স্বস্তির খবর চেন্নাই সুপার কিংস শিবিরে, করোনার রিপোর্ট নেগেটিভ এলো দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের 1

অবশেষে চেন্নাই সুপার কিংস শিবিরে খুশির খবর।করোনা মুক্ত হলো দলের স্টাফ এবং ক্রিকেটারেরা।সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর পর থেকেই নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে চেন্নাই দলকে।প্রথমে করোনা টেস্টে দুই ক্রিকেটার সহ মোট তেরো জন স্টাফের করোনা রিপোর্ট আসে পজিটিভ ।যার জেরে ধোনিদের প্রাথমিক কোয়ারিন্টিনে থাকার মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে দেওয়া হয়।প্রসঙ্গত, দলের যে দুজন ক্রিকেটারের করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছিলো তারা হলেন দীপক চাহার এবং রুতু্রাজ গায়কোয়াড়।

চেন্নাইয়ের নয়নমনি সুরেশ রায়নাকে ফেরাতে আগ্রহী চেন্নাই সুপার কিংগস

কোয়ারিন্টিনের মেয়াদ বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে চেন্নাই সুপার কিংস দলের প্রাক্টিসের সময়।কারণ ইতিমধ্যে প্রায় আমরা টুর্নামেন্ট শুরুর দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছি।এছাড়াও সমস্যা সৃষ্টি হয়েছে দলের অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার সুরেশ রায়না’র দেশে ফিরে যাওয়ায়।ব‍্যক্তিগত কারণে এবারের আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রায়না,যদিও মনে করা হচ্ছে দলের এতোজন সদস্যের কোভিড আক্রান্ত হওয়ার খবর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

স্বস্তির খবর চেন্নাই সুপার কিংস শিবিরে, করোনার রিপোর্ট নেগেটিভ এলো দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের 2

দলের তেরো জন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই একটা গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়েছিল চেন্নাই সুপার কিংস শিবিরে।তবে এখন খানিকটা স্বস্তির দেখা মিলেছে গোটা শিবিরে।আক্রান্তদের প্রত‍্যোকের এবারের রিপোর্ট এলো নেগেটিভ।আগামী ৩ রা সেপ্টেম্বর পরবর্তী টেস্টে যদি গোটা দলের রিপোর্ট নেগেটিভ আসে তাহলে ৫ ই সেপ্টেম্বর থেকে মাঠে প্রাক্টিসে নামতে পারবে গোটা দল।

“আমরা আশা রাখছি সবকিছু এবার ঠিকঠাক মিটে যাবে।এবারের আইপিএলে নিজেদের সেরাটা দিতে সক্ষম হবো আমরা “,এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের ঘনিষ্ঠ এক সূত্র।নতুন ভাবে কারোর করোনায় আক্রান্ত হওয়ার খবর আসেনি ।

স্বস্তির খবর চেন্নাই সুপার কিংস শিবিরে, করোনার রিপোর্ট নেগেটিভ এলো দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের 3

অন‍্যদিকে আজ দুই তারকা বিদেশি ক্রিকেটার ফাফ দু প্লেসিস এবং লুঙ্গি নিগ্দি যোগ দিলো তাদের শিবিরে।এইমুহুর্তে কোয়ারিন্টিনে যেতে চলেছে তারা।থাকবে ছয়দিন।তারপর তিন দফার করোনা পরীক্ষা করা হবে তাদের।এবং সেই রিপোর্ট নেগেটিভ আসলে তবেই ছাড় মিলবে বায়ো সিকিউর বাবলে অনুমতির।

ইতিমধ্যে আশঙ্কা তৈরী হয়েছে টুর্নামেন্টে হরভজন সিংয়ের না যোগ দেওয়ার।তারকা ভারতীয় স্পিনার খানিকটা পিছিয়ে এসেছে এবারের টুর্নামেন্টে যোগ দেওয়ার ক্ষেত্রে ,তার কারণ অবশ্যই দলের এতোজন সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ‍্যে আসা।শোনা যাচ্ছে এবার আইপিএল নাও খেলতে পারেন ভাজ্জি।তিনি না খেললে স্বাভাবিক ভাবেই ফের আরেকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস দল।

স্বস্তির খবর চেন্নাই সুপার কিংস শিবিরে, করোনার রিপোর্ট নেগেটিভ এলো দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের 4

আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২০ এর আইপিএল।সংযুক্ত আরব আমিরশাহির তিন শহর যথা দুবাই, আবু ধাবি এবং শারজাহ’তে আয়োজিত হবে এবারের টুর্নামেন্ট।ফাইনাল ১০ ই নভেম্বর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *