আজহারউদ্দিনের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনায় রহস্য, খোয়া গেল একাধিক মূল্যবান জিনিস !! 1

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে অংশগ্রহণ করছে। রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর শুভমান গিল (Shubman Gill) এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বর্তমানে আধুনিক টেস্ট ক্রিকেটকে নতুন গতি দিয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) বাড়িতে বড়োসড়ো চুরির ঘটনা সামনে এলো। যা নিয়ে বর্তমানে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read More: গম্ভীরের অপছন্দের তালিকায় এই ক্রিকেটার, ফর্মে থাকা সত্ত্বেও পাচ্ছেন না সুযোগ !!

আজহারউদ্দিনের বাড়িতে চুরি-

আজহারউদ্দিনের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনায় রহস্য, খোয়া গেল একাধিক মূল্যবান জিনিস !! 2
Mohammad Azharuddin | Images: Getty Images

মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ভারত তথা বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান। তিনি অধিনায়ক হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছেন। এবার এই কিংবদন্তি ক্রিকেটারের বাড়িতে চুরির খবর সামনে এসেছে। পুনের লোনাভালায় মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) একটি বিলাসবহুল বাংলো বাড়ি রয়েছে‌। সেখানেই চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

লোনাভালার পুলিশ সূত্রে জানা গেছে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা বাংলোর পাঁচিলের তার কেটে ভিতরে প্রবেশ করে। তারপর জানলার শিক কেটে ঘরের মধ্যে ঢোকে। এখনও পর্যন্ত জানা খবর অনুযায়ী আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) বাংলো থেকে ৫০,০০০ টাকা নগত এবং ৭০০০ টাকার একটি টিভি চুরি গেছে বলে খবর পাওয়া গেছে। সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। কিন্তু এই চুরির ঘটনা ঠিক কোন তারিখে ঘটেছে তা এখনও জানা যায়নি। এই বাড়িতে থাকতেন আজহারউদ্দিনের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani)। কিন্তু তিনি ৭ মার্চ থেকে ১৮ জুলাই লোনাভালায় ছিলেন না। ফলে এই সময় চুরির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

আজহারউদ্দিনের বৈবাহিক জীবন-

আজহারউদ্দিনের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনায় রহস্য, খোয়া গেল একাধিক মূল্যবান জিনিস !! 3
Mohammad Azharuddin and Sangeeta Bijlani | Images: Instagram

১৯৮৭ সালে মাত্র ১৬ বছর বয়সে হায়দ্রাবাদে নাওরীনকে বিয়ে করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। তাদের দুই পুত্র সন্তান‌ও হয়। এরপর এই তারকা ক্রিকেটার ১৯৯৬ সালে বলিউড নায়িকা সঙ্গীতা বিজলানির (Sangeeta Bijlani) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। নাওরীনের সঙ্গে বিচ্ছেদ হ‌ওয়ার‌ পর আজহারউদ্দিন (Mohammad Azharuddin) সঙ্গীতা বিজলানিকে বিবাহ করেন। এই সম্পর্ক‌ও দীর্ঘদিন স্থায়ী হয়নি ক্রিকেটারের জীবনে।

২০১০ সালে সঙ্গীতা বিজলানির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তার। এরপর সূত্র অনুযায়ী ২০১৩ সালে আজহারউদ্দিন (Mohammad Azharuddin) দীর্ঘদিনের বান্ধবী শ্যানন মেরিকে বিবাহ করেছেন। তবে এই বিষয়ে খুব বেশি কিছু প্রকাশ্যে আসেনি। অন্যদিকে ক্রিকেট জীবনে অসংখ্যবার বিতর্কের মধ্যে জড়িয়েছেন এই তারকা ব্যাটসম্যান। ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছিল আজহারউদ্দিনের বিরুদ্ধে। তবে পরবর্তী সময় বিচার প্রক্রিয়ায় মধ্যে দিয়ে তিনি সমস্ত অভিযোগ থেকে মুক্তি পান।

Read Also: “সাহস হয় কি করে ?…” জার্সি বিতর্কে বৈভব সূর্যবংশী, সোশ্যাল মিডিয়ায় কোহলি অনুরাগীদের নিশানায় কিশোর তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *