কেবল শুভমান গিল নয়, ব্যাট হাতে পারদর্শী দিদি শাহনীলও, ভাইরাল ভিডিও ঘিরে উৎসাহ সমর্থকদের মধ্যে !! 1

ভারতীয় ক্রিকেটের নবতম তারকা হিসেবে সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। গত কয়েকমাসে অনবদ্য ক্রিকেট খেলে তিন ফর্ম্যাটেই ‘টিম ইন্ডিয়া’র জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০১৮ সালে যখন অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন, তখন থেকেই ক্রিকেটমহলের নজরে রয়েছেন তিনি। সিনিয়র দলের হয়ে তাঁর স্বপ্নের উড়ান শুরু হয় গত বছরের মাঝামাঝি থেকে। ক্যারিবিয়ান সফরে গিয়ে ভালো পারফর্ম্যান্স করেন তিনি। এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে করেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান। ২০২২-এর শেষের দিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শতরান করেছিলেন। তারপর থেকে পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া-ক্রিকেটের তিন ফর্ম্যাটেই একাধিক শতরান, এমনকি একটি দ্বিশতরানও এসেছেন শুভমানের (Shubman Gill) ব্যাটে। টি-২০’র সংজ্ঞা নতুনভাবে লিখে আইপিএলে ৮৯০ রানের মালিক হয়েছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে তাঁর থেকে অনেক প্রত্যাশা ছিলো ভারতীয় সমর্থকদের। কিন্তু আশা পূরণ করতে সক্ষম হন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেনিংটন ওভালে প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডকে (Scott Boland) জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হন ব্যক্তিগত ১৩ রানের মাথায়। আর দ্বিতীয় ইনিংসে তাঁকে তাড়া করে দুর্ভাগ্য। ক্যামেরন গ্রিনের (Cmaeron Green) বিতর্কিত ক্যাচে ১৯ বলে ১৮ রান করেই শেষ হয়ে যায় তাঁর ইনিংস। ভারত ২০৯ রানে হারে ম্যাচটি। সামনে রয়েছে বিশ্বকাপ। ২৩ বর্ষীয় তরুণ শুভমানের (Shubman Gill) থেকে দেশের মাটিতে ভারতকে বিশ্বজয়ের দিশা দেখানোর প্রত্যাশা রাখছেন অনুরাগীরা। টেস্ট বিশ্বখেতাব জিততে না পারার আক্ষেপ একদিনের ক্রিকেটে দেশকে ট্রফি দিয়ে মেটাতে বদ্ধ্বপরিকর শুভমান নিজেও। ইংল্যান্ডের মাঠে তিনি যখন অস্ট্রেলিয়ার মহড়া নিচ্ছেন, সেই সময় দেশের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললেন শুভমান গিলের দিদি শাহনীল (Shahneel Gill)। ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে তাঁকেও দেখা গেলো ব্যাট হাতে। ভিডিও সামনে আসতেই চললো ঝড়ের বেগে লাইক, কমেন্ট এবং শেয়ার।

Read More: WTC FINAL 2023: ওভাল টেস্টের দুই ইনিংসেই সুপারফ্লপ শুভমান, পৃথ্বী শ’র মতো এবার যাবেন দলের বাইরে !!

ব্যাট হাতে সাবলীল শাহনীল গিল-

Shahneel Gill, Saachi Marwah | Shubman Gill | Image: Instagram
Shahneel Gill, Saachi Marwah | Image: Instagram

ইন্সটাগ্রামে অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় শাহনীল গিল (Shahneel Gill)। শুভমানের দিদির ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ৪৭ হাজারের আশেপাশে। সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ছবিগুলিতে গোলাপি পোশাক পরিহিতা এক নারীর সঙ্গে শাহনীলকে দেখা যাচ্ছে। তাঁর পরনেও রয়েছে ওয়াইন রঙের একটি পোশাক। শাহনীলের (Shahneel Gill) ছবিগুলি বেশ পছন্দ হয়েছে সোশ্যাল মিডিয়ার। ইন্সটাগ্রামে ইতিমধ্যেই লাইকের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ব্যাট হাতে। ভাই শুভমানের মতই ডান হাতি শাহনীল। ব্যাট হাতে তাঁর সাবলীল স্টান্স দেখে মোহিত নেটিজেনরা শাহনীল পরামর্শ দিয়েছেন ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নেওয়ার।

দেখে নিন শাহনীলের সেই ইন্সটাগ্রাম পোস্ট-

সম্প্রতি খবরের শিরোনামে ছিলেন শুভমান গিলের দিদি-

Shubman Gill and Shahneel Gill | Image: Instagram
Shubman Gill and Shahneel Gill | Image: Instagram

ভারতের ক্রিকেট তারকা শুভমান গিলের দিদি শাহনীল (Shahneel Gill) দিনকয়েক আগেই উঠে এসেছিলেন খবরের শিরোনামে। আইপিএলের প্লে-অফ পর্বে উঠতে হলে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) লীগ পর্বের শেষ ম্যাচে হারাতেই হত শুভমানের গুজরাত টাইটান্সকে। কিন্তু ম্যাচে ফলাফল যায় গুজরাতের (GT) পক্ষে। শুভমানের (Shubman Gill) ঝোড়ো শতরানের সুবাদেই ম্যাচ জেতে তারা। ক্ষুব্ধ বেঙ্গালুরু সমর্থকেরা নিশানা করেছিলেন শুভমানকে। বাদ যান নি তাঁর দিদি শাহনীলও (Shahneel Gill)। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের কমেন্ট বক্স অশ্লীল মন্তব্যে ভরিয়েছিলেন আরসিবি সমর্থকদের একাংশ। শুভবুদ্ধিসম্পন্ন ক্রিকেট অনুরাগীরা অবশ্য শাহনীলের পাশেই দাঁড়ান। ক্রিকেট মাঠের লড়াইকে মাঠের বাইরে আনা ঠিক নয়, বলেই জানিয়েছিলেন তাঁরা।

কলকাতা নাইট রাইডার্স তারকা রিঙ্কু সিং-এর (Rinku Singh) মলদ্বীপ ভ্রমণের ছবির নীচে ‘ও হিরো’ কমেন্ট করেছিলেন শাহনীল। সেই নিয়েও বিস্তর আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। লাইমলাইট এসে পড়েছিলো শাহনীলের (Shahneel Gill) ওপরেই।

জানা গিয়েছে শাহনীলের সঙ্গী মহিলার পরিচয়-

Shahneel Gill, Saachi Marwah | Shubman Gill | Image: Instagram
Shahneel Gill, Saachi Marwah | Image: Instagram

যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহনীল গিল (Shahneel Gill), তার অধিকাংশতেই তাঁর সাথে দেখা গিয়েছে গোলাপী পোশাক পরিহিতা এক তরুণীকে। ছবিগুলি ভাইরাল হওয়ার পর তাঁর পরিচয় নিয়েও আগ্রহ বেড়েছিলো অনুরাগীদের মধ্যে। অবশেষে প্রকাশ্যে এসেছে তাঁর পরিচয়। ছবিগুলিতে শাহনীলের সঙ্গী তরুণীর নাম সাচি মারওয়া (Saachi Marwah)। ক্রিকেট কানেকশন রয়েছে তাঁরও। সম্পর্কে তিনি কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় ক্রিকেটার নীতিশ রানার (Nitish Rana) স্ত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে দুজনে উপস্থিত ছিলেন। সেই ছবিই ইন্সটগ্রামে শেয়ার করেছেন শাহনীল।

Also Read: IND vs WI: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরে এবার উইন্ডিজ সফরে ভারত, সামনে এলো সম্পূর্ণ ক্রীড়াসূচী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *