বিশ্বকাপ জয়ের পরও বিতর্ক, অধিনায়ক পদ ছাড়ার পরামর্শ পেলেন হারমানপ্রীত কৌর !! 1

গত রবিবার নবি মুম্বাইতে ইতিহাস রচনা করেছে ভারতীয় মহিলা দল। প্রথম বারের জন্য আইসিসি খেতাব জয় করলো ভারতীয় মহিলা দল। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা মহিলা দলকে পরাস্ত করে প্রথম আইসিসি খেতাব জয় করেছে। এর আগে, ২০০৫ ও ২০১৭ সালে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত। দুইবারেই পরাস্ত হতে হয়েছিল ভারতকে। একবার অস্ট্রেলিয়া ও একবার ইংল্যান্ডের কাছে। তবে, এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় প্রচেষ্টায় ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে বিশ্বকাপ জয় করেছে।

২০২৫ সালের আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের পরেই একদিন পরই নতুন বিতর্কের জন্ম দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। ভারতীয় দলের ভবিষ্যৎকে আরও শক্তপোক্ত করার স্বার্থে তিনি স্পষ্টভাবে মত দিয়েছেন – হরমনপ্রীত কৌরের উচিত অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো। তাঁর মতে, ৩৬ বছরের হরমন ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ফিল্ডার হলেও নেতৃত্বের চাপ মাঝে মাঝে তাঁর স্বাভাবিক খেলাকে প্রভাবিত করছে।

Read More: বিশ্বকাপ জয়ের পর নিজের শহরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে বাঁধ-ভাঙা উচ্ছ্বাসে মাতলেন ভক্তরা !!

হারমানপ্রীতের কাছে ক্যাপ্টেনসি ছাড়ার আর্জি

হারমানপ্রীত কৌর
Harmanpreet Kaur | Image: Getty

রঙ্গস্বামী পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এটা আসলে অনেকটাই দেরিতে বলা হচ্ছে। ব্যাটার ও ফিল্ডার হিসেবে হারমান অসাধারণ, কিন্তু কৌশলগত সিদ্ধান্তে কখনও কখনও ভুল হয়। আমার বিশ্বাস, অধিনায়কত্বের অতিরিক্ত চাপ না থাকলে সে আরও বেশি করে দলের জন্য অবদান রাখতে পারবে।” তিনি আরও জানান, ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। সামনে রয়েছে ২০২৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং আগামী বছর যুক্তরাজ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রেক্ষাপটে রঙ্গস্বামী ২৯ বছর বয়সী স্মৃতি মান্ধানাকে তিন ফর্ম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার পক্ষে জোরাল মত দিয়েছেন।

রঙ্গস্বামীর মন্তব্য, “এই ধরনের বিশাল সাফল্যের পর নেতৃত্ব পরিবর্তনের কথা বললে অনেকেই ভালোভাবে নেবেন না। কিন্তু ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এবং হারমানের নিজের ক্যারিয়ারের জন্য এটাই সঠিক সময়। তাঁর হাতে এখনও তিন থেকে চার বছরের বড় ক্রিকেট রয়েছে, আর অধিনায়কত্বের বোঝা সরলে সে নিজের খেলায় আরও মন দিতে পারবে। ভবিষ্যতের বিশ্বকাপ মাথায় রেখে স্মৃতিকে সব ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া উচিত।” পুরুষ দলের উদাহরণ টেনে তিনি আরও বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পরও নির্বাচকেরা রোহিত শর্মার পরবর্তী পরিকল্পনা তৈরি করেছেন। সাম্প্রতিক সাফল্যের উচ্ছ্বাসে ভেসে না গিয়ে সামনের দিনের কথা ভাবা জরুরি – মহিলা দলেও সেই একই মানসিকতা থাকা উচিত।

Read Also: টুর্নামেন্ট শুরুর আগেই ভক্তদের ঝটকা দিল RCB, মাত্র ৪ জন তারকাকে করল রিটেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *