T20 World Cup 2022: চলতি মাসে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। এবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। এবারের বিশ্বকাপের আসরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর। প্রায় এক সপ্তাহ পর, ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে ভারতীয় দল। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শুধু তাই নয়, রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল অনুশীলন শুরু করে দিয়েছে। তবে বিশ্বকাপের আসরে নামার আগে টিম ইন্ডিয়া একটি বড় ধাক্কা খায়। আসলে দলের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ চোটের কারণে ২০২২ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যান। কোন সন্দেহ নেই, এটা ভারতের জন্য বড় ধাক্কা।
জাসপ্রিত বুমরাহ’র জায়গায় দলে ঢুকবেন মোহাম্মদ শামি
বুমরাহ’র না থাকাটা অবশ্যই ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। এখন শোনা যাচ্ছে, ২০২২ সালের টি-২০২২ বিশ্বকাপে আহত জসপ্রিত বুমরাহ’র জায়গায় মাঠে নামবেন মহম্মদ শামি। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৩-৪ দিনের মধ্যে অস্ট্রেলিয়া চলে যেতে পারেন মহম্মদ শামি। আসলে জসপ্রিত বুমরাহের চোটের পরে মনে করা হয়েছিল যে এই টুর্নামেন্টে জসপ্রিত বুমরাহের বদলি হতে পারেন উমরান মালিক বা মহম্মদ সিরাজ। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে জাসপ্রিত বুমরাহ’র জায়গায় মাঠে নামবেন মোহাম্মদ শামি। বুমরাহের বদলি হিসেবে তাকেই এখন ভাবছে টিম ম্যানেজমেন্ট
অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল
কাপ জেতার ব্যাপারে অন্যতম ফেবারিট ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। ভারতকে ২৩ অক্টোবর প্রথম ম্যাচ খেলতে হবে। তবে তারা অনেক আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার সেই দেশের মাটিতে পা রাখে ভারতীয় দল। তবে চুপ করে বসে না থেকে এখন থেকেই অনুশীলনও শুরু করেছে ভারতীয় দল। দলের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল পার্থের ওয়াকা স্টেডিয়ামে অনুশীলন করেছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ভারতীয় খেলোয়াড়দের ছবি শেয়ার করেছে। সব মিলিয়ে কাপ জিততে নিজেদের সেরাটা দিতে তৈরি টিম ইন্ডিয়া।