প্রত্যাশিত পথে চলে নি পৃথ্বী শ (Prithvi Shaw)-এর আন্তর্জাতিক কেরিয়ার। গিয়েছে নিরন্তর ওঠাপড়ার মধ্যে দিয়ে। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হিসেবে যখন তিনি বিশ্বকাপ জেতেন তখন অনেকেই মুম্বই ক্রিকেটের নবতম নক্ষত্র হিসেবে দেখছিলেন পৃথ্বীকে। স্কুল ক্রিকেটের দিন থেকেই সংবাদমাধ্যমের রেডারে ছিলেন তিনি। স্বয়ং শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) শোনা গিয়েছিলো পৃথ্বীকে আগামীর তারকা হিসেবে বেছে নিতে। ঠিকঠাকই এগোচ্ছিলো সবকিছু। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ের বছরেই সিনিয়র ভারতীয় দলে ডাক পান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবির্ভাবেই চমকে দিয়েছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। করেছিলেন শতরান। ভারতীয় দলের ওপেনিং সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান মনে করা হয়েছিলো তাঁকে। কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে নি বিশেষ। মাত্র দুই বছরের মধ্যেই জায়গা হারান পৃথ্বী।
শুরুটা ভালো হলেও সময় যত এগোতে থাকে, ততই মাঠে এবং মাঠের বাইরে নানাবিধ সমস্যায় জর্জরিত হতে দেখা যায় তাঁকে। এর সাথে যুক্ত হয় চোট-আঘাতের ঘটনাও। ২০১৮-র নভেম্বরে সিনিয়র দলের সাথে প্রথম অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচ চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে গোড়ালিতে চোট পান তিনি। এরপর গোটা সিরিজ থেকেই ছিটকে যান শ (Prithvi Shaw)। এরপর দলে প্রত্যাবর্তন ঘটালেও ছন্দ ফিরে পান নি। ২০২০-তে নিজের দ্বিতীয় অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডের মাঠে দুই ইনিংসে যথাক্রমে ০ এবং ৪ রানে বোল্ড হওয়ার পর আর জাতীয় দলে সুযোগ পান নি। ৫ টেস্ট খেলেই কেরিয়ারে ছেদ পড়ে তাঁর। একদিনের ক্রিকেটেও পৃথ্বী (Prithvi Shaw) খেলেছেন মাত্র ৯ ম্যাচ। টি-২০তে সংখ্যাটা কেবল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২১ সালে ব্যর্থ হওয়ার পর সীমিত ওভারের খেলাতেও দেশের হয়ে মাঠে নামা হয় নি পৃথ্বীর।
Read More: শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে যাচ্ছেন KL রাহুল, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !!
নিষিদ্ধ বস্তু সেবনের অভিযোগ উঠেছিলো পৃথ্বীর দিকে-

বর্তমানে পৃথ্বী শ-এর বয়স ২৩। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের বয়স মাত্র ৫ বছর। কিন্তু এরই মধ্যে একাধিকবার বড় বিতর্কে জড়িয়েছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বড় বিতর্ক অবশ্যই তাঁর বিরুদ্ধে ওঠা ডোপিং-এর অভিযোগ। ঘটনাটি ২০১৯ সালের। ইন্দোরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ২২ ফেব্রুয়ারী মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিলো পাঞ্জাবের। বিসিসিআই-এর অ্যান্টি ডোপিং রুল (ADR) নিয়ম অনুযায়ী মূত্রের নমুনা জমা করেছিলেন পৃথ্বী। সরাসরি বিসিসিআই নয়, এই নমুনা সংগ্রহ করেছিলো IMDR নামে এক স্বাধীন সংস্থা।
পরে তা পাঠানো হয় নয়া দিল্লীতে। সেখানে WADA (World Anti-Doping Association) স্বীকৃত এক গবেষণাগারে পরীক্ষার পর পৃথ্বীর মূত্রের নমুনায় নিষিদ্ধ ‘টার্বুটালিন’ পাওয়া যায়। বোর্ডের প্রশ্নের উত্তরে পৃথ্বী যদিও জানিয়েছিলেন কাশির ওষুধ খাওয়ার ফলে ‘টার্বুটালিন’ পাওয়া গিয়েছে তাঁর নমুনায়। তা সত্ত্বেও তাঁকে নির্বাসিত করে বোর্ড। জুলাই মাসে বোর্ডের অ্যান্টি ডোপিং ম্যানেজার ডক্টর অভিষেক সালভি (Dr. Abhishek Salvi) যে রিপোর্ট প্রকাশ করেন তা অনুযায়ী পৃথ্বীর (Prithvi Shaw) শাস্তি নির্দিষ্ট করে বোর্ড। নমুনা সংগ্রহের দিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারী থেকেই নির্বাসনের মেয়াদ চালু হয়, চলে ১৫ নভেম্বর অবধি। ডোপিং-এর অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় অশালীন আচরনের অভিযোগও কিছুদিন আগে তুলেছিলেন এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
জাতীয় দলের প্রত্যাবর্তনের প্রচেষ্টায় পৃথ্বী-

দীর্ঘ দুই বছরেরও বেশী সময় ভারতীয় ক্রিকেট দলের হয়ে একটি ম্যাচেও প্রথম একাদশে দেখা যায় নি পৃথ্বী শ-কে (Prithvi Shaw)। ঘরোয়া ক্রিকেটে অবশ্য দাপটের সাথেই খেলছেন তিনি। গত মরসুমেই করেছিলেন অসমের বিরুদ্ধে ৩৭৯ রান। ভাউসাহেব নিম্বলকরের পর রঞ্জির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক হন তিনি। সেই পারফর্ম্যান্সের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বছরের গোড়ায় টি-২০ সিরিজের দলেও রাখা হয়েছিলো তাঁকে। কিন্তু পরিবর্ত ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করা ছাড়া আর কোনো সুযোগ আসে নি। ব্যাট হাতে নিজেকে প্রমাণের সুযোগ পান নি তিনি। আইপিএলেও এই বছর ভালো খেলতে পারেন নি তিনি। ৮ ম্যাচে করেছেন ১০৬ রান। গড় ১৩.২৫।
জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে পৃথ্বী (Prithvi Shaw) পাড়ি দিয়েছেন ইংল্যান্ডে। সেখানে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন ইংল্যান্ড ক্রিকেটের ঘরোয়া একদিনের টুর্নামেন্ট মেট্রো ব্যাঙ্ক ওয়ান ডে কাপ। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে করেন ৩৫ বলে ৩৪ রান। সাসেক্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও বড় রান পান নি তিনি। আউট হন ২৬ রান করে। তবে জ্বলে ওঠেন তৃতীয় ম্যাচে। অনবদ্য ক্রিকেট খেলে সমারসেটের বিরুদ্ধে ১৫৩ বলে ২৪৪ রান করেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় দ্বিশতরান। ওপেন করতে নেমে ২৮টি চার এবং ১১টি ছক্কার সাহায্যে নিজের ইনিংসকে সাজান মুম্বইয়ের তরুণ। প্রায় অন্ধকারে তলিয়ে যেতে বসা পৃথ্বীর আন্তর্জাতিক কেরিয়ারে্কে এই ইনিংস নতুন আলোর সন্ধান দেয় কিনা সেদিকেই তাকিয়ে ক্রিকেটজনতা।