ইশান্ত শর্মা – ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্না্ই টেস্টে বেশ পারফর্ম করেছেন ইশান্ত শর্মা।ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে তিনি শামির জায়গায় আসতে পারেন বলে মনে করছেন অনেকে।জানা গিয়েছে, সুযোগ পেলে তিনি তা নিশ্চিতভাবে কাজে লাগনোর চেষ্টা চালাবেন।এখন দেখার তাঁর গতিকে কাজে লাগিয়ে ইংরেজ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে আদৌ ভারতীয় নির্বাচকরা রাজি হন কিনা ।