'মোটা হয়ে যাব..' ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য রোহিত শর্মার আত্মত্যাগ মুগ্ধ করল ভক্তদের !! 1

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) এখনও ভারতীয় ক্রিকেটে সমানভাবে প্রাসঙ্গিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যাটিং দক্ষতা যেন আরও উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। দুজনে সাম্প্রতিক সময় টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ভক্তদের মন ভেঙেছেন। তবে ওডিআই ক্রিকেটে ভবিষ্যতে খেলা চালিয়ে যাবেন বলেই স্পষ্ট করেছেন তারা। ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027)। এই বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখতে মরিয়া রোহিত। এবার তার আত্মত্যাগের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

Read More: সিরিজ জয়ের পর মাঠের মধ্যে গম্ভীরকে পাত্তাই দিলেন না বিরাট কোহলি, ভিডিও ভাইরাল !!

দুরন্ত ফর্মে রোহিত শর্মা-

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে এই বছর আরও একটি আইসিসি ট্রফি জয় করে। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) সফরের আগে তাকে একদিনের ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। চাপের মধ্যে দাঁড়িয়ে অজিদের বিপক্ষে নিজেকে আবারও প্রমাণ করেন হিটম্যান। তিনি তৃতীয় ম্যাচে ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে রীতিমতো জ্বলে উঠেছিলেন। সিরিজে ৩ ম্যাচে ২০২ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষেও ওডিআই সিরিজে তার ব্যাটিং দলকে সাহায্য করে। রাঁচিতে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন এই তারকা। এরপর গতকাল বিশাখাপত্তনামে সিরিজের তৃতীয় ম্যাচে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। শনিবার তার ব্যাট থেকে ৭৩ বলে ৭৫ রানের ইনিংস আসে। হিটম্যানের ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৩ টি ছয়।

রোহিতের আত্মত্যাগ প্রকাশ্যে-

'মোটা হয়ে যাব..' ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য রোহিত শর্মার আত্মত্যাগ মুগ্ধ করল ভক্তদের !! 2
Rohit Sharma and Yashasvi Jaiswal | Image: Twitter

গতকাল যশস্বী জয়সওয়াল রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দুরন্ত শতরান করেন। এর ফলে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। সিরিজ নিজেদের দখলে করে ভারতীয় দল রীতিমতো উৎসবে মেতে ওঠে। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হ‌ওয়ার পর যশস্বীর কেক কাটার একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই তরুণ ব্যাটসম্যান কেক কেটে বিরাট কোহলিকে খাওয়াচ্ছেন।

রোহিতের দিকেও কেকের টুকরো এগিয়ে দেন। কিন্তু সঙ্গে সঙ্গে কেকে খাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন হিটম্যান। তিনি বলেন, “আমি আর আগের মতো মোটা হতে চাই না।” উল্লেখ্য ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য নিজেকে প্রস্তুত করছেন এই তারকা। তাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তিনি কয়েক মাসের মধ্যে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ফিটনেসের উন্নতি ঘটিয়েছেন। ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পাননি। কিন্তু আগামী বিশ্বকাপে এই স্বপ্ন বাস্তবায়ন করতে মরিয়া রোহিত।

Read Also: “ওস্তাদের মার..”,বিরাট-জয়সওয়ালের দুরন্ত ব্যাটিং’এ ভারতের সিরিজ জয়ে ভক্তদের বার্তা ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *