এই মুহুর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রতিভাবান পেসার হিসেবে নিজের পরিচিতি গড়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার কাইল জেমিসন। ছয় ফুট আট ইঞ্চির এই পেসার ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন এবং সকলের নজর কেড়েছিলেন। আশা করা হয়েছিল, এবারের আইপিএল নিলামে বেশ ভালো দাম পাবে কাইল জেমিসন। কিন্তু এত বেশি দাম পেয়ে যাবেন, এমনটা আশা করেননি কেউই।
শুরু থেকেই নিউজিল্যান্ডের এই পেসারকে টার্গেট করছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু মাঝে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস এসে বেশ ভালোই দর বাড়াচ্ছিল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের বিড ছাড়েননি। শেষ অবধি ১৫ কোটি টাকায় জেমিসনকে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২৬ বছরের এই পেসার আন্তর্জাতিক ক্ষেত্রে একেবারেই নতুন নাম। কিন্তু স্বল্পদিনেই নিজের নাম তৈরি করেছেন জেমিসন। নিউজিল্যান্ডের হয়ে কেবল চারটি টি২০ আন্তর্জাতিক খেলেছেন জেমিসন। যদিও ঘরোয়া টুর্নামেন্টে বেশ সাবলীল পারফর্মেন্স রয়েছে জেমিসনের। ৩৮ ম্যাচে ৫৪ উইকেট নিয়েছেন তিনি, যেখানে গড় ৮ এর সামান্য নীচে। আর এবার আইপিএল এ নিজের অভিষেক করবেন জেমিসন।