IPL 2023: অবশেষে টনক নড়ল কেকেআর-এর, নতুন মরশুমের আগে দলে ফেরাল এই তারকাদের !! 1

কেকেআর সহ আইপিএলের বাকি দলগুলি বেশ ব্যস্ত। আসলে বিশ্বকাপের সমাপ্তির সাথে সাথে বিশ্বের সবথেকে বড় লীগ আইপিএলের নিলাম শুরু হয়ে যাবে। ডিসেম্বর মাসে হতে চলেছে আইপিএলের নিলাম, তবে তার আগে ১৫ই নভেম্বরের মধ্যে প্রত্যেকটি দলকে রিটেন লিস্ট জমা দিতে হবে, ১৫ই নভেম্বর থেকে নিলাম পর্যন্ত প্রত্যেকটি দল নিজেদের মধ্যে প্লেয়ার ট্রেড করতে পারবে। বিশ্বকাপ চলাকালীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর পক্ষ থেকে পাওয়া গেলো অন্য এক খবর, নাইট শিবিরে যোগ হচ্ছেন প্রাক্তন নাইট, তবে প্লেয়ার হিসাবে নয়, কোচিং স্টাফ (ফিল্ডিং কোচ) হিসাবে দলে যুক্ত হচ্ছেন  রিয়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)।

এমনকি কিছুমাস আগেই কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের হেড কোচ নিয়োগ করেছে, হেড কোচ হিসেবে রঞ্জি জয়ী কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে (Chandrakant Pandit) আগেই নিয়োগ করেছিল কেকেআর। এবার সাপোর্ট স্টাফে বড়সড় পরিবর্তন ঘোষণা করল কেকেআর টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার টুইটমাধ্যমে জানিয়ে দেওয়া হল প্রাক্তন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জেমস ফস্টার (James Foster), চন্দ্রকান্ত পন্ডিতের সহকারী কোচ হবেন। এর আগে ফস্টার টিমের সঙ্গে ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত ছিলেন।

নতুন কোচিং স্টাফ দলকে এগিয়ে নিয়ে যাবে

IPL 2023: অবশেষে টনক নড়ল কেকেআর-এর, নতুন মরশুমের আগে দলে ফেরাল এই তারকাদের !! 2

তবে তিনি এখন দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন, আর তার জায়গায় যুক্ত হবেন প্রাক্তন নাইট তারকা রিয়ান টেন দুশখাতে। মঙ্গলবার
প্রেস কনফারেন্স কেকেআর সিইও ভেঙ্কি মাইশোর জানিয়ে দেন, “চন্দ্রকান্ত পন্ডিতের সহকারী কোচ হিসেবে সাহায্য করবেন জেমস ফস্টার। নতুন ভূমিকায় ফস্টারকে আরও বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে। ঘরের ছেলে ঘরে ফিরছে, ফিল্ডিং কোচ হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাবেন তিনি, তিন বছর কেকেআরের হয়ে খেলেছেন তিনি, এইদুজনের অন্তরভক্তিতে দল আরও শক্তিশালী হবে।”

কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ

IPL 2023: অবশেষে টনক নড়ল কেকেআর-এর, নতুন মরশুমের আগে দলে ফেরাল এই তারকাদের !! 3

এছাড়া দলের সাথে যুক্ত আছেন সহকারী কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ ভরত অরুণ, সহকারী বোলিং কোচ ওমকার সালভি। রায়ান টেন দুশখাতে-এর আগে কেকেআরের হয়ে ২০১২, ২০১৪-য় খেতাব জিতেছেন। আমিরশাহি ক্রিকেট লিগে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির দলের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ২০২১ সালে ভালো শুরু করলেও ঠিকঠাক শেষ করতে ব্যর্থ হয়েছিল, দলের অধিনায়ক হিসেবে যুক্ত হয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের সপ্তম স্থানে শেষ করেছিল দল । নতুন কোচিং স্টাফের সাথে কলকাতার পারফরম্যান্স কেমন হয় তা দর্শনীয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *