SA vs NED: ডাচদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা'র 'অবাক' হারে উদ্বেলিত পাকিস্তান ফ্যানেরা, সমাজমাধ্যমে ট্রলের মুখে প্রোটিয়া'রা !! 1

SA vs NED: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের আগে পর্যন্ত তারা ছিলো গ্রুপ শীর্ষে। দারুণ ছন্দে ছিলেন বোলার’রা। রাইলি রুশো খেলেছিলেন ১০৯ রানের বিধ্বংসী ইনিংস। তারপরেও যে ছিটকে যাবে দক্ষিণ আফ্রিকা, কেউ কল্পনা’ও করতে পারে নি। কিন্ত অঘটনের বিশ্বকাপ। ২০২২ সালের বিশ্বকাপ’কে আর কোনো অভিধায় ভূষিত করার কথা ভাবা যাচ্ছে না। ক্রিকেটবোদ্ধাদের যাবতীয় হিসেবনিকেশ উলটে দিয়ে প্রবল প্রতিপক্ষ প্রোটিয়া’দের হারিয়ে বিশ্বকাপ থেকে ছুটি করে দিলো ডাচ’রা। অ্যাডিলেডে আজ লেখা হলো এক নতুন ক্রিকেট রূপকথা। গোলিয়াথের বিপক্ষে ডেভিডের জয়গাথা লেখা হলো আবার। নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা’র এই ‘অবাক’ হার শুধু প্রোটিয়াদের বিশ্বকাপ অভিযান শেষ করে দিলো না, বরং একই সাথে বাংলাদেশ এবং পাকিস্তান’কে দিলো লাইফলাইন। দিন শুরু’র সময় দুই দলের কেউই সম্ভবত সেমিফাইনালে যাওয়া নিয়ে আশাবাদী ছিলেন না, তবে নেদারল্যান্ডসের জয় বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ’কে বানিয়ে দিয়েছে সেমিফাইনালে প্রবেশের ভার্চুয়াল কোয়ালিফায়ার।

অঘটনের হারে পাক ভক্তদের ট্রলের মুখে প্রোটিয়া’রা-

Netherlands | image: Gettyimages
Netherlands scripts history and defeates South Africa in T20 World Cup 2022

‘ক্রিকেট ইজ আ গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনটি’ প্রবাদবাক্যটিকে আরও একবার সত্যি প্রমাণ করে দক্ষিণ আফ্রিকা’কে ১৩ রানে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নিলো নেদারল্যান্ডস। ব্যাটে বলে কলিন অ্যাকারমান, ব্রেন্ডন গ্লোভার’দের দুর্দান্ত প্রদর্শন নেটিজেনদের কুর্ণিশ আদায় করে নিয়েছে। সাথে সাথে অপেক্ষাকৃত ‘দুর্বল’ দলের বিপক্ষে লজ্জার হারের সামনে পড়ে ট্রল আর মিমের বন্যার মুখে দক্ষিণ আফ্রিকা। আজকে দক্ষিণ আফ্রিকা’র হার যে দ্বিতীয় সুযোগ পাকিস্তান’কে দিয়েছে তা দুই হাতে গ্রহণ করার চেষ্টা করবে বাবর, রিজওয়ান’রা। সাথে সাথে ট্যুইটারেও ভক্ত’রা মেতেছে নিজেদের মতামত ব্যক্ত করায়। বেশীর ভাগের তীর্যক উক্তি’র লক্ষ্য তেম্বা বাভুমা’র দল। অনেকেই মনে করিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা’র ‘চোকার্স’ তকমার কথা। দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *