২০১৬ রিও প্যারা-অলিম্পিকের হাইজাম্প থেকে সোনার পদক জয় করছেন ভারতের মারিয়াপ্পান থাঙ্গাভেলু।এবার তাঁর জীবনী ফুটে উঠবে রুপোলি পর্দায়।জানা গিয়েছে, ২১ বছরের এই ভারতীয় অ্যাথলিটের জীবনী নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। আর সেই বায়োপিকের পোস্টার নিজের টুইটারে প্রকাশ করলেন বলিউড বাদশা শাহরুখ খান।প্রসঙ্গত, ২০১৬ সালের প্যারা-অলিম্পিকের আসর বসেছিল ব্রাজিলের রিও ডে জেনেইরোতে।
এই সিনেমাটির নাম রাখা হয়েছে, ‘মারিয়াপ্পান’। তামিলনাড়ুর সালেম জেলা থেকে উঠে আসা এই হাইজাম্পারের বায়পিকটি তৈরি করেছেন বিখ্যাত চলচিত্র নির্মাতা ঐশ্বর্য্য ধনুষ। জানা গিয়েছে, তামিল ভাষার পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে ইংরেজী ভাষাতেও সিনেমাটি তৈরি করা হবে।এর মিউিজিক দিয়েছেন সিন রোডন এবং সংলাপ লিখেছেন চলচিত্র নির্মাতা রাজু মুরুগান।
নিজের টুইটারে এই সিনেমার ‘ফার্স্ট লুক’ প্রকাশ করে সোমবার শাহরুখ খান লিখেছেন, ‘এই হল আমাদের সকলের জাতীয় নায়ক মারিয়াপ্পান থাঙ্গাভেলুর বায়োপিকের প্রথম লুক। অল দ্য বেস্ট।’
এদিকে, তাঁর জীবনী নিয়ে সিনেমা তৈরির খবর প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না দেশের এই তরুণ অ্যাথলিট।পরে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা হয়ে মারিয়াপ্পান বলেন, ‘আমি কোনওদিন আশা করিনি, সত্যি বলতে কি, কোনওদিন স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনী সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা হবে।এই খবরটি আমার কাছে একটি বিশেষ অনুভূতির সৃষ্টি করেছে।এই প্রজেক্টটা নিয়ে আমি খুব আশাবাদী।পুরো ব্যাপারটাকে নিজের কঠোর পরিশ্রমের সুফল হিসাবেই দেখছি।’
এর পাশাপাশি তরুন এই হাইজাম্পারটি আরও বলেন, ‘এই প্রজেক্টটির সঙ্গে অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে আমাকে যুক্ত করা হয়নি। আমাদের দেশে প্রচুর প্রতিভা রয়েছে। আর্থিক অনটনকে উপেক্ষা করে উঠে আসা তরুণ প্রজন্মনকে যদি আমার জীবনী উৎসাহিত করতে পারে, তাহলে আমি অভিভূত হব। এর চেয়ে বেশী আনন্দ আমার কাছে আর কিছু হতে পারে না।’
Here's presenting the first look of the biopic on #MariyappanThangavelu, our very own national hero, all the best @ash_r_dhanush pic.twitter.com/oD1avhkC4K
— Shah Rukh Khan (@iamsrk) December 31, 2016