Smriti mandhana might dating with Palash muchhal

টিম ইন্ডিয়ার ড্যাশিং ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ১৮ জুলাই তার ২৭ তম জন্মদিন উদযাপন করলেন। ২০১৩ সালে ভারতীয় দলে প্রথম আত্মপ্রকাশ ঘটে স্মৃতির। তিনি এখন পর্যন্ত ১১৯ টি-টোয়েন্টিতে ২৮৫৪ রান, ৭৯ ওয়ানডেতে ৩১২০ রান এবং ৪ টেস্টে ৩২৫ রান করেছেন। এ সময়ে ৬টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। বর্তমানে ভারতীয় দল রয়েছে বাংলাদেশে, সেখানে টি টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। শুধু ক্রিকেটেই নয়, পাশাপাশি সৌন্দর্যের দিক থেকেও তিনি এগিয়ে রয়েছেন। এমনকি তিনি প্রতিটি ছেলের ই ক্রাশ, তবে তিনি নিজে কাকে মন দিয়েছেন ?

Read More: Asia Cup 2023: এশিয়া কাপের সূচি দেখে মাথা খারাপ আমজনতার, ভারত-পাকিস্তানের ম্যাচ গেল গুলিয়ে !!

এই মিস্ট্রি বয় জিতেছে স্মৃতির হৃদয়

Smriti Mandhana and Palash Muchhal
Smriti Mandhana and Palash Muchhal | Image: Twitter

ভারতের সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা নিজের ২৭ তম জন্মদিন পালন করার সময় দেখা গেল এক অজানা ব্যক্তিত্বকে। স্মৃতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ঢাকায় পৌঁছে গিয়েছিলেন তিনি। তিনি হলেন পলাশ মুচ্ছল। বেশ কিছুদিন ধরে দুজনেই বেশ চর্চায় রয়েছেন। বাংলাদেশে গেলেও পলাশ মন্ধানার সাথে জন্মদিন সেলিব্রেট করার সময় ছিলেন কি না সেটা জানা যায়নি। তবে সমাজ মাধ্যমের পাতায় পলাশ মন্ধানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি দিয়ে “শুভ জন্মদিন” লিখেছেন।

পলাশের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে স্মৃতির

Smriti Mandhana and Palash Muchhal
Smriti Mandhana and Palash Muchhal | Image: Twitter

এমনকি, স্মৃতি পলাশকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে, তারা অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছে। খেলার ফাঁকে তারা নানান জায়গায় ঘুরতে যান। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনে। সমাজ মাধ্যমে নিজেদের ঘনিষ্ট ফটো শেয়ার করেন। স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুচ্ছলের সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। কেউ তাদের সম্পর্কের ব্যাপারে প্রকাশ্যে স্বীকার না করলেও তাদের একসঙ্গে দেখা গিয়েছে।

পলাশ মুচ্ছল একজন একজন সুরকার। তাঁর দিদি পলক মুচ্ছল হলেন গায়িকা। পলাশ ইন্দোরোর বাসিন্দা। তাঁর তৈরি করা গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভূতনাথ রিটার্নস থেকে পার্টি তো বনতি হ্যায় ও তু হি আশিকি গানটিও জনপ্রিয় হয়েছে। ঢাকায় গিয়ে পলাশ স্মৃতির সঙ্গে ছবি তুলে তা সোশাল মিডিয়ায় শেয়ার করেন। এমনকি, কিছুদিন আগে পলাশের জন্মদিনের সময় স্মৃতি দু’জনের ছবি শেয়ার করেন।

Read Also: এমএস ধোনির শিষ্য করলেন কামাল, পাকিস্তানের অর্ধেক দলকে একাই দেখালেন প্যাভিলিয়নের পথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *