“ঘরের মাঠে ভারতকে হারানো…” ‘টিম ইন্ডিয়া’ সম্পর্কে মন্তব্য করে আরও একবার খবরের শিরোনামে রামিজ রাজা !! 1

শ্রীলঙ্কার পর এবার নিউজিল্যান্ড। নয়া বছরে আরও একটা একদিনের সিরিজ জিতে নিলো ‘টিম ইন্ডিয়া।’ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিমধ্যে ২-০ ফলে এগিয়ে রয়েছে ভারত। হায়দ্রাবাদে ১২ রানের কষ্টার্জিত জয়ের পর গতকাল রায়পুরে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে ‘মেন ইন ব্লু।’ টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বোলারদের দাপটে মাত্র ১০৮ রানে শেষ হয়ে যায় কিউই ইনিংস। জবাবে মাত্র ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ‘টিম ইন্ডিয়া।’ চলতি বছরেই রয়েছে একদিনের বিশ্বকাপ, তার আগে টানা দুটি একদিনের সিরিজে জয়লাভ নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে ভারতীয় দলকে। একইসাথে শুভমান গিল (Shubman Gill), উমরান মালিক (Umran Malik), ঈশান কিষণদের (Ishan Kishan) উত্থান স্বস্তিতে রাখবে ভারতীয় সমর্থকদেরও। আইসিসি ODI  ক্রমতালিকায় পয়লা নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগাগোড়া দাপট রেখে ভারতের সিরিজ জয় দেখে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন নি প্রাক্তন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রামিজ রাজাও (Ramiz Raja)। পিসিবি থেকে সরে যাওয়ার পর ফের একবার নিজের ইউটিউব চ্যানেলে ফিরেছেন তিনি। সেখানেই ভারতীয় দল নিয়ে আরও একবার মন্তব্য করতে শোনা গেলো রামিজকে।

ভারত নিয়ে মন্তব্য করে আগে বিতর্কে জড়িয়েছিলেন রামিজ-

Ramiz Raja | image: twitter
Ramiz Raja was involved in a verbal duel with BCCI secretary Jay Shah during his tenure as the PCB chairman

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন প্রায়ই ভারত নিয়ে মন্তব্য করে বিতর্কের আগুনে ঘি ঢালতেন রামিজ রাজা (Ramiz Raja)। এশিয়া কাপ আয়োজন নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিলো কিছুদিন আগে। চলতি বছরের এশিয়া কাপ আয়োজিয় হওয়ার কয়হা পাকিস্তানে। কূটনৈতিন ও রাজনৈতিক কারণে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না বলে জানিয়েছিলেন ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-এর সচিব জয় শাহ (Jay Shah)। এমনকি পাকিস্তান থেকে সরিয়ে এশিয়া কাপ অন্য কোনো নিরপেক্ষ দেশে আয়োজিত হবে বলেও ঘোষণা করেন তিনি। এতেই মেজাজ হারান তৎকালীন পাক বোর্ড প্রধান। হুমকির সুরে জানিয়েছিলেন পাকিস্তানে ভারত এশিয়া কাপ খেলতে না গেলে, ভারতের মাটিতেও একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান দল। এর পর থেকেই বারবার ভারতের দিকে আক্রমণ শানাতে থাকেন তিনি। পাশাপাশি দেশের অভ্যন্তরেও একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রামিজ (Ramiz Raja)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাক দলের হতশ্রী পারফর্ম্যান্স আরও অস্বস্তি বাড়িয়েছিলো তাঁর। শেষমেশ ড্যামেজ কন্ট্রোলে নেমে রাজাকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বদলে চেয়ারম্যান হিসেবে ফিরিয়ে আনা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘনিষ্ঠ নাজম শেঠিকে (Najam Sethi)।

‘টিম ইন্ডিয়া’র থেকে শেখা উচিৎ পাকিস্তানের, বলছেন রামিজ-

Ramiz Raja | image: twitter
Pakistan and other nations from the subcontinent should learn from Team India, thinks Ramiz Raja

পাক বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন যে দলের নিন্দা করতেন নিত্যদিন, ইউটিউবে ফিরে এখন সেই ভারতীয় দলেরই প্রশংসা করতে শোনা গেলো রামিজ রাজাকে (Ramiz Raja)। ভারতের কাছে পর্যুদস্ত হওয়ার আগে পাকিস্তানকে একদিনের সিরিজে ২-১ হারিয়েছিলো নিউজিল্যান্ড। ঘরের মাঠে বিদেশী দলের ওপর কি করে ছড়ি ঘোরাতে হয়, ভারতের কাছ থেকে পাকিস্তানসহ বাকি উপমহাদেশীয় দলগুলিকে তা শিখতে বলছেন রামিজ রাজা। গত ২৪টি ঘরোয়া সিরিজের ২২টি জিতেছে ভারত। ঘরের মাঠে এই চমকপ্রদ সাফল্যের ব্যাখ্যা দিতে গিয়ে রামিজ (Ramiz Raja) বলেন, “ভারতকে ভারতের মাটিতে হারানো খুবই কঠিন। কি করে ঘরের মাঠে ক্রিকেট খেলতে হয় ভারতকে দেখে পাক দল সহ বাকিদের শিখতে হবে। পাকিস্তান দলে সফল হওয়ার মালমশলা যথেষ্ঠ পরিমাণে থাকা সত্ত্বেও আমরা ঘরের মাঠে ভারতের মত সফল নই।” নিউজিল্যান্ডের হারের কারণ বিশ্লেষণ করে রামিজের মন্তব্য, “নিউজিল্যান্ড খারাপ দল নয়। র‍্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছে ওরা। আজ নিজেদের জালে ওরা নিজেরাই আটকে গিয়েছে। ব্যাটিং-এ একদমই ছন্দ খুঁজে পায় নি কিউইরা।” ভারতের সাফল্যের পিছনে বোলারদের যথেষ্ঠ অবদান রয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে মহম্মদ শামি (Mohammed Shami) এবং সিরাজের (Mohammed Siraj) প্রশংসা শোনা গেলো তাঁর মুখে। রামিজ বলেন, “ভারতীয় বোলারদের এক্সপ্রেস গতি না থাকলেও, একদম সঠিক জায়গায় বল রেখে সাফল্য পাচ্ছেন তাঁরা। ফিল্ড পজিশন অনুযায়ী বল করছেন ভারতের বোলাররা। প্রয়োজনে স্লিপ ফিল্ডার রেখে ব্যাটারদের ওপর চাপ বাড়াচ্ছেন পেসার’রা। দলের জয়ে যোগদান রয়েছে স্পিনারদেরও।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *