“রাহুল দ্রাবিড়ের উচিৎ সরে দাঁড়ানো…” হরভজন সিং জানালেন ভারতীয় দলের নয়া কোচ কে হতে পারেন !! 1

অনেক আশা নিয়ে ভারতীয় দল অস্ট্রেলিয়া গিয়েছিলো টি-২০ বিশ্বকাপ(T20 World Cup) খেলতে। রোহিত শর্মা নেতৃত্বে ভারত প্রায় ১৫ বছর পর আবার টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতবে এমনটা আশা করেছিলেন ১৪০ কোটি ভারতবাসী’ও। কিন্তু ফের একবার তীরে এসে তরী ডুবতেই দেখলেন দেশের ক্রিকেটপ্রেমী’রা। ২০২২ টি-২০ বিশ্বকাপেও সেমিফাইনালে এসে কপালে জুটলো হার। তাও হাড্ডাহাড্ডি ম্যাচে সন্মানের হার নয়। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের মোকাবিলায় হারলো ১০ উইকেটে। আশা জাগিয়ে শুরু করছিলো ‘টিম ইন্ডিয়া।’ গ্রুপ পর্বে পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ে’কে হারিয়ে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে কনফার্ম করেছিলো সেমিফাইনালের টিকিট। কিন্তু বিধি বাম। আরও একবার নক-আউট থেকে খালি হাতেই ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলি’রা। গতকাল অ্যাডিলেডে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর নানান মহলে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া, চুলচেরা বিশ্লেষণ। খেলোয়াড়দের দায়ী করার পাশাপাশি অনেকের নিশানায় কোচ রাহুল দ্রাবিড়’ও। প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং এক সাক্ষাৎকারে সরাসরি জানিয়ে দেন টি-২০ ক্রিকেটে কোচ থাকার প্রয়োজন নেই দ্রাবিড়ের। সময় হয়েছে অন্য কাউকে সুযোগ দেওয়ার।

সেমিফাইনালে লজ্জার হার ভারতের-

India vs England | image: Gettyimages
ADELAIDE, AUSTRALIA – NOVEMBER 10: Jos Buttler is congratulated by Virat Kohli after England won the ICC Men’s T20 World Cup Semi Final match between India and England by ten wickets at Adelaide Oval on November 10, 2022 in Adelaide, Australia. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

অ্যাডিলেডে যে দল আগে ব্যাট করে তারা বেশী ম্যাচ জেতে, অ্যাডিলেডে যে টস জিতে নেয়, ম্যাচ তারা জেতে না। ইতিহাস বই ঘেঁটে নানান তথ্য খুঁজে বের করেছিলেন ক্রিকেটভক্তেরা ম্যাচ শুরুর আগে। ম্যাচে টস জেতে ইংল্যান্ড, আগে ব্যাট করে ভারত। এতদূর অব্দি ঠিকই ছিলো সব। বল মাঠে পড়তেই বদলে গেলো চিত্রনাট্য। ওপেনিং জুটি নিয়ে ভারতের সমস্যা চলছিলো আগে থেকেই। এদিন তা আবার ভোগালো ‘টিম ইন্ডিয়া’কে। শুরুতেই আউট হলেন কে এল রাহুল। রোহিত শর্মা গোটা টুর্নামেন্টে নড়বড়ে ছিলেন । সেমিফাইনালে সময় নিলেন, কিন্তু তাও পেলেন না বড় রান। ২৮ বলে ২৭ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে বলার মত কোনো ইনিংস নয়। চললেন না সূর্যকুমার’ও। মিস্টার ৩৬০’র দিকেই তালিয়ে ছিলেন সকলে। আদিল রশিদ’কে লং অফ গ্যালারিতে পাঠাতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে বসেন সূর্য। ভারত’কে টানলেন সেই কোহলি আর হার্দিক পান্ডিয়া। বিরাট ৪০ বলে করলেন ৫০ রান আর ধুন্ধুমার ব্যাটিং দেখিয়ে ৩৩ বলে ৬৩ করলেন হার্দিক। চলতি বিশ্বকাপে ২৯৬ রান হলো বিরাটের। ২০২৪, ২০১৬সালের মত আরও একবার ব্যর্থ হলো তাঁর লড়াই। “বল হাতে আমরা মাঠে উপস্থিত’ই ছিলাম না” ম্যাচ শেষে বলেছেন রোহিত শর্মা। ভুল কিছু বলেন নি। ইংল্যান্ডের ওপেনিং জুটির সামনেই ভেসে গেলেন ভুবনেশ্বর, শামি, অশ্বিন’রা। এক উইকেট’ও তুলতে পারেন নি ভারতের বোলার’রা। হেলস করেন ৮৬*, এবং বাটলার ৮০ রান করে থাকেন অপরাজিত। মাত্র ১৬ ওভারে জয়ের লক্ষ্যমাত্র পেরিয়ে যায় ইংল্যান্ড। ২০২১ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিলো ভারত। ২০২২ টি-২০ বিশ্বকাপে সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখা গেলো।

ক্ষুব্ধ হরভজন চাইলেন কোচের অপসারণ-

Harbhajan Singh | image: Twitter
Harbhajan Singh wants Rahul Dravid to be removed as the coach of India’s T20i team.

ঘরে-বাইরে সমালোচনার মুখে ভারতীয় দল। ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রাক্তনী অজয় জাদেজা প্রশ্ন তোলেন অধিনায়ক রোহিতের দায়বদ্ধতা নিয়ে। পিছিয়ে থাকেন নি আরেক ভারতীয় কিংবদন্তী হরভজন সিং’ও। তিনি ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, “ শুধু ক্যাপ্টেন নয়, ভুল হয়েছে কোচের’ও।” টি-২০ ক্রিকেটে ‘স্পেশ্যালিস্ট’ কোচ নির্বাচনের পক্ষে সওয়াল করে ভাজ্জি বলেন, “ আমি মনে ভারতের টি-২০ কোচ এমন কারও হওয়া উচিৎ যে নিজে টি-২০ ক্রিকেট থেকে সদ্য অবসর নিয়েছে। আধুনিক টি-২০ ক্রিকেট কি ভাবে খেলতে হয় তা সেই ব্যক্তি অপেক্ষাকৃত ভালো বুঝবে। ” হরভজন নিজে রাহুল দ্রাবিড়ের সাথে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন। সন্মান করেন দ্রাবিড়’কে সেকথাও জানাতে ভোলেন নি। “ আমি রাহুল ভাই’কে খুবই সন্মান করি, ওনার সাথে অনেক ক্রিকেট খেলেছি। কিন্তু তাও আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের উচিৎ টি-২০ ফর্ম্যাটের জন্য অন্য কোনও কোচ নিয়োগ করা।” কে হতে পারেন পরিবর্ত? সেই বিষয়েও মুখ খুলেছেন ‘টার্বুনেটর।’

এই খেলোয়াড় কোচের জন্য উপযুক্ত

“রাহুল দ্রাবিড়ের উচিৎ সরে দাঁড়ানো…” হরভজন সিং জানালেন ভারতীয় দলের নয়া কোচ কে হতে পারেন !! 2

ভাজ্জির পছন্দের নাম আশিস নেহরা। হরভজন জানান। “ আমার মতে আশিস নেহরা ভারতীয় দলের টি-২০ কোচ হতে পারেন। নেহরা’র ক্রিকেটীয় বুদ্ধি বেশ তুখড়, আর টি-২০ ক্রিকেট’কে বেশ ভালো বোঝে ও। গুজরাট টাইটান্সের সাথে যেভাবে আইপিএল জিতে সেটা নেহরা আগেই প্রমাণ করে দিয়েছেন। এটা শুধু আমার মতামত। কেবল নেহরা’ই নয়, ওঁর মত অন্য যে কাউকে আপনি ভারতের টি-২০ দলের কোচ করতে পারেন।” যোগ করেছেন হরভজন।

Read More: IND vs NZ: কোচের পদ থেকে সরছেন রাহুল দ্রাবিড়, দায়িত্ব নিচ্ছেন এই কিংবদন্তি ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *