গত এক-দেড় বছরে বড়সড় রদবদলের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় দল (Team India)। ২০২৪-এর জুনে টি-২০ থেকে সরে দাঁড়িয়েছিলেন সিনিয়ররা। এরপর বদল চোখে পড়েছে টেস্ট স্কোয়াডে। ডিসেম্বরে বিদায় নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। ২০২৫-এর মে মাসে মাত্র পাঁচ দিনের ব্যবধানে লাল বলের ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) মত মহাতারকা। এবার পালা ওয়ান ডে স্কোয়াডের। মার্চে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ‘মেন ইন ব্লু।’ তাদের পরবর্তী ফোকাস এখন ২০২৭-এর বিশ্বকাপ (ICC World Cup)। সেদিকে তাকিয়েই দল গড়তে বদ্ধপরিকর বিসিসিআই। তাই তরুণদের যত বেশী সম্ভব সুযোগ দেওয়ার নীতি নিচ্ছে তারা। এই সিদ্ধান্তে সায় রয়েছে কোচ গম্ভীররও। সূত্রের খবর কোপ পড়তে পারে রোহিত শর্মা (Rohit Sharma), মহম্মদ শামিদের উপর।
Read More: “সাহস হয় কি করে ?…” জার্সি বিতর্কে বৈভব সূর্যবংশী, সোশ্যাল মিডিয়ায় কোহলি অনুরাগীদের নিশানায় কিশোর তারকা !!
রোহিতকে সরিয়ে নেতৃত্বে শুভমান-

গত ৭ মে টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইন্সটাগ্রাম স্টোরিতে টেস্ট দলের টুপিটির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “সবাইকে জানা চাই যে আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সি গায়ে মাঠে নামা আমার জন্য সর্বোচ্চ সম্মানের। এতদিন ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ।” পাশাপাশি তিনি যে ভারতের (Team India) হয়ে ওয়ান ডে খেলতে চান তাও স্পষ্ট করে দিয়েছিলেন ঐ পোস্টে। আগামী বিশ্বকাপকেই যে ফোকাসে রাখছেন তিনি, স্পষ্ট ছিলো তাও। কিন্তু ইতিমধ্যেই ৩৮ পেরিয়েছেন রোহিত। বিশ্বকাপের সময় তাঁর বয়স ছোঁবে ৪০। তিনি সেই সময় আদৌ নিজের ফিটনেস ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে দ্বিধায় বিসিসিআই। ফলে আগেই নেতৃত্ব থেকে হিটম্যানকে সরিয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে ভাবনাচিন্তা। কিছুদিনের মধ্যেই ‘পিঙ্ক স্লিপ’ ধরানো হতে পারে জোড়া আইসিসি ট্রফিজয়ী অধিনায়কের হাতে।
রোহিত সরে দাঁড়ানোর পর ভারতীয় টেস্ট দলের (Team India) অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ওয়ান ডে’তেও নেতা হিসেবে তাঁকেই ‘গ্রুম’ করতে চাইছে বিসিসিআই। আগামী অগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলার কথা ছিলো টিম ইন্ডিয়ার (Team India)। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সেখানেই নেতৃত্বে হাতেখড়ি হতে পারত ফাজিলকার তরুণের। কিন্তু সেই সফর ভেস্তে গিয়েছে। শ্রীলঙ্কার সাথে বিকল্প সিরিজের আলোচনা চলছে ঠিকই। কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেয় নি বোর্ড। যদি তা না হয় সেক্ষেত্রে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে’র ময়দানে ফিরবে ‘মেন ইন ব্লু।’ সব কিছু পরিকল্পনামাফিক এগোলে সেখানেই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে শুভমানকে। নেতৃত্ব হারানোর পর রোহিত আর ওয়ান ডে কেরিয়ারকে দীর্ঘায়িত করতে চাইবেন কিনা তা নিয়েও রয়েছেন সংশয়। হয়ত অবসরের পথেই হাঁটবেন তিনি।
শুভমান গিলের ওয়ান ডে পরিসংখ্যান-

ওয়ান ডে’তে শুভমান গিলের পরিসংখ্যান অসামান্য। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিলটনে অভিষেক হয়েছিলো তাঁর। এখনও অবধি খেলেছেন ৫৫টি ম্যাচ। ৫৯.০৪ গড়ে করেছেন ২৭৭৫ রান। ৮টি শতক ও ১৫টি অর্ধশতরান রয়েছে ২৫ বর্ষীয় তারকার ঝুলিতে। ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন দ্বিশতক’ও। ওয়ান ডে ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের মাইলস্টোন স্পর্শ করার রেকর্ড রয়েছে তাঁর। ইতিমধ্যেই আইসিসি’র ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছানোর নজিরও গড়ে ফেলেছেন তিনি। দেশের (Team India) জার্সিতে জিতেছেন এশিয়া কাপ। ২০২৩-এর টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি। ঐ বছর ওয়ান ডে বিশ্বকাপে হয়েছেন রানার্স-আপ। ২০২৭-এ তাঁর হাত ধরেই বাকি পথটুকুও পেরোবে ‘মেন ইন ব্লু’, এখন থেকেই স্বপ্ন দেখা শুরু করেছেন অনুরাগীরা।