rohit-and-rishabh-star-in-world-cup-ad

World Cup 2023: এগিয়ে আসছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-এর পর এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে। আগের তিনটি সংস্করণের চেয়ে এবারের বিশ্বকাপ অবশ্য খানিক আলাদা। এই প্রথম সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ভারত। দেশের দশ শহরে ৪৬দিন ধরে আয়োজিত হবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ। যেহেতু দেশের মাটিতে বিশ্বকাপ সেহেতু স্বাভাবিক কারণেই উন্মাদনা অনেকটা বেশী টিম ইন্ডিয়াকে (Team India) নিয়ে। বারো বছর আগে ওয়াংখেড়েতে ট্রফি জিতেছিলো মহেন্দ্র সিং ধোনির দল। এবার রোহিত শর্মার ভারত কি সেই সাফল্য স্পর্শ করতে পারবে? উত্তরের অপেক্ষায় জনতা। ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান, এখন থেকেই প্রার্থনায় গোটা দেশ।

দশ বছর আইসিসি আয়োজিত ট্রফির দেখা নেই, বারো বছর আগে এসেছিলো শেষ বিশ্বকাপ জয়। এবার যাতে তীরে এসে তরী না ডোবে তা নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছেন ভারতের ক্রিকেট তারকারা। চলছে নিবিড় অনুশীলন। সাম্প্রতিক অতীতে ভারত এশিয়া কাপ জিতেছে, দেশের মাঠে হারিয়েছে অস্ট্রেলিয়াকেও। ঘরের মাঠে অন্যতম ‘ফেভারিট’ হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি’রা (Virat Kohli)। ‘মেন ইন ব্লু’ শিবিরে এই ফিল গুড পরিবেশের মাঝেও একমাত্র ঋষভ পন্থের (Rishabh Pant) না থাকাই বিঁধছে কাঁটার মত। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ক্রিকেট থেকে দূরে রয়েছেন ঋষভ। খেলতে পারবেন না বিশ্বকাপ (ICC World Cup 2023)। তরুণ উইকেটরক্ষকদের অনুরাগীদের কথা ভেবে এগিয়ে এলো ভারতীয় দলের স্পন্সর ড্রিম ইলেভেন। এক বিজ্ঞাপনে ভারত অধিনায়কের বিপরীতে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা গেলো ঋষভকে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

দ্রুত সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্থ-

Rishabh Pant | ICC World Cup 2023 | Image: Twitter
Rishabh Pant | Image: Twitter

গত বছরের ৩০ ডিসেম্বরের সকালটা কাঁপিয়ে দিয়েছিলো বিশ্বের ক্রিকেটপ্রেমী জনতাকে। ভোররাতে গাড়ি চালিয়ে ফেরার সময় রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গিয়েছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়িটি। তাতে আগুন লেগে যায় তৎক্ষনাত। কোনোক্রমে সামনের কাঁচ ভেঙে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি। প্রাণে বাঁচলেও গুরুতর আঘাত লেগেছিলো মুখে, পিঠে, হাঁটুতে। দেহরাদুনে প্রাথমিক চিকিৎসা শুরু হয় তাঁর। তারপর ভারতীয় বোর্ডের তত্ত্বাবধানে তাঁকে উড়িয়ে আনা হয় মুম্বইয়ে। সেখানেই হয় হাঁটুর অস্ত্রোপচার। বেশ কয়েকমাস ক্রাচের সাহায্য ছাড়া চলাফেরাই করতে পারেন নি তিনি। অনেকটা কঠিন সময় কাটানোর পর অবশেষে ফের নিজের পায়ে দাঁড়াতে পারেন তিনি।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) অধীনে শুরু হয় ঋষভের রিহ্যাব। মাঝেমধ্যে ইন্সটাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও বা ছবি পোস্ট করে নিজের ফিটনেস তথ্য অনুরাগীদের সাথে ভাগ করে নিতে থাকেন ঋষভ (Rishabh Pant)। ক্রাচ ত্যাগ করার মাসখানের মধ্যেই তাঁকে দেখা যায় জিমে গা ঘামাতে। অনেকেই আশা করেছিলেন বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে ফিট হয়ে যাবেন ঋষভ। কিন্তু তা আর হয় নি। চিকিৎসকেরা তাঁকে ভারতের হয়ে মাঠে নামার ছাড়পত্র দেন নি। তবে পন্থের (Rishabh Pant) রিহ্যাব যে সঠিক পথে এগোচ্ছে তা স্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে খবর আগামী বছরের গোড়ার দিকে ফের মাঠে দেখা যাবে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে।

বিজ্ঞাপনী চমক Dream 11-এর, একসাথে রোহিত-ঋষভ-

Rohit Sharma and Rishabh Pant | ICC World Cup 2023 | Image: Twitter
Rohit Sharma and Rishabh Pant | Image: Twitter

মাঠে নামতে না পারুন, ঋষভ পন্থের (Rishabh Pant) মন পড়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের শিবিরেই। তিনি দলে না থাকলেও তাঁর সতীর্থরা যাতে বিশ্বজয়ের গর্বে দেশকে গর্বিত করতে পারেন তা নিশ্চিত করতে তিনি যে কোনো কসুর রাখবেন না তা উঠে এসেছে ড্রিম ইলেভেন বিজ্ঞাপনে। ফ্যান্টাসি গেমিং সংস্থা ড্রিম ইলেভেন মাসখানেক আগে জার্সির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ভারতীয় দলের সাথে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তাদের লোগো আঁকা জার্সি গায়ে মাঠে নামছেন ক্রিকেটাররা। দিনকয়েক আগেই বড় অঙ্কের করফাঁকির অভিযোগ উঠেছিলো তাদের বিরুদ্ধে। কিন্তু বিশ্বকাপের মরসুমে সেই অভিযোগ যে ড্রিম ইলেভেনকে দমিয়ে দেয় নি তা এই নতুন বিজ্ঞাপন থেকেই পরিষ্কার। সংস্থার দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা (Rohit Sharma) ও ঋষভ পন্থ রয়েছেন এই বিজ্ঞাপনে।

দেখা যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে ঘুমে আচ্ছন্ন রোহিত শর্মা (Rohit Sharma)। ঘড়ির কাঁটায় ভোর তিনটে বাজার সঙ্গে সঙ্গে ব্যান্ডপার্টি সমেত রোহিতের ঘুম ভাঙাতে হাজির ঋষভ পন্থ। তাঁর পরনে ভারতের নতুন জার্সি। বহু বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজে চমকে জেগে ওঠেন হিটম্যান।  তরুণ উইকেটরক্ষক জানান বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রস্তুতিতে যেতে হবে অধিনায়ককে। উত্তরে রোহিত বলেন তিনি ভোর চারটের সময় অ্যালার্ম দিয়েছিলেন। এরপরই ঋষভের সহাস্য মন্তব্য, “বিশ্বকাপ বলে কথা, খানিক অতিরিক্ত তো দিতেই হবে।” মজার এই বিজ্ঞাপনটি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ক্যাপশনে লিখেছেন, “বিশ্বকাপ বলে কথা, জেতার জন্য সবকিছু করতে রাজী। তবে ঋষভ, আগামীবার ব্যান্ড আমি বাজাবো।” এই বিজ্ঞাপনের মাধ্যমেই রোহিত কি জানালেন আগামী বিশ্বকাপে খেলছেন না তিনি? জল্পনা ক্রিকেটমহলে।

দেখে নিন বিজ্ঞাপনটি-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *