চলতি আইপিএল এর নিলামে বেশ কিছু চমকের স্বাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। নিলামের আগে সব থেকে বেশি অর্থ নিয়ে হাজির হয়েছিল পাঞ্জাব কিংস। আর সেই বিপুল অর্থ নিয়ে একাধিক খেলোয়াড়ের উপর বিড পেশ করে চলেছে পাঞ্জাব কিংস। এবার শেষ অবধি বিশাল অর্থে অস্ট্রেলিয়ার প্রতিভাবান পেসার ঝাই রিচার্ডসনকে তুলে নিল পাঞ্জাব কিংস। ১৪ কোটি টাকায় এই পেসারকে তুলে নিল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।
টি২০ ক্রিকেটে অত্যন্ত পরিচিত নাম ঝাই রিচার্ডসন। অস্ট্রেলিয়ার টি২০ দলে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই পেসার। অস্ট্রেলিয়ার হয়ে স্রেফ নয়টি টি২০ ম্যাচ খেলেছেন রিচার্ডসন। তবে গত বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিচার্ডসন। ১৭ ম্যাচে ২৯টি উইকেট নিয়েছেন পার্থ স্কর্চার্সের হয়ে, যেখানে ইকোনমি রেট মাত্র ৭.৬৯।
পাঞ্জাব কিংসের পেসারের প্রয়োজন ছিল। মহম্মদ শামির পার্টনার হিসেবে বেশ ভালো মানিয়ে নিতে পারবেন ঝাই রিচার্ডসন। এছাড়া ব্যাট হাতেও কিছুটা নির্ভরযোগ্যতা দিতে পারেন রিচার্ডসন।