IPL 2023: বৃষ্টির অশনি সঙ্কেত IPL ফাইনালে, বিজয়ী বাছার প্রক্রিয়ায় রদবদল করলো BCCI !! 1

IPL 2023: মরসুমের প্রথম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস, তখনও বৃষ্টির চোখরাঙানির সামনে পড়তে হয়েছিলো। তবে সেদিন সময়ে শুরু করা গিয়েছিলো ম্যাচ। আজ দুই মাস ব্যপী ব্যাট-বলের যুদ্ধের শেষে ফাইনালে ফের মুখোমুখি দুই দল। খেতাবী লড়াই শুরুর আগেও বৃষ্টির বাধার মুখে ক্রিকেট। খেলা শুরুর কিছুক্ষণ আগে থেকেই আকশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে আহমেদাবাদে। সন্ধ্যে ৭টার সময় হওয়ার কথা ছিলো টস। এবং খেলা শুরু হওয়ার কথা ছিলো সাড়ে সাতটা থেকে। নির্ধারিত সময়ের পর প্রায় এক ঘন্টা কেটে গেলেও বৃষ্টির বিরাম নেই। ১ লাখ ৩২ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ। রোমাঞ্চকর ক্রিকেট দেখার আশা নিয়ে মাঠে ভীড় জমিয়েছিলেন ক্রীড়া অনুরাগীরা। কিন্তু আপাতত বরুণদেবের রোষানলে পড়ে স্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেটই।

বড় টুর্নামেন্টের ফাইনাল বা নক-আউট ম্যাচগুলির ক্ষেত্রে সাধারণত রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন রাখার পথে হাঁটেন উদ্যোক্তারা। বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মত প্রতিযোগিতায় দেখা যায় রিজার্ভ ডে। কিন্তু গতকাল অবধি আইপিএল আয়োজকদের তরফে যে নিয়মের কথা জানানো হয়েছিলো তাতে রিজার্ভ ডে বা অতিরিক্ত দিনের কোনো উল্লেখ ছিলো না। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো যে কোনো কারণে একটি বল’ও যদি খেলা না যায় তাহলে যে দল লীগ তালিকায় অধিক পয়েন্ট নিয়ে শেষ করেছে  তাদের হাতেই উঠবে সেরার শিরোপা। ২০২৩-এর আইপিএলে ১৪ ম্যাচে গুজরাতের পয়েন্ট সংখ্যা ছিলো ২০। এবং সমসংখ্যক ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংসের সংগ্রহে ছিলো ১৭ পয়েন্ট। সেক্ষেত্রে ম্যাচে একটি বলও খেলা না হলে খেতাব যেত গুজরাতের ঘরেই। কিন্তু শেষ মুহূর্তে নিয়মে বদল করেছে আয়োজন সংস্থা বিসিসিআই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ফাইনাল হতে পারে সোমবার, বদলালো নিয়ম-

narendra modi stadium | IPL 2023 | image: twitter
Rain has caused a delay to the toss and the start of the play ahead of the IPL 2023 final

আজ আহমেদাবাদের আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। খেলা আদোউ হবে কিনা সেই চিন্তায় হতাশ অনেকেই। এই ম্যাচ খেলেই আইপিএল থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির শেষ ম্যাচও বৃষ্টিতে পণ্ড হওয়ার পথে ছিলো। আইপিএলের বিদায়টাও বৃষ্টিতেই ভেসে যাক এমনটাই চাইছিলেন না কেউই। হতাশ সমর্থকদের খানিক আশার বাণী শোনালো ভারতীয় বোর্ড। ফাইনালের জন্য যোগ করা হলো রিজার্ভ ডে। আজকে বৃষ্টির রোষ যদি না কমে সেক্ষেত্রে বিজয়ী নির্ণয়ের শর্তগুলি রইলো এখানে-

  • খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা ৭:৩০-এ। যদি বৃষ্টির কোপে পড়তে হয় তাহলে শুরু করতে দেরী হতে পারে ম্যাচ। আইপিএলের প্লে-অফের ক্ষেত্রে রাত ৯:৩৫ অবধি অপেক্ষা করবেন আম্পায়াররা। কোনো ওভার কাটা যাবে না ম্যাচের। অর্থাৎ রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে সম্পূর্ণ ৪০ ওভারের ম্যাচ হওয়া সম্ভব। দুই ইনিংসের মাঝে ১০ মিনিটের বিরতি থাকবে। থাকবে স্ট্র্যাটেজিক টাইম আউটও।
  • রাত ৯টা ৩৫ বাজার পরেও যদি খেলা শুরু করা না যায় তখন ওভার কমতে শুরু করবে ম্যাচ থেকে। দুই পক্ষই পাঁচ ওভারের ম্যাচ খেলতে পারে ফলাফল নির্ধারণের জন্য। তবে সেক্ষেত্রে রাত ১২টা ০৬ মিনিটের আগে ম্যাচ শুরু করতে হবে। সেক্ষেত্রেও দুই ইনিংসের মাঝে ১০ মিনিটের বিরতি দেওয়া হবে। কোনো স্ট্র্যাটেজিক টাইম আউট অবশ্য দেখা যাবে না। রাত ১২টা ৫০ মিনিটের মধ্যে শেষ করতে হবে ম্যাচ।
  • যদি পাঁচ ওভারের ম্যাচও আজ আয়োজন করা সম্ভব না হয় তাহলে আগামীকাল অর্থাৎ সোমবার পুরো খেলাটিই আয়োজন করার ব্যবস্থা রাখছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *