এবারের আইপিএল এর নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। অভিজ্ঞ এই ক্রিকেটারকে পেতে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলই ঝাপিয়ে পড়েছিল। কিন্তু শেষ অবধি দুর্দান্ত দামে শাকিবকে তুলে নিল। ৩.২০ কোটি টাকায় বাংলাদেশের এই ক্রিকেটারকে নিল কলকাতা নাইট রাইডার্স।
এক বছরের দীর্ঘ নির্বাসনের পর কয়েক মাস হল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন শাকিব। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে বল ও ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছেন শাকিব। যার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন যে এখনও তিনি ক্রিকেটের সেরা হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।
নির্বাসনের আগে আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন শাকিব। আইপিএল এ ব্যাট ও বল দুইতেই অসাধারণ রেকর্ড রয়েছে শাকিবের। কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন শাকিব, দুইবার জিতেছেন আইপিএল খেতাবও। আইপিএল এ ৬৩টি ম্যাচ খেলেছেন শাকিব, যেখানে ব্যাট হাতে ২১ এর গড়ে ৭৪৬ রান করেছেন, এবং ৭.৪৬ এর ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৫৯টি।