“আপনার দৌড় ঐ অব্দিই…” PCB থেকে ছাঁটাই হয়ে রামিজ রাজা ফিরলেন ইউটিউবে ! মস্করায় ভরে উঠলো সমাজমাধ্যম !! 1

পাকিস্তান ক্রিকেট নাকি দুর্নীতির আখড়া। ক্লাব ক্রিকেটকে শেষ করেছেন বোর্ডের মাথারা। তিনি দায়িত্বে এলে ঘুঘুর বাসা ভেঙে নতুন জোয়ার আনবেন বাইশ গজে। এমন প্রতিশ্রুতি দিয়েই ২০২১ সালে PCB সভাপতির দায়িত্বে আসেন রামিজ রাজা (Ramiz Raja)। ক্ষমতা পেয়ে তিনি অবশ্য ক্রিকেটের মানোন্নয়নের জন্য বিশেষ কিছু করেন নি। বরং বারবার বেফাঁস মন্তব্য করে অস্বস্তি বাড়িয়েছেন বোর্ডের। বারবার অহেতুক বাকযুদ্ধে জড়িয়েছেন ভারতের সঙ্গে। লাইভ টিভিতে অশ্লীল আক্রমণ করেছেন অনেককে। ইংল্যান্ড সিরিজের পর আর ধৈর্য্য রাখতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনিতেই রাওয়ালপিন্ডিতে হাইওয়ে সদৃশ ক্রিকেট পিচ বানিয়ে তোপের মুখে ছিলেন রাজা (Ramiz Raja)। পাকিস্তান হোয়াইট ওয়াশ হতেই দেরী না করে তাঁকে ছেঁটেই ফেললো বোর্ড। কিছুদিন আগেই শোনা যাচ্ছিলো পাক প্রধানমন্ত্রীর কাছে রাজাকে সরাতে দরবার করেছিলেন নাজম শেঠি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অত্যন্ত ঘনিষ্ঠ নাজম শেঠিই (Najam Sethi) বসলেন রামিজের শূন্য চেয়ারে। এর আগেও পাক বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৮ সালে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর সরে গিয়েছিলেন তিনি। এখন আবার ফিরলেন দায়িত্বে।

আবার ইউটিউবেই রামিজ রাজা, হাসি থামছে না নেটিজেনদের-

Ramiz Raja | image: twitter
Ramiz Raja returns to youtube after gettng sacked by PCB.

পাকিস্তানের ক্রিকেট দলের পারফর্ম্যান্স তাঁর আমলে নেমেছিলো তলানীতে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হার দিয়ে শুরু হয়েছিলো ব্যর্থতার কিসসা। তারপর টি-২০ বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিলো। প্রতিযোগিতায় পাকিস্তানকে হারিয়েছিলো জিম্বাবুয়েও। আবার ঘরের মাঠে ইংল্যন্ডের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। বাধ্য হয়েই সরতে হয়েছে রামিজ রাজাকে (Ramiz Raja)। তবে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান পদ হারিয়েও দমছেন না তিনি। মতামত জানানোর জন্য ফের একবার ইউটিউব চ্যানেলে ফিরেছেন তিনি। চেয়ারম্যান হওয়ার আগে মাঝেমধ্যেই নিজের ইউটিউব চ্যানেলে বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়াতেন তিনি। বিশেষ করে পাকিস্তান ক্রিকেটকে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় তা নিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখতেন তিনি। এবার দায়িত্ব পেয়ে ব্যর্থ হওয়ার পর আর তাঁর মতামত কে শুনবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ভারতীয় সমর্থকরা তো বটেই এমনকি পাকিস্তানের অন্দর থেকেই হাসিঠাট্টায় মেতেছেন ক্রিকেটভক্তরা। রাজার (Ramiz Raja) ঐ ক্যামেরার সামনে বক্তব্য রাখা অব্দিই দৌড়। কিছু কাজের কাজ তাঁর দ্বারা হবে না বলেই জানিয়েছেন তাঁরা। দেখে নিন সম্পূর্ণ ট্যুইটারচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *