IND vs AUS: গত বছরের ওডিআই বিশ্বকাপের ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেন নি মহম্মদ শামি (Mohammed Shami)। গোড়ালির চোটে ছিটকে গিয়েছিলেন তিনি। করাতে হয়েছিলো অস্ত্রোপচার’ও। এরপর এক বছর চলেছে রিহ্যাব। শেষমেশ গত নভেম্বরে মাঠে ফেরেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর আগে ঘরোয়া ক্রিকেট খেলে তাঁর ফিটনেসের পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছিলো বিসিসিআই। সেইমত রঞ্জি ট্রফি খেলেছেন তিনি। অংশ নিয়েছিলেন ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (SMAT 2024)। সেখানেও গ্রুপ পর্ব, প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল মিলিয়ে মোট ৯টি ম্যাচ খেলেছেন। তার পরেও তাঁর ফিটনেস নিয়ে একশ শতাংশ নিশ্চিত নয় বোর্ড। জায়গা দেওয়া হচ্ছে না অস্ট্রেলিয়া সফরের (IND vs AUS) স্কোয়াডে।
Read More: IND vs AUS 3rd Test Preview: সুখস্মৃতি সঙ্গী করে গাব্বায় নামছে টিম ইন্ডিয়া, হ্যাজেলউডের প্রত্যাবর্তনে চনমনে অস্ট্রেলিয়া !!
অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না মহম্মদ শামি-
বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT 2024) দৌড় শেষ হয়েছে বাংলার। হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়াদের বরোদার বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছে। অনেকেই মনে করেছিলেন যে মহম্মদ শামি’কে (Mohammed Shami) এরপর সরাসরি অস্ট্রেলিয়া পাঠানো হবে। মেলবোর্ন ও সিডনিতে সিরিজের শেষ দুই টেস্টে খেলার সম্ভাবনাও দেখছিলেন বিশেষজ্ঞমহলের একটা বড় অংশ। কিন্তু সেসব কিছুই হচ্ছে না আপাতত। তারকা পেসার ফিরেছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেই (NCA)। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করে দেখা হচ্ছে। তাঁকে দেশের হয়ে খেলার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হবে না বলেই খবর। ঘরোয়া ক্রিকেট খেলেই আন্তর্জাতিক আঙিনাতে প্রত্যাবর্তনের লড়াই চালিয়ে যেতে হবে শামি’কে।
অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলার বদলে দেশের মাটিতে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) খেলতে পারেন মহম্মদ শামি। তারকা পেসারকে রেখেই পঞ্চাশ ওভারের টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে সিএবি। ব্যাগি গ্রিন বাহিনীর বিপক্ষে (IND vs AUS) সিরিজের বাকি ম্যাচগুলিতে বোলিং বিভাগে বদল চাইছে না টিম ম্যানেজমেন্ট। বুমরাহ, হর্ষিত, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ’দের উপরেই রাখা হচ্ছে আস্থা। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। মধ্যপ্রাচ্যে খেলবে ভারত। শামি’কে তাঁর আগে শতভাগ ফিট করে তোলার চেষ্টা হবে বলে খবর। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের সাথে আইসিসি টুর্নামেন্টের পরিকল্পনায় রয়েছেন তিনিও। সেই জন্যই ওয়ান ডে ফর্ম্যাটে বিজয় হাজারে ট্রফিতে শামির খেলা বেশী গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিসিসিআই।
ফিটনেস ইস্যুতে শামি-রোহিত দ্বন্দ্ব-
দিনকয়েক আগে অস্ট্রেলিয়াতে একটি সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) জিজ্ঞাসা করা হয়েছিলো শামি’র ফিটনেস ও সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “ওকে তড়িঘড়ি উড়িয়ে এনে খেলাতে চাই না আমরা। তাতে হিতে বিপরীত হতে পারে। ওকে এসে দল’কে উদ্ধার করতে হবে এমন কোনো চাপ আমরা ওর উপর সৃষ্টি করতে চাই না। ওকে নজর রাখছেন বিশেষজ্ঞরা।” ফিটনেস ইস্যুতে শামি (Mohammed Shami) ও অধিনায়ক একমত নন বলেই খবর। সংবাদমাধ্যম দৈনিক জাগরণে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট চলাকালীন রোহিতের সাথে সাক্ষাৎ হয় শামি’র। সাংবাদিক সম্মেলনে পেস তারকা’র হাঁটু ফুলে যাওয়া নিয়ে হিটম্যানের করা মন্তব্য নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। একপ্রস্থ বচসাও হয় দুজনের।