Shreyas iyer might not get chance in world cup 2023

ক্রিকেটের মরশুমে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপের (World Cup 2023)। আর বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে এই মেগা ইভেন্ট। আপাতত টিম ইন্ডিয়া তাদের বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করে দিয়েছে। আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে প্রসঙ্গত, শ্রেয়াস আইয়ারের পিঠের চোট নির্বাচকদের উদ্বেগ বাড়িয়েছে এবং টিম ম্যানেজমেন্ট মিডল-অর্ডারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে রোহিত, শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) ও হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya), যাবে না দেখা। তৃতীয় ওডিআই ম্যাচে তারা ফিরে আসবে দলে। এসময় দলে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। তবে শ্রেয়সের খেলা নিয়ে উঠছে প্রশ্ন।

Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

Read More: World Cup 2023: রোহিত-কোহলি নন, আসন্ন বিশ্বকাপে এই প্লেয়ার হতে চলেছেন টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর !!

বিশ্বকাপ দল থেকে বাদ যাবেন শ্রেয়স

Shreyas Iyer, world cup 2023
Shreyas Iyer | Image: Getty Images

কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ফর্মের বাইরে থাকা সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ দেবেন বলে ঘোষণা করেছেন। দ্রাবিড় মন্তব্য করে বলেছেন, “আমরা জানি সূর্যকুমার যাদব কেমন ধরণের ব্যাটসম্যান। আমরা তাকে ব্যাক করবো, আমরা জানি তার ক্ষমতা এবং এটা সম্মন্ধেও ওয়াকিবহাল যে তিনি ওডিআই ফরম্যাটেও সফল হয়ে উঠতে পারবেন। আমরা তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ওডিআই ম্যাচে সুযোগ দেব।” দ্রাবিড়ের এই মন্তব্যের পর অনেকটা পরিষ্কার হয়ে গেল ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূর্যকুমার যাদবের থেকে তার টি টোয়েন্টি ফর্মের আশা করছে এবং যার জন্য শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) উপেক্ষা করছেন।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

শ্রেয়স ও সূর্যের ক্যারিয়ার

Suryakumar yadav and shreyas iyer, world cup 2023
Suryakumar Yadav (L) and Shreyas Iyer (R), of India, partnership during the third T20I match between West Indies and India at Warner Park in Basseterre, Saint Kitts and Nevis, on August 2, 2022. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

তবে দুজনের পারফরমেন্সের কথা বলতে গেলে, সূর্যকুমার যাদবের ওডিআই ফরম্যাটে রেকর্ড তুলনামূলক অনেকটাই খারাপ শ্রেয়সের তুলনায়। ২৮ বছর বয়সী শ্রেয়স ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ৪৫.৬৯ গড়ে ২ টি শতরান ও ১৪ টি অর্ধশতরান সহ ১৬৪৫ রান করেছেন যেখানে সূর্যকুমার যাদবকে বারবার ওডিআই ফরম্যাটে নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া হচ্ছে। ভারতীয় দলের হয়ে স্কাই গত ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে তিন ম্যাচে মিডিল অর্ডারে ব্যাটিং করে একটি ম্যাচেও খাতা খুলতে পারেননি। স্কাই ২৭ ম্যাচে ২৪.৪১ গড়ে ২ টি অর্ধশতরান সহ ৫৩৭ রান বানিয়েছেন। তবে শ্রেয়াসকে বিশ্বকাপে (World Cup 2023) উপেক্ষা করা টিম ম্যানেজমেন্টের একটি ভুল সিদ্ধান্ত হতে পারে।

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur 

Read More: World Cup 2023: বিশ্বকাপ জয়ের ফর্মূলা খুঁজে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারতের মাটিতে এই ব্যাটার হবেন বিপক্ষের ত্রাস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *