WPL 2023 GUJRAT GIANTS TEAM VS RCB

টান টান উত্তেজনার মধ্যে দেখা যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL)। ইতিমধ্যে ৫ টি দল নিজেদের দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। দুর্দান্ত ফর্মে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (MI W) ও গুজরাট জায়ান্টস দল এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি। আজ দুই দল তাদের সেরা প্রদর্শন দেখিয়ে টুর্নামেন্টে তাদের খাতা খুলতে চাইবে। এখন পর্যন্ত খেলা দুটিতেই তারা পরাজয়ের মুখোমুখি হয়েছে।প্রথমে, RCB দিল্লি ক্যাপিটালসের কাছে ৬০ রানে হেরেছিল এবং পরে, তারা হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছিল। জায়ান্টরা মুম্বাই এবং ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে তাদের উভয় ম্যাচেই পরাজয়ের মুখোমুখি হয়েছিল।

আজ দুই দলের কাছে সুযোগ আছে প্রথম ম্যাচ জয়লাভ করে ২ পয়েন্ট অর্জন করা। যদিও দ্বিতীয় ম্যাচে গুজরাট দল তাদের অধিনায়ক বেথ মুনি (Beth Mooney) কে চোটের কারণে অনেকটাই সমস্যার মুখে পড়ে। যদিও আশা করা যাচ্ছে তৃতীয় ম্যাচে দলের অধিনায়ক বেথ মুনি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

WPL ম্যাচের সময়সূচী-

গুজরাট জায়ান্টস (GGT W) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB W)

ম্যাচ নং- ০৬

তারিখ- ০৮/০৩/২০২৩

ভেন্যু- ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই।

সময়- সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

GGTW VS RCBW , MATCH NO 6 PITCH REPORT

Brabourne Stadium
Brabourne Stadium

গুজরাট বনাম ব্যাঙ্গালুরু ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। আপাতত পয়েন্ট তালিকায় দুই দলই এখনও পর্যন্ত খাতা খুলতে ব্যার্থ হয়েছে। এবার দুই দলের কাছে সুযোগ আছে টুর্নামেন্টের প্রথম পয়েন্ট জয় করে এগিয়ে যাওয়া। ইতিমধ্যে তালিকায় চতুর্থ স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পঞ্চম স্থানে রয়েছে। এর আগে এই মাঠে ২ টি ম্যাচ খেলা হয়েছে। যেখানে দুইবারই চার ছক্কার বর্ষা দেখা গিয়েছে।

এই মাঠের পিচ মূলত ব্যাটিং সহায়ক হলেও এই মাঠের উইকেট থেকে পেসাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। ম্যাচের প্রথম দিকে বল সিম ও সুইং করে, ফলে ব্যাটসম্যানদের একটু চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। পরের দিকে পিচ ব্যাটিংয়ের সহায়ক হয়ে ওঠে। এই মাঠে টস জিতে প্রথমে বোলিং ক৬৬রাই সঠিক সিদ্ধান্ত। ঘরোয়া টি-টোয়েন্টি খেলায় প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৫।

GGW VS RCBW , MATCH NO 6 , WEATHER REPORT

WPL 2023, GGT-W VS RCB-W, Match No-6: খাতা খুলতে এই দল নিয়ে ময়দানে নামতে চলেছে গুজরাট দল !! 1পরস্পর দুই ম্যাচে সামনাসামনি হতে হচ্ছে দলকে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪৩ শতাংশ। এছাড়াও ম্যাচের দিনে ২১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া প্রবাহিত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ০ শতাংশ। অর্থাৎ একটি মারকাটারি ম্যাচ উপভোগ করা যাবে। এখানে টস জেতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ মুম্বইয়ের মাঠগুলি শেষের দিকে শিশির পরে থাকে ফলে বোলারদের বোলিং করতে অসুবিধা হতে পারে। এখানে টস জয়ী অধিনায়ক টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারেন। যদিও এই মাঠে এক দল প্রথমে ব্যাটিং করে ও একদল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ম্যাচ জিতেছে।

Live Streaming Details-

৯৫১ কোটি টাকার বিনিময়ে ২০২৩ থেকে ২০২৭ অবধি WPL-এর সম্প্রচার স্বত্ব নিয়েছে ভায়াকম ১৮। স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি দেখা যাবে এই টুর্নামেন্ট। এছাড়াও জিও সিনেমা অ্যাপে বিনামূল্যে দেখা যাবে WPL এর ম্যাচ গুলি।

সম্ভাব্য একাদশ-

Gujrat Giants
Gujrat Giants

ওপেনার- বেথ মুনি,সাবিনেনি মেঘনা

মিডল অর্ডার- হারলিন দেবুল, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ।

ফিনিশার- ডিলান হেমলথা, জর্জিয়া ওয়ারহাম।

বোলার- স্নেহা রানা, তনুজা কানওয়ার, মনিকা প্যাটেল, মানসী যোশী।

উইকেটরক্ষক- বেথ মুনি।

গুজরাট জায়ান্টস (GGT W) সম্ভাব্য একাদশ WPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB W) বিরুদ্ধে-

বেথ মুনি (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), সাবিনেনি মেঘনা, হারলিন দেবুল, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, ডিলান হেমলথা, জর্জিয়া ওয়ারহাম, স্নেহা রানা, তনুজা কানওয়ার, মনিকা প্যাটেল, মানসী যোশী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *