Rajasthan royals will approach jos buttler million dollar contract

দিন দিন ক্রিকেটারদের মধ্যে বেড়ে চলেছে টি-২০ (T20) ক্রিকেটের মোহ। সঙ্গে থাকছে কোটি কোটি টাকার লোভনীয় চুক্তিও। একাধিক ফ্র্যাঞ্চাইজির তরফে একাধিক ইংরেজ তারকাকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, এদের মধ্যে, ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয় (Jeson Roy) বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য। এবার এক সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক জস বাটলারকেও (Jos Buttler) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরফে এমন এক প্রস্তাব দেওয়া হতে পারে।

Read More: Team India: ভারতের নতুন প্রধান কোচের নাম ঘোষণা, পরম বন্ধুর হাতে দায়িত্ব তুলে দিলেন জয় শাহ !!

৫ বছর ধরে রাজস্থানের হয়ে খেলছেন বাটলার

JOS BUTTLER,
JOS BUTTLER | Image: Getty Images

২০১৮ সালে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন বাটলার। তারপর থেকে বিগত পাঁচ বছরে মোট ৭১ ম্যাচ খেলে রাজস্থানের হয়ে বাটলার পাঁচটি শতরানের পাশাপাশি ১৮টি অর্ধশতরানও হাঁকিয়েছেন। রাজস্থানের পাশাপাশি রয়্যালস ফ্র্যাঞ্চাইজির আরেক দল পার্ল রয়্যালসের হয়েও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলেন বাটলার। তাই রয়্যালসের চুক্তি মানলে একাধিক লিগে খেলার সুযোগ থাকছে বাটলারের সামনে। তবে এই চুক্তি ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ এই চুক্তি যে সকল ক্রিকেটাররা সই করবেন তাঁদের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য উক্ত দেশের বোর্ডকে ফ্র্যাঞ্চাইজির কাছে অনুমতি নিতে হবে। সেই সকল ক্রিকেটারকে তাঁদের দেশের চুক্তি ছাড়তে হতে পারে।

চার বছরের চুক্তি গ্রহণ করতে পারে বাটলার

Jos Buttler
Jos Buttler | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তাদের সাথে যুক্ত করার চেষ্টা করছে। ইংলিশ খেলোয়াড়দের এর কোটি কোটি টাকার চুক্তি দেওয়া যাবে। এমনকি এর আগে, মইন আলী (Moeen Ali) কে একই প্রস্তাব রেখেছিল চেন্নাই সুপার কিংস (CSK) তো অন্যদিকে জোফরা আর্চারকে (Jofra Archer) ওই প্রস্তাব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে, কলকাতার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য জেসন রয় ছেড়ে দিয়েছেন ইংল্যান্ড দলের কন্টাক্ট। সূত্রের খবর অনুযায়ী, বাটলারকে দীর্ঘদিন ধরে রাজস্থান রয়্যালস তাদের সাথে যুক্ত করার চেষ্টা করছে যাতে বাটলার যেখানেই খেলুক না কেন তাদের দল তাদের জন্য তারা উপলব্ধ হতে হবে। তবে এই চুক্তি বাটলার নেবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এমনকি শোনা যাচ্ছে, চার বছরের জন্য চুক্তি করতে পারে রাজস্থান রয়্যালস।

Read Also: CSK-এর সাথে সাথে টিম ইন্ডিয়াকেও চ্যাম্পিয়ন করবেন স্টিফেন ফ্লেমিং, শ্রীঘ্রই বসছেন কোচের গদিতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *