T20 World Cup: “ও একদম আক্রমের মত…” কার মধ্যে ওয়াসিম আক্রমের ছায়া দেখলেন প্রাক্তন পাক স্পিনার সঈদ আজমল ?? 1

T20 World Cup:  ভারতের ক্রিকেটে পেসার সমস্যা নতুন কিছু নয়। অতীতে বহুবার বিদেশ সফরে গিয়ে গতিময় বোলিং এর অভাবে ভুগতে হয়েছে ভারত’কে। গত দশকের শেষের দিকে বুমরাহ-শামি’র মত পেসার’রা উঠে আসায় সেই সমস্যা খানিক মিটলেও দলে বাঁ-হাতি পেসারের অভাব টের পাওয়া যাচ্ছিলো বেশ ভালোরকম। মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্টের মত পেসার’রা যখন ঝুড়ি ঝুড়ি উইকেট তুলছেন তখন জাহির খানের পর তেমন কোনো ঘাতক বাঁ-হাতি পেসারের দেখা পাওয়া যাচ্ছিলো না ভারতীয় দলে। সেই অভাব খানিকটা মিটিয়েছেন তরুণ অর্শদীপ সিং(Arshdeep Singh)। ‘টিম ইন্ডিয়া’র জার্সি গায়ে বেশীদিন হয় নি পাঞ্জাবের অর্শদীপের। এরই মধ্যে নিজের মুন্সীয়ানা’র পরিচয় দিয়ে বিশেষজ্ঞদের মন জিতে নিয়েছেন ২৩ বছরের তরুণ। তাঁর অসংখ্য ভক্তের দলে সামিল হয়েছেন পাকিস্তানের কিংবদন্তী স্পিনার সঈদ আজমল’ও(Saeed Ajmal)।

বিশ্বকাপে দুরন্ত ছন্দে অর্শদীপ-

Arshdeep Singh | image: Gettyimages
India’s Arshdeep Singh in action for “Men in Blue”

জসপ্রীত বুমরাহ ছিটকে গেছেন পিঠের চোটে-র কারণে। দলে নেই দীপক চাহারের মত স্যুইং বোলার। তবু ভারতীয় দলের বোলিং বিভাগ’কে বেশ ধারালো দেখাচ্ছে চলতি টি-২০ বিশ্বকাপে। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, সাদা কুকাবুরা ঝলসে উঠছে ভারতীয় বোলারদের হাতে। শামি, ভুবনেশ্বরের মত সিনিয়র পেসারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দল’কে সাফল্য এনে দিচ্ছেন তরুণ অর্শদীপ সিং। আইপিএলেই বুঝিয়েছিলেন নিজের সক্ষমতা, জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে আরও ক্ষুরধার করে তুলেছেন তিনি। নিজের বিশ্বকাপ কেরিয়ারের প্রথম বলে বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম’কে আউট করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নিজের প্রথম বলেই পেয়েছেন উইকেট। পাকিস্তানের বিরুদ্ধ্ব ৩ ও নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টি করে উইকেট পেয়েছেন তিনি। ১৩.৪৩ গড়ে ৭ উইকেট নিয়ে তরুন অর্শদীপ এই মুহুর্তে টি-২০ বিশ্বকাপে ভারতের সবথেকে সফল বোলার। যত সময় যাচ্ছে ততই ক্ষুরধার হয়ে উঠছেন ভারতীয় বোলিং-এর এই নতুন নক্ষত্র।

আক্রমের সাথে অর্শদীপের তুলনা করলেন আজমল-

Wasim Akram | image: Twitter
Saeed Ajmal has compared Arshdeep Singh with Pakistan legend Wasim Akram

পাকিস্তানের কিংবদন্তী স্পিনার সঈদ আজমল আরেক প্রাক্তন পাক কিংবদন্তী ওয়াসিম আক্রমের ছায়া দেখছেন অর্শদীপের মধ্যে। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০’র বেশী উইকেট নিয়েছেন আক্রম। তাঁর সাথে আজমল অর্শদীপের তুলনা করায় নড়েচড়ে বসেছেন বিশ্বের তাবড় ক্রিকেটবোদ্ধা। অর্শদীপ সম্পর্কে বলতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আজমল বলেন, “…অর্শদীপ সিং, কি দারুন একজন বোলার! ওর কবজি দেখে আপনি বুঝবেন না কি বল করতে চলেছে, কোনদিকে স্যুইং করবে ওর বল, বাইরের দিকে যাবে না ইনস্যুইং হয়ে ভিতরের দিকে আসবে। আমি মনে করি জাহির খানের পর অর্শদীপ একমাত্র ভারতীয় বোলার যার স্যুইং আর গতি আপনি আগে থেকে আন্দাজ করতে পারবেন না। ব্যাটার হিসেবে আপনি আগে থেকেই ভেবে রাখতে পারবেন্না কি শট খেলবেন। ও হয়ত দুটো বল বাইরের দিকে নিয়ে যাবে, তার পরের বল’তাই দুরন্ত গতি’তে ভিতরের দিকে ঢুকে আসবে। তখনই ওকে খেলা সবচেয়ে কঠিন। ওয়াসিম আক্রম’কে(Wasim Akram) দেখুন, উনিও তো একদম এটাই করতেন। দারুণ বল করেছে অর্শদীপ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *