনেশ কার্তিকের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়।

কেমন আছেন কার্তিক? জানালেন কোচ-

Rahul Dravid | image: Gettyimages
Indian coach Rahul Dravid attending Team India’s training session

সাংবাদিক সম্মেলনে প্রথমেই দ্রাবিড়’কে জিজ্ঞাসা করা হয় দীনেশ কার্তিকের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে। দক্ষিণ আফ্রিকা ম্যাচে পিঠে চোট পেয়ে বেরিয়ে যেতে হয়েছিলো তাঁকে। পরিবর্তে কিপিং করেন ঋষভ পন্থ। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ জানান, “ ও এখন আগের থেকে অনেক ভালো আছে। বল ধরতে ও যখন লাফিয়েছিলো দীনেশের পিঠে একটা টান ধরে, বল ধরে ওর ল্যান্ডিং ঠিক হয় নি। তাই পিঠে চোট পেয়েছিলো । কিন্তু এখন ঠিক আছে। দলের সাথে অনুশীলনেও এসেছে কার্তিক।” তবে তাঁকে খেলানো নিয়ে কোনো ঝুঁকি নেওয়ার পক্ষপাতী যে দল নয় তা জানিয়েছেন দ্রাবিড়। “ ওকে অনুশীলনে দেখবো ঠিকঠাক দৌড়তে পারছে কিনা, দলের সাথে পর্যাপ্ত ট্রেনিং করতে পারছে কিনা। কাল সকালে দীনেশ কেমন থাকে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

DK’র ফর্ম নিয়ে চিন্তিত নয় দল-

Dinesh Karthik | image: Gettyimages
India’s Dinesh Karthik (L) is stumped by Pakistan’s Muhammad Rizwan during the ICC men’s Twenty20 World Cup 2022 cricket match between India and Pakistan at Melbourne Cricket Ground (MCG) in Melbourne on October 23, 2022. – — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE — (Photo by WILLIAM WEST / AFP) / — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE — (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)

টি-২০ বিশ্বকাপ শুরুর আগে তাঁকে বলা হচ্ছিলো বিশ্বের সেরা ফিনিশার। কিন্তু বিশ্বকাপে এখনো অব্দি নামের সাথে সুবিচার করতে পারেন নি দীনেশ কার্তিক। পাকিস্তানের বিপক্ষে চাপের মুখে আউট হয়ে দলকে ঠেলে দিয়েছিলেন খাদের কিনারে। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও যখন দলের দ্রুত রান চাই তখন ১৫ বলে মাত্র ৬ করেন তিনি। কার্তিকের ফর্ম কি চন্তার ভাঁজ ফেলেছে কোচের কপালে? রাহুল দ্রাবিড় সেই সম্ভাবনা’কে বিশেষ পাত্তা দিলেন না। “ডিকে’র ফর্ম বিচার করা বেশ কঠিন কাজ। ও ইনিংসের শেষ দিকে ব্যাট করার সুযোগ পায়, ৫ বা ৬ নম্বরে যখন নামে তখন বেশী বল বাকি থাকে না আর। নেমে তাই ব্যাট চালাতেই হয় ওকে। পাকিস্তান ম্যাচে ইনিংসের একদম শেষ দিকে এক বল খেলার সুযোগ পেয়েছিলো, নেদারল্যান্ডস ম্যাচে ব্যাটিং আসে নি। দক্ষিণ আফ্রিকা ম্যাচে সূর্যকুমার যখন রান তুলছিলো তখন উইকেটের অপরপ্রান্তে টিকে থেকে একটা পার্টনারশিপ করেছিলো কার্তিক। সেটা আমাদের কাজেই এসেছে।” জানিয়েছেন কোচ রাহুল। “আমাদের কাজ দলের প্রত্যেক খেলোয়াড়ের পাশে থাকা, যাতে দরকারে মুহূর্তে কেউ না কেউ ঠিক ম্যাচ জিতিয়ে দেয়।” যোগ করেছেন দ্রাবিড়।

Read More: SL VS AFG: হাসারাঙ্গার স্পিনে কুপোকাত আফগান দল , পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে উঠে আসলো শ্রীলংকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *