'ছিঃ!! এর জন্য সঞ্জু বাদ..', সস্তায় আউট হয়ে কটাক্ষের মুখে গম্ভীরের প্রিয় ছাত্র শুভমান গিল !! 1

আজ কটকে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। চোট সারিয়ে ২০ ওভারের ক্রিকেটে আজ কামব্যাক করেছেন এই তারকা ব্যাটসম্যান। তবে তাকে নিয়ে বিসিসিআই (BCCI) তাড়াহুড়ো করেছে বলেই জল্পনা তৈরি হয়েছে। ফিট সার্টিফিকেট পেলেও ম্যাচ খেলার জন্য কতটা প্রস্তুত তা নিয়েও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছিলেন। এছাড়াও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন এই তরুণ তারকা। আজও প্রোটিয়াদের বিপক্ষে হতাশ করছেন তিনি।

Read More: “IPL’এর ভবিষ্যত অন্ধকারে…” PSL’এর প্রতি বাড়ছে বিশ্বস্ত তারকাদের আস্থা, মুখ খুললেন আফ্রিদি !!

ব্যর্থ শুভমান গিল-

'ছিঃ!! এর জন্য সঞ্জু বাদ..', সস্তায় আউট হয়ে কটাক্ষের মুখে গম্ভীরের প্রিয় ছাত্র শুভমান গিল !! 2
Shubman Gill | Image: Twitter

আজ‌ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হারের সম্মুখীন হন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এইডেন মার্করাম (Aiden Markram)। এর ফলে প্রথম ইনিংসে ভারতের হয়ে ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং শুভমান গিল। দুরন্ত একটি ৪ মেরে যাত্রা শুরু করেছিলেন গিল। কিন্তু ২ বলে ৪ রান করেই আউট হয়ে মাঠ ছাড়েন। লুঙ্গি এনগিডির (Laungi Ngidi) করা দুরন্ত বলে মার্কো জ্যানসেনকে (Marco Jansen) ক্যাচ দিয়ে বসেন এই তারকা।

এই বছরে এশিয়া কাপে (Asia Cup 2025) আবারও ভারতীয় টি-টোয়েন্টি দলে গিলকে ফিরিয়ে আনা হয়। বর্তমানে তিনি এই ফরম্যাটে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু জাতীয় দলের হয়ে ২০ ওভারের ক্রিকেটে ছাপ ফেলতে পারছেন না এই তারকা। এশিয়া কাপে ৭ ম্যাচে মাত্র ১২৭ রান সংগ্রহ করেছিলেন গিল। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার ব্যাট থেকে ৫ ম্যাচে আসে ১৩২ রান।

এর ফলে আজ কুইন্টন ডি ককদের (Quinton de Kock) বিপক্ষে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন শুভমান। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “ওডিআইতে ওপেনার হিসেবে ঈশান কিষাণের (Ishan Kishan) ক্যারিয়ার শেষ করেছেন। টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং সঞ্জু স্যামসনের (Sanju Samson) ক্যারিয়ার শেষ করছেন। গিল ৪ নম্বরে ব্যাটিং করবে বলে বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন। রোহিত শর্মার (Rohit Sharma) ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছেন। সেই তোমাদের প্রিন্সের পারফর্মেন্স দেখুন আপনারা।”

“গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রিয় ছাত্র খেলবে বলে ওপেনিং করতে পারেননি সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) মতো তারকা। আমাদের হেরে যাওয়াই উচিত।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে। “ফ্ল্যাট পিচ নেই গিলের রান‌ও নেই। ছি!! এর জন্য সঞ্জু বাদ পড়েছেন।”, বলেও নেটিজেনরা উল্লেখ করছেন।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় নেই রোহিত-বিরাট, গৌতম গম্ভীরের মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *