ভারতীয় ক্রিকেটের অলিন্দে গত কয়েকদিন যে নামটি সবচেয়ে বেশী শোনা যাচ্ছে সেটি সরফরাজ খান। মুম্বইয়ের তরুণ ব্যাটারকে কবে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে সেই নিয়ে আলোচনার ঝড় উঠেছে সংবাদমাধ্যমের স্টুডিও থেকে সমাজমাধ্যমের দেওয়ালে। ঘরোয়া ক্রিকেটে অতিমানবীয় একের পর এক ইনিংস খেললেও জাতীয় দল নির্বাচনের সময় তাঁর কথা ভাবা হচ্ছে না কেনো? জাতীয় নির্বাচকদের কাছে প্রশ্ন তুলেছেন ক্রিকেট অনুরাগীরা। দলে জায়গা না হওয়ায় হতাশ হয়েছেন সরফরাজও (Sarfaraz Khan)। হতাশা গোপন না করেই ইঙ্গিতে বুঝিয়েছেন যে নিজেকে প্রতারিত মনে করছেন তিনি। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছিলো, কিন্তু সেই সুযোগ আর আসে নি তাঁর সামনে। অধিনায়ক রোহিত শর্মা চোটের কবলে পড়ে ছিটকে যাওয়ায় সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু অধিনায়কের বদলে জায়গা পেয়েছিলেন অভিমণ্যু ঈশ্বরণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের দলেও তাঁকে রাখেন নি চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নবনিযুক্ত নির্বাচক কমিটি। বারবার ব্রাত্য থেকে হতাশ সরফরাজ (Sarfaraz Khan) এবার নিজেই তাঁর সাফল্যের খতিয়ান তুলে ধরলেন।জাতীয় দলে খেলার জন্য যে কোনো ভূমিকায় রাজী রয়েছেন তিনি, বোঝালেন তা।
নিজেকে অলরাউন্ডার বলছেন সরফরাজ খান-

ব্যাট হাতে ২০১৯ এর পর থেকে ১০০’র তলায় নামে নি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড়। সমগ্র প্রথম শ্রেণির কেরিয়ারে ৮০.৪৭ ব্যাটিং গড় তাঁর। গত বছর রঞ্জি ট্রফিতে ৬ ম্যাচে করেছিলেন ৯৮২ রান। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় স্থান থাকা রজত পতিদারের (Rajat Patidar) থেকে ৩০০’র বেশী রানে এগিয়ে ছিলেন তিনি। মুম্বই ক্রিকেট সংস্থা থেকে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত প্রদর্শনের জন্য ৭টি পুরষ্কার পেয়েছেন তিনি। তার আগের মরসুমেও ৬ ম্যাচে করেছিলেন ৯২৮ রান। চলতি রঞ্জি মরসুমেও থামার নাম নিচ্ছেন না তিনি। বর্তমানে দিল্লীর বিরুদ্ধে খেলছে সরফরাজের দল মুম্বই। মাঠে নামার আগে ৪৩২ রান ছিলো তাঁর। চলতি ম্যাচেও প্রথম ইনিংসে করেছেন চোখধাঁধানো শতরান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার নতুন সংজ্ঞা লেখা সরফরাজ (Sarfaraz Khan) ব্যাটিং গড়ের দিক থেকে সর্বকালের সেরাদের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। এক নম্বর স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যান (Sir Don Bradman)। তারপরেও জাতীয় দলে জায়গা না হওয়ায় স্বভাবতই মন খারাপ তাঁর। তবে নিজেকে কেবল ব্যাটিং-এর গণ্ডীতে বেঁধে রাখতে রাজী নন তিনি। বরং সরফরাজ (Sarfaraz Khan) নিজেকে একজন ‘ইউটিলিটি ক্রিকেটার’ বলে পরিচয় দিতে ভালোবাসেন। যখন দলের যা প্রয়োজন পড়ে তাতেই তিনি রাজী, উইকেটরক্ষকের দায়িত্বে সাবলীল, করেছেন বোলিং’ও, জানিয়েছেন নিজেই। স্পোর্টস তক’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে আমি কিপিং করেছি। রাজ্য দলের হয়ে বা স্কুল দলের হয়েও করেছি। এছাড়া বল করতেও আমার সমস্যা নেই। ভারত-এ দলের হয়ে এক ইনিংসে ৫ উইকেটও নিয়েছি আমি। যে কোনো পরিস্থিতির জন্য আমি তৈরি।”
IPL-এ কি দেখা যাবে উইকেটকিপার সরফরাজকে?

ভারতীয় দলে এখনো সুযোগ পান নি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে থাকা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) চোট পেয়েছেন। তাঁর পরিবর্ত হিসেবে শিকে ছিঁড়তে পারে সরফরাজের (Sarfaraz Khan)। এ বিষয়ে এখনো সরকারী কোনো ঘোষণা হয় নি যদিও। তবে আইপিএলের মঞ্চে দিল্লী ক্যাপিটালস দলের হয়ে তাঁর খেলা নিশ্চিত। দিল্লী দলের অধিনায়ক তথা উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। তাহলে কি ঋষভের জুতোয় পা গলাবেন তিনি? উইকেটের পিছনে দাঁড়াবেন দস্তানা হাতে? এ বিষয়ে এখনি নিশ্চিত করে কিছু বলতে পারেন নি সরফরাজ (Sarfaraz Khan)। জানিয়েছেন, “আমি কিপিং করতে পারি। সমাজমাধ্যমে এই বিষয়ে আলোচনা হচ্ছে, সেটাও জানি। ভবিষ্যতে কি হবে তা বলতে পারছি না। তবে এখনও দিল্লী টিম ম্যানেজমেন্টের সাথে এই নিয়ে কোনো কথা হয় নি।”
Read More: IND VS NZ: বড় ইনিংস খেলতে ব্যার্থ কিং কোহলি, ডিফেন্স করতে গিয়ে ক্লিন বোল্ড হলেন, দেখুন ভিডিও !!