ভারতীয় টেনিসকে যাঁরা বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছেন তাঁদের মধ্যে সামনের সারিতেই থাকবে সানিয়া মির্জার (Sania Mirza) নাম। প্রথম ও একমাত্র ভারতীয় মহিলা হিসেবে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের নজির গড়েছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে মূলত ডাবলস খেলোয়াড় হিসেবে ভারতকে প্রচুর সাফল্য এনে দিয়েছেন তিনি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের পদক জিতেছেন। ২০১৬’র রিও অলিম্পিকে মিক্সড ডাবলস বিভাগে সেমিফাইনালে পৌঁছেছিলেন। পেশাদার কেরিয়ারে ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে জিতেছেন ছয়টি গ্র্যান্ডস্লাম। জিতেছেন ৪৩টি WTA খেতাব। দেশের সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে লিয়েন্ডার পেজ (Leander Paes) এবং মহেশ ভূপতির (Mahesh Bhupati) সাথেই উচ্চারিত হয় হায়দ্রাবাদের সানিয়ার (Sania Mirza) নাম।
সাফল্য যেমন পেয়েছেন তেমন বিতর্কও বারবার তাড়া করে বেরিয়েছে সানিয়াকে। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করে খবরের শিরোনামে চলে এসেছিলেন তিনি। তাঁদের ইজহান মির্জা মালিক নামে এক পুত্রসন্তানও হয়। সানিয়া এবং শোয়েবের (Shoaib Malik) বিয়ে যেমন শোরগোল ফেলে দিয়েছিলো, তেমনই হইচই হয় তাঁদের বিচ্ছেদ নিয়েও। শোনা গিয়েছিলো বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন পাক ক্রিকেটার। ফলে বৈবাহিক বন্ধন ছিন্ন করার পথেই হেঁটেছেন ভারতীয় টেনিস তারকা।
শোয়েবের সাথে সম্পর্কে চিড় ধরলেও ক্রিকেট সরে যায় নি সানিয়ার (Sania Mirza) জীবন থেকে। গত জানুয়ারীতে টেনিস কেরিয়ারে ইতি টেনেছেন তিনি। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মহিলা দলের (RCBW) মেন্টর হিসেবে ছিলেন উইমেন্স প্রিমিয়ার লীগে। বর্তমানে ফের একজন ক্রিকেটারের সঙ্গে তাঁর যোগাযোগের কথা এসেছে সংবাদমাধ্যমে। শোনা যাচ্ছে সানিয়া মির্জার (Sania Mirza) সাথে যোগ রয়েছে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার (Sikandar Raza)।
Read More: Team India: ভারতের নতুন প্রধান কোচের নাম ঘোষণা, পরম বন্ধুর হাতে দায়িত্ব তুলে দিলেন জয় শাহ !!
দুর্দান্ত ফর্মে রয়েছেন সিকান্দার রাজা-

জিম্বাবুয়ের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে এক নবজাগরণ। গত কয়েক মাসে বেশ ভালো ক্রিকেট খেলেছে তারা। শেভ্রনদের সাফল্যের অন্যতম কাণ্ডারী বলা হচ্ছে অলরাউন্ডার সিকান্দার রাজাকে (Sikandar Raza)। আন্তর্জাতিক আঙিনায় অনবদ্য ক্রিকেট খেলেছেন তিনি। গত বছরের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশী ছক্কা হাঁকানোর রেকর্ড করেছিলেন তিনি। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স করে সাড়া ফেলে দিয়েছিলেন ক্রিকেটবিশ্বে। পাকিস্তানকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিলো জিম্বাবুয়ে। সেই ম্যাচেও বল হাতে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। আইপিএল নিলামে পাঞ্জাব কিংস (PBKS) দলে সুযোগ পেয়েছিলেন তিনি। সুযোগের সদ্ব্যবহার করে হয়ে উঠেছিলেন ‘ম্যাচ উইনার।’
নিজের আগুনে ফর্ম ধরে রেখে জিম্বাবুয়েকে একদিনের বিশ্বকাপের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছেন তিনি। দেশের মাটিতে যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় জ্বলে উঠেছেন সিকান্দার রাজা (Sikandar Raza)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল হাতে ৫৫ রানের বিনিময়ে নেন ৪ উইকেট, আর ব্যাট হাতে মাত্র ৫৪ বলে ১০২* করে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের ইতিহাসে দ্রুততম শতরান করে দলকে জয় এনে দেন তিনি। এছাড়াও উইন্ডিজের বিরুদ্ধেও বল হাতে ৩৬ রানের বিনিময়ে ২ উইকেট এবং ব্যাট হাতে ৫৮ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচের নায়ক হন শেভ্রন অলরাউন্ডার। এবার সেই সিকান্দার রাজার সাথেই যোগাযোগ পাওয়া গেলো সানিয়া’র (Sania Mirza)।
সামিয়া ও সিকান্দারের যোগাযোগ প্রকাশ্যে-

জিম্বাবুয়ের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলেও সিকান্দার (Sikandar Raza) পাকিস্তান বংশোদ্ভুত। উর্দু ও পাঞ্জাবি দিব্যি বলতে পারেন। আইপিএল চলাকালীন একাধিকবার উপমহাদেশের ভাষাতেই সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমকে। তাঁর সাথে যোগাযোগ খুঁজে পাওয়া গেলো ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার (Sania Mirza)। আদতে পাকিস্তানের শিয়ালকোট এলাকার আদি বাসিন্দা ছিলেন সিকান্দারের পূর্বসূরীরা। সেই শিয়ালকোটেই বেড়ে উঠেছেন শোয়েব মালিক। অর্থাৎ সামিয়ার শ্বশুরবাড়ি সূত্রে যোগাযোগ রয়েছে সিকান্দার রাজার (Sikandar Raza) সাথে।