পার্থ-এ ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম টেস্ট ম্যাচটিতে মাঠে নামেন নি রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁকে একাদশের বাইরে রেখে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিয়েছিলো টিম ইন্ডিয়া। তামিলনাড়ুর তরুণ তুর্কি আহামরি পারফর্ম্যান্স করতে না পারায় অ্যাডিলেডে ফেরানো হয় অশ্বিনকে (Ravichandran Ashwin)। গোলাপি বলের ম্যাচে অভিজ্ঞ তারকার থেকে অনেক প্রত্যাশা ছিলো দলের। কিন্তু তা পূরণ করতে পারেন নি তিনি। পেয়েছেন মাত্র ১ উইকেট। ব্যাট হাতে প্রথম ইনিংসে ২২ করলেও দ্বিতীয় ইনিংসে ফিরেছেন মাত্র ৭ করেই। এরপর তাঁকে আর দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা ভাবে নি টিম ম্যানেজমেন্ট। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। বদলে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ফেরানো হয়েছে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। আজ বাদ পড়ার পর প্রশ্ন উঠে গিয়েছে অশ্বিনের কেরিয়ারের মেয়াদ নিয়েই।
Read More: IND vs AUS 3rd Test: বৃষ্টি কপাল পোড়ালো ভারতের, ব্রিসবেনে চাপের মুখে রোহিত শর্মা’র দল !!
টেস্ট অধ্যায়ে ইতি টানছেন অশ্বিন ?
২০১১ সাল থেকে দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। ১০০ টেস্টের মাইলস্টোন পেরিয়েছেন আগেই। বর্তমানে ১০৬ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ৫৩৭। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক তিনি। এক দশক পেরোনো কেরিয়ারে বহু সাফল্য দেশকে এনে দিয়েছেন অশ্বিন (Ravichandran Ashwin)। ৩৭ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব’ও অর্জন করেছেন তিনি। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা যে বয়স থাবা বসিয়েছে তাঁর পারফর্ম্যান্সে। ৩৮ বর্ষীয় তারকা দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) চেনা ছন্দে নিজেকে মেলে ধরতে পারেন নি। তিনটি টেস্ট মিলিয়ে পেয়েছিলেন মাত্র ৯টি উইকেট। অস্ট্রেলিয়াতেও সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না তিনি। ফলে অনেকেই মনে করছেন যে আন্তর্জাতিক ক্রিকেটে এবার দাঁড়ি টানার সময় এসে গিয়েছে তাঁর।
ভারতীয় দলের হয়ে ওডিআই বা টি-২০ খেলেন না রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। কেবল টেস্ট স্কোয়াডেই নিয়মিত তিনি। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার যে দ্রুত ফুরিয়ে আসছে তার আভাস পাওয়া যাচ্ছে লাল বলের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার আসন্ন ক্রীড়াসূচির দিকে তাকালেই। চলতি বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) পর দীর্ঘ সময় কোনো টেস্ট ম্যাচ খেলছে না দল। পরবর্তী বছরের মাঝামাঝি সময় রয়েছে ইংল্যান্ড সিরিজ। কিন্তু সেটাও বিদেশের মাটিতে। গতি ও স্যুইং সমৃদ্ধ পিচে অশ্বিনের (Ravichandran Ashwin) সামনে যে সুযোগ আসবেই তার কোনো নিশ্চয়তা নেই। দেশের মাটিতে এরপর ভারত খেলবে সেই ২০২৫-এর অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তখন অশ্বিনের বয়স দাঁড়াবে ৩৯। অহেতুক কেরিয়ারকে এতদিন টেনে নিয়ে যাবেন তিনি? সংশয়ে ক্রিকেটমহল। অনেকেই মনে করছেন যে ভারতীয় জার্সি তুলে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মন দেবেন তিনি।
গাব্বাতে প্রথম দিন ভেস্তে গেলো ম্যাচ-
বহু প্রতীক্ষিত গাব্বা টেস্টের প্রথম ম্যাচে কার্যত খেলাই হলো না। টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই বাধা হয়ে দেখা দেয় বৃষ্টি। তারপর পুনরায় ব্যাট-বলের দ্বৈরথ শুরু হলেও তা দীর্ঘস্থায়ী হতে পারে নি। ১৩.২ ওভারেই ফের স্থগিত রাখতে হয় ম্যাচ। নির্দিষ্ট সময়ের অনেক আগে লাঞ্চ ও টি-র বিরতির কথা ঘোষণা করেছিলেন আম্পায়াররা। আশা ছিলো যে শেষ সেশনকে দীর্ঘায়িত করে যদি খেলা এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু শেষরক্ষা আর হয় নি। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে বিনা উইকেটে ২৮ রান। ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা (Usman Khawaja) ও নাথান ম্যাকস্যুইনি (Nathan McSweeney)। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ম্যাচের বাকি চার দিন ৯০-এর পরিবর্তে ৯৮ ওভার করে খেলা হবে বলে জানা গিয়েছে।