আজ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় দল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এই সিরিজ সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজ কটকে প্রথম ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। দাঁড়াতেই পারেনি শুভমান গিল (Shubman Gill) থেকে সূর্যকুমাররা। একমাত্র নিচের দিকে ব্যাট করতে নেমে হাল ধরেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তার ব্যাটিং’এর হাত ধরেই কার্যত মুখ রক্ষা হয় ব্লু ব্রিগেডদের।
Read More: “IPL’এর ভবিষ্যত অন্ধকারে…” PSL’এর প্রতি বাড়ছে বিশ্বস্ত তারকাদের আস্থা, মুখ খুললেন আফ্রিদি !!
ভারতীয় দলের ব্যর্থতা-

আজ প্রথমে টসে জিতে এইডেন মার্করাম (Aiden Markram) বোলিং করার সিদ্ধান্ত নেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন শুভমান গিল এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। প্রথম থেকেই লুঙ্গি এনগিডির (Lungi Angidi) দুরন্ত বোলিং দলকে চাপের মুখে ফেলে দেয়। প্রথম ওভারেই তিনি গিলকে মাঠের বাইরে পাঠিয়ে দেন। এই তারকা ২ বলে মাত্র ৪ রান করেন। অভিষেকের ব্যাট থেকে ১৭ এবং সূর্যকুমার যাদবের ব্যাট থেকে মাত্র ১২ রান আসে। এরপর তিলক বর্মা (Tilak Varma) ২৬ রানে এবং অক্ষর প্যাটেল (Axar Patel) ২৩ রান করে দুরন্ত লড়াই চালান।
এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরে হার্দিক পান্ডিয়া। তিনি ২৮ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৬ টি চার এবং ৪ টি ছয়। এই রানের ওপর ভর করে ভারতীয় দল প্রথম ইনিংসে ১৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে।
এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অজিত আগরকরের (Ajit Agarkar) রাজনীতির শিকার সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথম ইনিংসেই তার ফল ভুগল ভারত।” “সঞ্জুকে বসিয়ে একজন শুভমানের মতো ব্যর্থ ব্যাটসম্যানকে খেলানোর কারণ সত্যিই অবাক করার বিষয়।”, বলেও জানাচ্ছেন নেটিজেনরা। এক সমর্থক উল্লেখ করেছেন, “এই দায়িত্বশীল হার্দিককে ছেড়ে কেন সূর্যকুমার যাদবকে নেতৃত্ব দেওয়া হয়েছে তা এখনও আমার মাথায় ঢোকে না।” “সূর্যকুমারকে নেতৃত্বের দায়িত্ব থেকে না সরানো হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবি নিশ্চিত। গম্ভীরেরও পদত্যাগ চাই।” বলেও আওয়াজ তুলেছেন নেটিজেনরা।