"ও খুবই সেক্সি", উর্বশী রাউতেলার প্রশংসায় মজলেন জাদেজা, দিলেন এই বয়ান !! 1

বেশ জমে উঠেছে বিশ্বের সেরা লীগ, দলগুলির জয়ের নেশা এই টুর্নামেন্টকে আরও গুরুত্ব প্রদান করছে। গতবছর তালিকায় শেষে থাকা চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স এবছর বেশ ফর্ম দেখাচ্ছে। তবে এবছর এখনো পর্যন্ত খাতা খুলতে ব্যার্থ হয়েছে দিল্লি ক্যাপিটালস। তার কারন হলো তাদের দলের মূল অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) অনুপস্থিতি। ঋষভ ভারতীয় দলের অন্যতম এক সফল ক্রিকেটার, পাশাপশি দিল্লি দলের হয়ে অসাধারণ প্রদর্শন ও অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল ঋষভ কে।

২০২২ সালের ৩০ ডিসেম্বর তিনি গভীর রাতে দিল্লি থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা হন। গাড়িটি একাই ড্রাইভ করছিলেন তিনি, তবে গাড়ি চালাতে চালাতে তার চোখ লেগে আসে, যখন তার ঘুম ভাঙে তখন তার গাড়িটি ডিভাইডারে ধাক্কা দেয়, সাথে সাথেই তার গাড়িতে আগুন লেগে যায়, হাসপাতালে ভর্তি করার পর জানা যায় লিগামেন্ট ছিড়ে গিয়ে পন্থের। পন্থের অনুপস্থিতি যে কত বড় একটি ক্ষতি তা জানা গিয়েছে এই সিজিনে। এরপর থেকে ক্রিকেটকে কিছু সময়ের জন্য আলবিদা ও জানাতে হয়েছে পন্থকে। তবে তাকে দিল্লি শিবিরে দেখাও যাচ্ছে। তবে পন্থ আবার উঠে এসেছেন চর্চায়, উর্ভশীকে নিয়ে, সাথে নাম জড়িয়েছে জাদেজার ও।

পন্থের পর উর্ভশীর সাথে নাম জড়ালো জাদেজার

Pant and Jadeja
Rishabh Pant & Ravindra Jadeja

তবে পন্থের সাথে প্রায় প্রায় নাম জড়িয়ে থাকে বলিউড ডিভা, উর্বশী রাউতেলার। বিগত ২ বছর ধরেই দুজনের নাম জড়িয়েছে খবরের শিরোনামে। তবে সম্প্রতি উর্বশীর সৌন্দর্যে মুগ্ধদের তালিকায় যোগ দিয়েছেন আরেক ক্রিকেটার। তিনি হলেন চেন্নাই সুপার কিংস তথা বর্তমানে টিম ইন্ডিয়ার সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), একটি নিউজ পোর্টালের সাথে একটি সাক্ষাত্কারের সময়, জাদেজা এই অভিনেত্রীর প্রতি জাদেজার মন ব্যাকুল হয়ে আছে তা জানিয়েছেন।

জাদেজার পছন্দের অভিনেত্রী হলেন উর্ভশী

Urvashi
Urvashi Rautela

সাক্ষাৎকারের করা, ‘বলিউডের কোন অভিনেত্রীকে তিনি সেক্সি মনে করেন’ জানতে চাইলে জাদেজা সঙ্গে সঙ্গে উর্বশী রাউতেলার নাম উল্লেখ করেন। এই বক্তব্য ক্রিকেটারদের মধ্যে উর্বশীর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। আসলে, ক্রিকেটের সঙ্গে উর্বশী একটু বেশি জড়িয়ে থাকেন। ভারতকে সাপোর্ট করতে পৌঁছে যান নানা স্থানে। দুবাই থেকে শুরু করে মেলবোর্ন সব জায়গায় দেখা যায় তাকে। বলিউডের পাশাপশি বেশ চর্চায় থাকেন উর্বশী এই ক্রিকেটেও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *