২০২৩ একদিনের বিশ্বকাপে (WC 2023) ভারতীয় দল ফাইনালে পৌঁছেও অস্ট্রেলিয়া বিপক্ষে হারের সম্মুখীন হয়। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি। ২০২৭ সালে পরবর্তী একদিনের বিশ্বকাপ (ODI WC 2027) অনুষ্ঠিত হবে। তার আগেই যোগ্যতা অর্জনকারীর দলগুলি ইতিমধ্যেই নিজেদের সম্পূর্ণরূপে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে মধ্যে দিয়ে নিজেদের ভুল ঠিক করে নিতে চাইছে ভারতের মতো শক্তিশালী দল। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এখন থেকেই ছক সাজাতে শুরু করেছেন। এর মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে ভারতীয় দল (IND vs BAN) কেমন হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: মাঠে ফিরছেন মহম্মদ শামি, ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের আগেই এলো বড় খবর !!
বাদ রোহিত শর্মা-

এই বছর আগস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের (IND vs BAN) তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে প্রতিবেশী দেশে রাজনৈতিক উত্তেজনা থাকায় এই সিরিজ স্থগিত হয়ে গেছে। আগামী বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সাথে ব্লু ব্রিগেডদের এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই এই সিরিজের জন্য দল কেমন হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল এই বছর চ্যাম্পিয়নস ট্রফিতে (CT 2025) জয়লাভ করেছে। বর্তমানে হিটম্যানের বয়স ৩৮ বছর। ২০২৭ একদিনের ক্রিকেট বিশ্বকাপে এই তারকা ব্যাটসম্যানের বয়স হবে ৪০ বছর। সেই সময় তিনি কতটা ফিট থেকে ব্লু ব্রিগেডদের অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে পারবেন তা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠছে। সম্প্রতি রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এরপর তিনি খুব তাড়াতাড়ি একদিনের ক্রিকেট থেকেও সরে দাঁড়াতে পারেন বলে জানা যাচ্ছে।
ফলে সূত্র অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা। তিনি ৫ ম্যাচে সংগ্রহ করেন ২৪৩ রান। এছাড়াও শ্রেয়স আইপিএলে (IPL 2025) গত বছর অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ট্রফি এনে দিয়েছিলেন। এই বছর আইপিএলে নেতৃত্ব দিয়ে শ্রেয়স (Shreyas Iyer) পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ফাইনালে নিয়ে যান। এর সঙ্গেই টাইগারদের বিপক্ষে ওডিআই সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভমান গিল (Shubman Gill)।
সুযোগ পাচ্ছেন প্রিয়াংশ আর্য-

এই বছর আইপিএলে (IPL 2025) পাঞ্জাব কিংসের হয়ে ওপেনার হিসেবে প্রিয়াংশ আর্য (Priyansh Arya) আলোচনায় উঠে এসেছিলেন। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৭ ম্যাচে মোট ৪৭৫ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টে তার ব্যাট থেকে একটি দুরন্ত শতরান আসে যা ক্রিকেট ভক্তদের মন জয় করে নেয়। ফলে বাংলাদেশের (IND vs BAN) বিপক্ষে ওডিআই সিরিজে ভারতীয় দলের ব্যাকআপ ওপেনার হিসেবে প্রিয়াংশ আর্যকে (Priyansh Arya) নেওয়া হবে বলে খবর সামনে আসছে। এছাড়াও ভারতীয় ওডিআই দলে এই সিরিজে রিয়ান পরাগ (Riyan Parag), অক্ষর প্যাটেল (Axar Patel) এবং ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) মতো তারকাদের দেখতে পাওয়া যাবে।
বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য দল-
শুভমান গিল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, ঈশান কিষাণ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আকাশ দীপ, মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং