TOP 3: কেবলমাত্র ভারত নয়, টি-২০ বিশ্বকাপে এই ৩টি দলও ১০ উইকেটে হেরেছে !! 1

অস্ট্রেলিয়ার মাটিতে গতকাল’ই সমাপ্ত হয়েছে ২০২২ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। মেলবোর্নের এমসিজি’তে জমজমাট ফাইনালে পাকিস্তান’কে ৫ উইকেটে হারিয়ে ২০১০ সালের পর আরও একবার টি-২০ বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছে ইংল্যান্ড। ব্যাট হাতে বেন স্টোকস এবং বল হাতে স্যাম কারান ছিলেন ফাইনালের তারকা। ফাইনাল জিতে শুভেচ্ছার বন্যায় যেমন ভাসছেন ইংল্যান্ডের ক্রিকেটার’রা, তেমনই হাতে স্বল্প রানের পুঁজি নিয়েও পাক বোলার’দের লড়ায় সমীহ আদায় করেছে ক্রিকেট্মহলে। এক মাস ধরে চলা জমজমাট এই ক্রিকেট পার্বণে সবচেয়ে আলোচিত ম্যাচগুলির মধ্য একটি অবশ্যই ছিলো ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল’টি। ক্রিকেটে বৃহৎ শক্তিধর দেশ হয়েও ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজিত হয় ভারত। ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যমাত্রা কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেন ইংরেজ ওপেনিং জুটি অ্যালেক্স হেলস এবং জস বাটলার। এর আগে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপেও(T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কপালে জুটেছিলো ১০ উইকেটে হারের লজ্জা। তবে কুড়ি-বিশের বিশ্বকাপে ১০ উইকেটে ম্যাচ হারার ইতিহাস একমাত্র ভারতের না, রয়েছে আরও ৩ দলের। দেখে নিন সেই তালিকা।

অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত শ্রীলঙ্কা-

Gilchrist and Hayden | image: Twitter
The explosive duo of Gilchrist and Hayden unleashed a carnage against Sri Lanka in 2007 T20 World Cup.

১০ উইকেটে হারের তালিকা তৈরি করতে আমাদের শুরুতেই ফিরে যেতে হবে ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপে। অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছিলো মাত্র ১০১ রান। অজি পেসার স্টুয়ার্ট ক্লার্ক ২০ রানের বিনিময়ে তুলে নেন ৪ টি উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন জেহান মুবারক (২৩ বলে ২৮)। ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনিং জুটি অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেন সহজেই ক্যাঙারু বাহিনী’কে ম্যাচ জিতিয়ে দেন। গিলক্রিস্ট ২৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ওপেনিং পার্টনার ম্যাথু হেডেন ৩৮ বলে ৫৮* রানের মারকাটারি ইনিংস খেলে শ্রীলঙ্কা’কে চুরমার করে দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *