IPL 2025: চলতি আইপিএলে নিলামে দল পরিবর্তন হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant)। নিজের আইপিএল ক্যারিয়ার শুরু থেকেই দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলে আসছেন ঋষভ। তবে এবার তাকে নতুন দলে খেলতে দেখা যাবে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার হিসাব তিনি এবারের আইপিএলে মোটা টাকায় বিক্রি হবে তা ক্রিকেট বিশেষজ্ঞরা আগে থেকে ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন। আইপিএল নিলামের মঞ্চে সমস্ত রেকর্ড ভেঙে দিলেন পন্থ। ২৭ কোটি টাকার বিনিময়ে লক্ষ্নৌ সুপার জায়ান্টস দলে সামিল হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার আগামী মৌসুমে দলকে নেতৃত্বও দিতে পারেন। দলে বেশ কয়েকটি বিকল্প থাকা সত্ত্বেও পন্থ হবেন দলের অধিনায়ক।
লখনৌ দলে এন্ট্রি নিয়েছেন পন্থ
এর আগেও তিনি দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে থাকার সময় দলের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব সামাল দিয়েছেন। তার নেতৃত্বে ট্রফির মুখ দেখেনি দিল্লি, তবে খেলোয়াড় হিসাবে তার পারফরমেন্সের গ্রাফ কখনও নামতে দেননি তিনি। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) ও লখনৌ সুপার জয়ন্টস দলকে গত তিন মৌসুম নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল (KL Rahul)। গত মৌসুমেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে রাহুলের অধিনায়কত্বে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন লখনৌ দল মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং মাঠের মধ্যেই দলের অধিনায়ক রাহুলকে সকলের সামনেই অপমান করেছিলেন।
পন্থকে হুঁশিয়ারি দিলেন গোয়েঙ্কা
যে কারণে এবারের আইপিএলে আর লখনৌ ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে চাননি কেএল রাহুল। একদিকে দিল্লির ঋষভ পন্থ (Rishabh Pant) লখনৌ দলে এসেছেন তো লখনৌয়ের কেএল রাহুল দিল্লিতে যোগদান করেছেন। যে কারণে সমাজ মাধ্যমে দুজনের একটি ফটো (মিম) বেশ ভাইরাল হয়েছে। ফটোটিতে পন্থের কাঁধে হাত রেখে রাহুল বলছেন, “কোম্পানি ভালো, পেমেন্ট ভালো তবে মালিকটা বিষাক্ত।” তবে ট্রোল সম্পর্কে সঞ্জীব গোয়েঙ্কাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, “না সেটা একদম ঠিক নয়, বস ভালোবাসবে, যত্ন নেবে আবার প্রয়োজনে বকাবকিও করবে।”
Sanjiv Goenka on Meme 😂😂❤️
"Pay acha hai but Tough boss hai"🎥 – Times Now#CricketTwitter #IPL #RishabhPant pic.twitter.com/Ez8blnT5LQ
— Riseup Pant (@riseup_pant17) November 26, 2024