ধোনি অবসর নিলে 'কেজরিওয়াল' হতেন গাভাসকর! 1

মুম্বই, ৫ জানুয়ারি: গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের কার্যত চমকে দিয়ে সীমিত ওভারের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে ভারত। আর একটি ম্যাচে নেতৃত্ব দিলেই অধিনায়ক হিসাবে ডাবল সেঞ্চুরি পূরণ করতে পারতেন। কিন্তু হঠাৎ তিনি এমন সিদ্ধান্ত কেন নিলেন? এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে ঘুরছে। অনেকেই মনে করছেন বিরাট কোহলিকে জায়গা ছেড়ে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মাহি।

অধিনায়কত্ব ছাড়লেও, দেশের হয়ে এখনও অনেকদিন ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে চান ধোনি। আর মাহির এমন সিদ্ধান্তে খুশি সুনীল গাভাসকর। দেশের এই কিংবদন্তি ব্যাটসম্যানের মতে, ক্রিকেটার হিসেবে ধোনির এখনও দেশকে অনেক কিছুই দেওয়ার আছে। তিনি আরও যোগ করেছেন, এখনই ধোনি পুরোপুরি অবসর নিলে তিনি তাঁর বাড়ির সামনে ধর্নায় বসতেন।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেন, “ধোনি যদি ক্রিকেট থেকেই অবসর নিত তাহলে আমি ওর বাড়ির সামনে ধর্নায় বসতাম। ও এখনও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। যে কোন সময় ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে। বিপক্ষকে উড়িয়ে দিয়ে ম্যাচ জেতাতে পারেন ধোনি। ভারতের ওকে খুব দরকার। ও যে ক্রিকেট থেকে অবসর নেয়নি তার জন্য আমি সত্যিই খুব খুশি।”

অধিনায়কত্ব ছাড়ায় ধোনি আরও বেশি করে ব্যাটিংয়ে মন দিতে পারবেন বলে মনে করেন গাভাসকর। চার কিংবা পাঁচ নম্বরে ব্যাট করতে নামলে মাহি আরও বেশিক্ষণ ব্যাট করার সুযোগ পাবেন। এটা ভারতের পক্ষে ভাল হবে বলে মনে করছেন ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান। তিনি বলেন, “আমার বিশ্বাস ধোনিকে বিরাট চার কিংবা পাঁচ নম্বরে ব্যবহার করতে চলেছে। কারণ ওকে এর থেকে আরও তলায় নামানোর কোন মানে হয় না। ও মূলত ম্যাচ শেষ করলেও, চার কিংবা পাঁচ নম্বরে নেমে বড় ইনিংস খেলারও ক্ষমতা রাখে। অধিনায়কত্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন আর তাঁকে নিতে হবে না। ফলে ও নিজের উইকেট কিপিংয়ের ওপর আরও বেশি করে মন দিতে পারবে। সব মিলিয়ে গোটা ব্যাপারটা ধোনির জন্য বেশ ইতিবাচক।”

আগামীদিনে একদিন ও টি-২০ আন্তর্জাতিক দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে অনেক চাপের মুখোমুখি হতে হবে। এই অবস্থায় ‘কুল’ ধোনি বিরাটকে সাহায্য করতে পারবেন বলেই মনে করেন গাভাসকর। ওয়ান ডে ক্রিকেটে সবকিছু খুব তাড়াতাড়ি ঘটে যায়। ফলে ধোনি পাশে থাকলে বিরাটের কাঁধের ভারটা অনেকটাই লাঘব হবে বলেই বিশ্বাস ‘লিটল মাস্টার’ সুনীল গাভাসকরের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *