ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মরশুমের মিনি নিলামে অনেক ভারতীয় খেলোয়াড়ের ভাগ্য খুলেছে। জাতীয় দলে খেলা ক্রিকেটাররা তো বটেই, আনক্যাপড খেলোয়াড়দেরও ভাগ্য ঘুরে গিয়েছে এই নিলামে। কৃষ্ণাপ্পা গৌথম, মহম্মদ আজহারউদ্দিন, শাহরুখ খান – কয়েকজনের নাম হল এই ভাগ্য বদলের উদাহরণ। কিন্তু এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখ করতেই হবে একজনের নাম।
তামিলনাড়ুর তারকা ব্যাটসম্যান শাহরুখ খানকে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস ৫.২৫ কোটি টাকায় কিনেছিলেন। নিলামে আসার আগে শাহরুখ খানের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তবে পাঞ্জাব কিংস তাঁর জন্য ব্যয় হয়েছে ৫.২৫ কোটি টাকা। এত বেশি দর পেয়ে যাবেন এই প্রতিভাবান ক্রিকেটার, সেটি কেউ ভাবতেই পারেনি। আর শাহরুখের এই বিড দেখে তাঁর তামিলনাড়ু দলের সতীর্থরা যেভাবে উল্লাসে মাতলেন, তা দেখার মত ছিল।
এই নিয়ে তামিলনাড়ুর অধিনায়ক দীনেশ কার্তিক শাহরুখ খানের বিড হওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন। এতে তিনি এবং তাঁর সহযোগী খেলোয়াড়দের খুব খুশি দেখাচ্ছিল। শাহরুখ খানের জন্য যখন বিড করা হচ্ছিল, তখন দীনেশ কার্তিক, শাহরুখ খান ও তামিলনাড়ুর অন্যান্য খেলোয়াড়রা বাসে করে যাচ্ছিলেন। বেস প্রাইস থেকে এত টাকা পেয়ে যাওয়ায় শাহরুখ খানের জন্য সব খেলোয়াড়ই খুব খুশি হয়েছিল। দীনেশ কার্তিক তার টুইটার হ্যান্ডেলটি দিয়ে সেই মুহুর্তের ভিডিওটি শেয়ার করেছেন। শাহরুখ খান এবং দীনেশ কার্তিক দুজনেই তামিলনাড়ুর হয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলেন।
Turn up the volume and listen to the team's happiness for our bright ⭐#IPLAuction pic.twitter.com/wkDfFbqGGP
— DK (@DineshKarthik) February 18, 2021
পাঞ্জাব কিংস : পার্সে অবশিষ্ট অর্থ : ১৮.৮ কোটি টাকা
বর্তমান দল : কে এল রাহুল (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, মনদীপ সিং, প্রভ সিমরন সিং, নিকোলাস পুরাণ, সরফরাজ খান, দীপক হুদা, মুরুগান আশ্বিন, রবি বিষ্ণোই, হরপ্রীত ব্রার, মহম্মদ শামি, আর্শদীপ সিং, ঈশান পোড়েল, দর্শন নলকান্দে , ক্রিস জর্ডান।
খেলোয়াড়দের কিনেছেন : ঝাই রিচার্ডসন, শাহরুখ খান, ডেভিড মালান, রাইলি মেরেডিথ, মোইসেস হেনরিক্স, জলজ সাক্সেনা, উত্কর্ষ সিং, ফ্যাবিয়ান অ্যালেন, সৌরভ কুমার।